ETV Bharat / sports

Chris Cairns Recovery : সুস্থ হয়ে উঠছেন ক্রিস কেয়ার্নস, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রিহ্যাবের ছবি - Chris Cairns

বিরল হৃদরোগের অসুখ থেকে সুস্থ হয়ে ফের স্বাভাবিক জীবনে ফিরছেন প্রাক্তন নিউজিল্যান্ড ক্রিকেটার ক্রিস কেয়ার্নস (Chris Cairns Recover from His Rare Heart Disease) ৷ সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন কেয়ার্নস (Chris Cairns Gives Update On His Recovery) ৷ যেখানে তাঁকে রিহ্যাব হাইড্রোথেরাপি নিতে দেখা গিয়েছে ৷

Chris Cairns
Chris Cairns
author img

By

Published : Dec 17, 2021, 1:30 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর : সুস্থ হওয়ার পর এ বার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার প্রক্রিয়া শুরু হল প্রাক্তন নিউজিল্যান্ড ক্রিকেটার ক্রিস কেয়ার্নসের ৷ দীর্ঘদিনের অসুস্থতার পর রিহ্যাবিলেশন শুরু হয়েছে কেয়ার্নসের ৷ সেই রিহ্যাবের ছবি পোস্ট করেছেন প্রাক্তন কিউয়ি ক্রিকেটার (Chris Cairns Gives Update On His Recovery) ৷ যে পোস্টে তাঁর শুভাকাঙ্খিদের উদ্দেশ্যে ক্রিস কেয়ার্নস জানিয়েছেন, এ দিন তাঁর রিহ্যাবে সেরা দিন ছিল ৷ যেখানে তিনি প্রথমবার কোনও কিছুর সাহায্য না নিয়ে হেঁটেছেন ৷

সোশ্যাল মিডিয়ায় কেয়ার্নস তাঁর রিহ্যাবের ছবি পোস্ট করে জানিয়েছেন, ‘‘এখনও পর্যন্ত রিহ্যাবের সেরা দিন ৷ প্রথমবার হাইড্রোথেরাপি পুলে নামলাম ৷ প্রথমবার কোনও কিছুর সাহায্য ছাড়াই দাঁড়িয়েছি এবং হেঁটেছি, পুলের মধ্যে ভেসেছি ৷’’ এখানেই থামেননি কেয়ার্নস ৷ নিজের আবেগ প্রকাশ করে তিনি জানিয়েছেন, ‘‘আমি শুনেছিলাম আত্মার অক্সিজেন হল স্বাধীনতা... সাঁতার কাটতে পেরে এবং নিজের পা ছুঁড়তে পেরে খুব ভাল লাগছে ৷ এই অনুভতি আগে কখনও হয়নি ৷’’

আরও পড়ুন : Indian Team Reached South Africa : 'বিরাট' সংঘাতের মাঝেই রেনবো নেশনে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়া

প্রসঙ্গ, হৃদযন্ত্রের বিরল অসুখ হয়েছিল ক্রিস কেয়ার্নসের ৷ তিনি অ্যারোটিক ডিসেকশন রোগে ভুগছিলেন ৷ অর্থাৎ, হৃদযন্ত্রের মহাধমনী ছিঁড়ে গিয়েছিল তাঁর ৷ এ বছর অগস্ট মাসে এই অসুখ ধরা পড়ে ৷ এর পর 4টি ওপেন হার্ট সার্জারি হয় কেয়ার্নসের ৷ আর অস্ত্রোপচারের সময়ই স্পাইনাল স্টোর্ক হয় তাঁর ৷ যার জেরে কোমড়ের নিচ থেকে পুরো শরীর পেরালাইজড হয়ে যায় প্রাক্তন কিউয়ি ক্রিকেটারের ৷ এর পর ধীরে ধীরে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠেন (Chris Cairns Recover from His Rare Heart Disease) ৷ এ বার কোনও কিছুর সাহায্যে চলাফেরা করছেন তিনি ৷ তবে, পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে ৷ তাই এখনও তাঁকে নিয়মিত চিকিৎসার মধ্যে থাকতে হবে ৷

কলকাতা, 17 ডিসেম্বর : সুস্থ হওয়ার পর এ বার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার প্রক্রিয়া শুরু হল প্রাক্তন নিউজিল্যান্ড ক্রিকেটার ক্রিস কেয়ার্নসের ৷ দীর্ঘদিনের অসুস্থতার পর রিহ্যাবিলেশন শুরু হয়েছে কেয়ার্নসের ৷ সেই রিহ্যাবের ছবি পোস্ট করেছেন প্রাক্তন কিউয়ি ক্রিকেটার (Chris Cairns Gives Update On His Recovery) ৷ যে পোস্টে তাঁর শুভাকাঙ্খিদের উদ্দেশ্যে ক্রিস কেয়ার্নস জানিয়েছেন, এ দিন তাঁর রিহ্যাবে সেরা দিন ছিল ৷ যেখানে তিনি প্রথমবার কোনও কিছুর সাহায্য না নিয়ে হেঁটেছেন ৷

সোশ্যাল মিডিয়ায় কেয়ার্নস তাঁর রিহ্যাবের ছবি পোস্ট করে জানিয়েছেন, ‘‘এখনও পর্যন্ত রিহ্যাবের সেরা দিন ৷ প্রথমবার হাইড্রোথেরাপি পুলে নামলাম ৷ প্রথমবার কোনও কিছুর সাহায্য ছাড়াই দাঁড়িয়েছি এবং হেঁটেছি, পুলের মধ্যে ভেসেছি ৷’’ এখানেই থামেননি কেয়ার্নস ৷ নিজের আবেগ প্রকাশ করে তিনি জানিয়েছেন, ‘‘আমি শুনেছিলাম আত্মার অক্সিজেন হল স্বাধীনতা... সাঁতার কাটতে পেরে এবং নিজের পা ছুঁড়তে পেরে খুব ভাল লাগছে ৷ এই অনুভতি আগে কখনও হয়নি ৷’’

আরও পড়ুন : Indian Team Reached South Africa : 'বিরাট' সংঘাতের মাঝেই রেনবো নেশনে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়া

প্রসঙ্গ, হৃদযন্ত্রের বিরল অসুখ হয়েছিল ক্রিস কেয়ার্নসের ৷ তিনি অ্যারোটিক ডিসেকশন রোগে ভুগছিলেন ৷ অর্থাৎ, হৃদযন্ত্রের মহাধমনী ছিঁড়ে গিয়েছিল তাঁর ৷ এ বছর অগস্ট মাসে এই অসুখ ধরা পড়ে ৷ এর পর 4টি ওপেন হার্ট সার্জারি হয় কেয়ার্নসের ৷ আর অস্ত্রোপচারের সময়ই স্পাইনাল স্টোর্ক হয় তাঁর ৷ যার জেরে কোমড়ের নিচ থেকে পুরো শরীর পেরালাইজড হয়ে যায় প্রাক্তন কিউয়ি ক্রিকেটারের ৷ এর পর ধীরে ধীরে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠেন (Chris Cairns Recover from His Rare Heart Disease) ৷ এ বার কোনও কিছুর সাহায্যে চলাফেরা করছেন তিনি ৷ তবে, পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে ৷ তাই এখনও তাঁকে নিয়মিত চিকিৎসার মধ্যে থাকতে হবে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.