নয়াদিল্লি, 11 অগস্ট : রবি শাস্ত্রী (Ravi Shastri) এবং তাঁর কোচিং দলের সঙ্গে আলোচনা বিসিসিআই (BCCI) কর্তাদের ৷ বিসিসিআই-এর এক বিশেষ সূত্রের তরফে সংবাদ সংস্থা এএনআই-কে এমনই জানানো হয়েছে ৷ যেখানে লর্ডস টেস্টের প্রস্তুতি নিয়ে আলোচনার পাশাপাশি টি-20 বিশ্বকাপের পর রবি শাস্ত্রীর ভারতীয় দলের কোচের দায়িত্ব পালনের বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে ওই বিশেষ সূত্র ৷ তবে, এ নিয়ে এখনই নিশ্চিত ভাবে কিছু বলা মতো সময় আসেনি বলেও উল্লেখ করা হয়েছে ৷ প্রসঙ্গত, গতকাল বিসিসিআই-এর তরফে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি’র প্রধান পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ যার পরেই জল্পনা শুরু হয়, রাহুল দ্রাবিড় (Rahul Dravid) জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব ছাড়ার পর তাঁকে ভারতের জাতীয় দলের বড় দায়িত্বে আনা হতে পারে ৷ এমনকি এও কানাঘুষো শুরু হয়েছে যে, সংযুক্ত আরব আমিরশাহি-তে টি-20 বিশ্বকাপের পর শাস্ত্রী আর ভারতের কোচের দায়িত্ব সামলাতে আগ্রহী নন ৷
ওই সূত্রের তরফে বলা হয়েছে, বোর্ড কর্তারা লন্ডনে রবি শাস্ত্রী এবং তাঁর দলের সঙ্গে লর্ডস টেস্টের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছিল ৷ সেখানেই রবি শাস্ত্রীর কোচের দায়িত্ব থেকে সরে যাওয়ার প্রসঙ্গ নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই-এর ওই সূত্র ৷ তবে, কোনও কিছুই এই মুহূর্তে চূড়ান্ত নয় বলেও উল্লেখ করেছে ওই সূত্র ৷ সংবাদ সংস্থাকে দেওয়া তথ্য অনুযায়ী, ‘‘এটা নিয়ে কিছু বলার সময় আসেনি ৷ কিন্তু, সভাপতি, সচিব, কোষাধ্যক্ষ এবং সহ-সভাপতি আজ লন্ডন পৌঁছাবেন ৷ তাঁরা সেখানে শাস্ত্রী এবং পুরো দলের ইংল্যান্ড সফরের নানান বিষয় এবং ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন ৷ যদি সত্যি শাস্ত্রী চালিয়ে যেতে রাজি না থাকেন তবে, অবশ্যই এ নিয়ে লর্ডস টেস্ট চলাকালীন আলোচনা হবে ৷’’
প্রসঙ্গত, শ্রীলঙ্কার সফরে অপেক্ষাকৃত কম শক্তিশালী দলের দায়িত্ব নিয়ে, মোটের উপর ভাল পারফরমেন্স দেখিয়েছেন কোচ রাহুল দ্রাবিড় ৷ ফলে রবি শাস্ত্রী কোচ হিসেবে আর কাজ না করতে চাইলে, ভারতের কোচের দৌড়ে রাহুল দ্রাবিড় সবার আগে থাকবেন বলেই মনে করা হচ্ছে ৷ তবে, শ্রীলঙ্কা সফরের পর রাহুল দ্রাবিড় জানিয়েছেন, তিনি ভারতীয় দলের পূর্ণ সময়ের কোচের দায়িত্বপালনের বিষয়টি নিয়ে খুব একটা ভেবে দেখেননি ৷
আরও পড়ুন : National Cricket Academy : এনসিএ প্রধান পদে নিয়োগের বিজ্ঞপ্তি বিসিসিআই’র
শ্রীলঙ্কায় তৃতীয় টি-20 ম্যাচের পর সাংবাদিক বৈঠকে রাহুল বলেছিলেন, ‘‘আমি এই অভিজ্ঞতাটি উপভোগ করেছি ৷ আপনারা জানেন যে, আমি খুব দূরের বিষয়ে বেশি ভাবি না ৷ খুব সত্যি কথা বলছি ৷ আমি যা করছি তাতেই আমি খুব খুশি ৷ আমার ক্ষেত্রে, আমি এই সফরের বাইরে কিছু ভাবিনি এবং সফল চলাকালীনও কিছু ভাবনাচিন্তা করিনি ৷’’