কলকাতা, 17 ডিসেম্বর : সুস্থ হওয়ার পর এ বার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার প্রক্রিয়া শুরু হল প্রাক্তন নিউজিল্যান্ড ক্রিকেটার ক্রিস কেয়ার্নসের ৷ দীর্ঘদিনের অসুস্থতার পর রিহ্যাবিলেশন শুরু হয়েছে কেয়ার্নসের ৷ সেই রিহ্যাবের ছবি পোস্ট করেছেন প্রাক্তন কিউয়ি ক্রিকেটার (Chris Cairns Gives Update On His Recovery) ৷ যে পোস্টে তাঁর শুভাকাঙ্খিদের উদ্দেশ্যে ক্রিস কেয়ার্নস জানিয়েছেন, এ দিন তাঁর রিহ্যাবে সেরা দিন ছিল ৷ যেখানে তিনি প্রথমবার কোনও কিছুর সাহায্য না নিয়ে হেঁটেছেন ৷
সোশ্যাল মিডিয়ায় কেয়ার্নস তাঁর রিহ্যাবের ছবি পোস্ট করে জানিয়েছেন, ‘‘এখনও পর্যন্ত রিহ্যাবের সেরা দিন ৷ প্রথমবার হাইড্রোথেরাপি পুলে নামলাম ৷ প্রথমবার কোনও কিছুর সাহায্য ছাড়াই দাঁড়িয়েছি এবং হেঁটেছি, পুলের মধ্যে ভেসেছি ৷’’ এখানেই থামেননি কেয়ার্নস ৷ নিজের আবেগ প্রকাশ করে তিনি জানিয়েছেন, ‘‘আমি শুনেছিলাম আত্মার অক্সিজেন হল স্বাধীনতা... সাঁতার কাটতে পেরে এবং নিজের পা ছুঁড়তে পেরে খুব ভাল লাগছে ৷ এই অনুভতি আগে কখনও হয়নি ৷’’
-
Best day of rehab yet. First time using the hydrotherapy pool, first time standing unaided and to walk/float my way up the pool! Man! I’ve heard freedom is the oxygen of the soul….being able to swim and kick my legs today was the most free I’ve ever felt. 🙏 #justkeepswimming pic.twitter.com/xmjUFSRFb3
— Chris Cairns (@chriscairns168) December 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Best day of rehab yet. First time using the hydrotherapy pool, first time standing unaided and to walk/float my way up the pool! Man! I’ve heard freedom is the oxygen of the soul….being able to swim and kick my legs today was the most free I’ve ever felt. 🙏 #justkeepswimming pic.twitter.com/xmjUFSRFb3
— Chris Cairns (@chriscairns168) December 15, 2021Best day of rehab yet. First time using the hydrotherapy pool, first time standing unaided and to walk/float my way up the pool! Man! I’ve heard freedom is the oxygen of the soul….being able to swim and kick my legs today was the most free I’ve ever felt. 🙏 #justkeepswimming pic.twitter.com/xmjUFSRFb3
— Chris Cairns (@chriscairns168) December 15, 2021Best day of rehab yet. First time using the hydrotherapy pool, first time standing unaided and to walk/float my way up the pool! Man! I’ve heard freedom is the oxygen of the soul….being able to swim and kick my legs today was the most free I’ve ever felt. 🙏 #justkeepswimming pic.twitter.com/xmjUFSRFb3
— Chris Cairns (@chriscairns168) December 15, 2021
প্রসঙ্গ, হৃদযন্ত্রের বিরল অসুখ হয়েছিল ক্রিস কেয়ার্নসের ৷ তিনি অ্যারোটিক ডিসেকশন রোগে ভুগছিলেন ৷ অর্থাৎ, হৃদযন্ত্রের মহাধমনী ছিঁড়ে গিয়েছিল তাঁর ৷ এ বছর অগস্ট মাসে এই অসুখ ধরা পড়ে ৷ এর পর 4টি ওপেন হার্ট সার্জারি হয় কেয়ার্নসের ৷ আর অস্ত্রোপচারের সময়ই স্পাইনাল স্টোর্ক হয় তাঁর ৷ যার জেরে কোমড়ের নিচ থেকে পুরো শরীর পেরালাইজড হয়ে যায় প্রাক্তন কিউয়ি ক্রিকেটারের ৷ এর পর ধীরে ধীরে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠেন (Chris Cairns Recover from His Rare Heart Disease) ৷ এ বার কোনও কিছুর সাহায্যে চলাফেরা করছেন তিনি ৷ তবে, পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে ৷ তাই এখনও তাঁকে নিয়মিত চিকিৎসার মধ্যে থাকতে হবে ৷