ETV Bharat / sports

ICC WTC 2023 : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে 2 পয়েন্ট হারাল ভারত-ইংল্যান্ড - নটিংহ্যাম টেস্ট

প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল ভারত ৷ এবার পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের শুরুতেই পয়েন্ট হারাতে হল বিরাট কোহলিদের ৷ ইংল্যান্ডও হারাল 2 পয়েন্ট ৷

Due to Slow Over rates India and England Fined and Docked two points from ICC World Test Championship 2021-23 tally
ICC WTC 2023 : স্লো ওভার রেট’র জেরে পয়েন্ট কাটা গেল ভারত ও ইংল্যান্ড-র
author img

By

Published : Aug 11, 2021, 1:25 PM IST

Updated : Aug 11, 2021, 3:27 PM IST

লন্ডন, 11 অগস্ট : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (World Test Championship) বড় ধাক্কা ভারতীয় দলের ৷ নটিংহ্যাম টেস্টে স্লো ওভার রেট (Slow Over rates)-র জেরে 2 পয়েন্ট কাটা গেল ভারতের (India) ৷ সেই সঙ্গে ভারতীয় দলের উপর জরিমানা ধার্য করেছে আইসিসি ৷ আজ আইসিসি (ICC)-র তরফে এ কথা জানানো হয়েছে ৷ তবে, শুধু ভারত নয় ৷ প্রতিপক্ষ ইংল্যান্ড (England) দলেরও 2021-23 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে 2 পয়েন্ট কাটা যাবে ৷ সেই সঙ্গে জরিমানা করা হয়েছে জো রুটদের ৷

প্রসঙ্গত, নটিংহ্যাম টেস্টে (Nottingham Test) ভারত এবং ইংল্যান্ড দুই দলের ইনিংসেই ঘণ্টায় 12 বা তার কম ওভার হয়েছে ৷ ফলে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপে আইসিসি-র নিয়ম অনুযায়ী, দুই দলের পয়েন্টে কোপ পড়েছে ৷ অন্যদিকে, লাগাতার বৃষ্টিতে নটিংহ্যাম টেস্টে বারবার বাধা এসেছে ৷ এমনকি শেষদিনে এক বলের খেলাও হয়নি ৷ ফলে ভারতের প্রায় জেতা ম্যাচ বৃষ্টির জেরে ড্র ঘোষিত হয় ৷ এর ফলে দু’দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায় ৷ আর স্লো ওভার রেটের কারণে এবার সেখান থেকেও 2 পয়েন্ট বাদ গেল ভারতের ৷ যা ভবিষ্যতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে বড় ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে ৷

অন্যদিকে, আগামিকাল থেকে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামছে ভারত ৷ যে ম্যাচের আগে ফের একবার চোট সমস্যা ভারতীয় শিবিরে ৷ মিডিয়াম পেসার শার্দূল ঠাকুর চোটের কারণে প্রথম একাদশে অনিশ্চিত বলে জানা গিয়েছে ৷ আর এই আশঙ্কা সত্যি হলে লর্ডসের মতো সিম ও সুইং পরিবেশে ভারতের কাছে এটা বড় ধাক্কা ৷ তবে, শার্দূল ঠাকুর বাদ পড়লে, তাঁর জায়গায় ভারতের প্রথম একাদশে ইশান্ত শর্মা ফিরতে পারেন ৷ এমনকি লন্ডন পৌঁছানোর পর ভারতীয় পেস বোলিং বিভাগের সঙ্গে নেটে অনুশীলন করতেও দেখা গিয়েছে ইশান্তকে ৷

আরও পড়ুন : Ravi Shastri : কোচের দায়িত্ব থেকে অব্যাহতি চান শাস্ত্রী ! গুঞ্জন বোর্ডের অন্দরে

তবে, দলে আর কোনও বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ৷ কারণ, ওপেনার ময়ঙ্ক আগরওয়ালের জায়গায় প্রথম টেস্টে খেলা কে এল রাহুল নিজের দুরন্ত ফর্মে থাকার পরিচয় দিয়েছেন ৷ ফলে ময়ঙ্কের প্রথম একাদশে ফেরা এই মুহূর্তে সম্ভব নয় বলেই ধরে নেওয়া হচ্ছে ৷ তবে, রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম একাদশে ফেরানোর দাবি আরও জোরদার হচ্ছে ৷ বিশেষ করে যখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লিগ পর্যায়ে স্লো ওভার রেটে পয়েন্ট কাটা গিয়েছে ৷ কারণ রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে সফল হলেও বল হাতে তিনি প্রভাব ফলতে পারেননি ৷ আর সেখানে স্পিন হোক বা পেস দু’ধরনের পিচ থেকে উইকেট নেওয়ার দক্ষতা অশ্বিনের আছে ৷ ফলে লর্ডস টেস্টে অশ্বিনের প্রত্যাবর্তন হয় কি না, সেটাই এখন দেখার ৷

লন্ডন, 11 অগস্ট : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (World Test Championship) বড় ধাক্কা ভারতীয় দলের ৷ নটিংহ্যাম টেস্টে স্লো ওভার রেট (Slow Over rates)-র জেরে 2 পয়েন্ট কাটা গেল ভারতের (India) ৷ সেই সঙ্গে ভারতীয় দলের উপর জরিমানা ধার্য করেছে আইসিসি ৷ আজ আইসিসি (ICC)-র তরফে এ কথা জানানো হয়েছে ৷ তবে, শুধু ভারত নয় ৷ প্রতিপক্ষ ইংল্যান্ড (England) দলেরও 2021-23 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে 2 পয়েন্ট কাটা যাবে ৷ সেই সঙ্গে জরিমানা করা হয়েছে জো রুটদের ৷

প্রসঙ্গত, নটিংহ্যাম টেস্টে (Nottingham Test) ভারত এবং ইংল্যান্ড দুই দলের ইনিংসেই ঘণ্টায় 12 বা তার কম ওভার হয়েছে ৷ ফলে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপে আইসিসি-র নিয়ম অনুযায়ী, দুই দলের পয়েন্টে কোপ পড়েছে ৷ অন্যদিকে, লাগাতার বৃষ্টিতে নটিংহ্যাম টেস্টে বারবার বাধা এসেছে ৷ এমনকি শেষদিনে এক বলের খেলাও হয়নি ৷ ফলে ভারতের প্রায় জেতা ম্যাচ বৃষ্টির জেরে ড্র ঘোষিত হয় ৷ এর ফলে দু’দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায় ৷ আর স্লো ওভার রেটের কারণে এবার সেখান থেকেও 2 পয়েন্ট বাদ গেল ভারতের ৷ যা ভবিষ্যতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে বড় ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে ৷

অন্যদিকে, আগামিকাল থেকে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামছে ভারত ৷ যে ম্যাচের আগে ফের একবার চোট সমস্যা ভারতীয় শিবিরে ৷ মিডিয়াম পেসার শার্দূল ঠাকুর চোটের কারণে প্রথম একাদশে অনিশ্চিত বলে জানা গিয়েছে ৷ আর এই আশঙ্কা সত্যি হলে লর্ডসের মতো সিম ও সুইং পরিবেশে ভারতের কাছে এটা বড় ধাক্কা ৷ তবে, শার্দূল ঠাকুর বাদ পড়লে, তাঁর জায়গায় ভারতের প্রথম একাদশে ইশান্ত শর্মা ফিরতে পারেন ৷ এমনকি লন্ডন পৌঁছানোর পর ভারতীয় পেস বোলিং বিভাগের সঙ্গে নেটে অনুশীলন করতেও দেখা গিয়েছে ইশান্তকে ৷

আরও পড়ুন : Ravi Shastri : কোচের দায়িত্ব থেকে অব্যাহতি চান শাস্ত্রী ! গুঞ্জন বোর্ডের অন্দরে

তবে, দলে আর কোনও বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ৷ কারণ, ওপেনার ময়ঙ্ক আগরওয়ালের জায়গায় প্রথম টেস্টে খেলা কে এল রাহুল নিজের দুরন্ত ফর্মে থাকার পরিচয় দিয়েছেন ৷ ফলে ময়ঙ্কের প্রথম একাদশে ফেরা এই মুহূর্তে সম্ভব নয় বলেই ধরে নেওয়া হচ্ছে ৷ তবে, রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম একাদশে ফেরানোর দাবি আরও জোরদার হচ্ছে ৷ বিশেষ করে যখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লিগ পর্যায়ে স্লো ওভার রেটে পয়েন্ট কাটা গিয়েছে ৷ কারণ রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে সফল হলেও বল হাতে তিনি প্রভাব ফলতে পারেননি ৷ আর সেখানে স্পিন হোক বা পেস দু’ধরনের পিচ থেকে উইকেট নেওয়ার দক্ষতা অশ্বিনের আছে ৷ ফলে লর্ডস টেস্টে অশ্বিনের প্রত্যাবর্তন হয় কি না, সেটাই এখন দেখার ৷

Last Updated : Aug 11, 2021, 3:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.