ETV Bharat / sports

Eng vs Ind : হেডিংলিয়ের পর লন্ডন, পিচের মাঝে চলে গেলেন জারভো 69 - জারভো 69

হেডিংলিয়ের পর এবার লন্ডনের ওভালেও মাঠে ঢুকে পড়লেন ব্রিটিশ সমর্থক ড্যানিয়েল জার্ভিস ওরফে জারভো সিক্সটি নাইন ৷ চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে 34তম ওভার শুরুর সময় মাঠে ঢোকে জারভো ৷

Daniel Jarvis aka Jarvo 69 Invaded the Pitch again on Second Day of India vs England 4th Test
হেডিংলি’র পর লন্ডন, পিচের মাঝে চলে গেলেন জারভো 69
author img

By

Published : Sep 3, 2021, 6:41 PM IST

লন্ডন, 3 সেপ্টেম্বর : ড্যানিয়েল জার্ভিস ! জারভো সিক্সটি নাইন নামেও পরিচিত এই ইংল্যান্ড ক্রিকেট সমর্থক ৷ লিডসে হেডিংলি টেস্টের পর এবার লন্ডনের ওভালেও পিচের মাঝখানে চলে এলেন তিনি ৷ চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে প্রথম সেশনে ইংল্যান্ড ব্যাট করার সময় কেনিংগটন ওভালের মাঠে ঢুকে সোজা পিচে চলে যান তিনি ৷ ঘটনাটি ঘটে 34তম ওভারে ৷ ওই সময় নিজের বোলিং রান আপে প্রস্তুত হচ্ছিলেন উমেশ যাদব ৷ ঠিক সেই সময় তাঁর সিক্সটি নাইন নম্বর জার্সি পড়ে মাঠে ঢুকে পড়েন জারভো ৷ যার জেরে প্রায় 5 মিনিট খেলা বন্ধ ছিল ৷ পরে নিরাপত্তারক্ষীরা মাঠে ঢুকে জারভোকে বের করে নিয়ে যায় ৷

প্রসঙ্গত, হেডিংলিয়ে তৃতীয় টেস্টের সময় মাঠে ঢুকে পড়েন ড্যানিয়েল জার্ভিস ৷ সেই সময় একটি ব্যাট হাতে পিচে ব্যাটসম্যানের পপিং ক্রিজে দাঁড়িয়ে ব্যাটিং স্টান্ট নিতে দেখা যায় জারভোকে ৷ সেই ঘটনার সময়ও খেলা বেশ কিছুক্ষণ বন্ধ রাখতে হয় ৷ সেই সময়েও নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপ করতে হয় ৷ তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ভারতীয় ওপেনার রোহিত শর্মা আউট হয়ে ফেরার সময় জারভো পিচের মাঝে চলে যান ৷ তাঁর বিরুদ্ধে পিচের ক্ষতি করার অভিযোগ করা হয়েছে ৷ ওই ঘটনার পর হেডিংলি স্টেডিয়ামে ঢোকার ক্ষেত্রে জারভো’র উপর আজীবন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ৷ এবার ওভালেও সেই রকম কিছু হলে অবাক হওয়ার কিছু থাকবে না ৷

আরও পড়ুন : Ind vs Eng : হারতে নেমেছে ভারতীয় দল ? অশ্বিনের হয়ে ময়দানে শশী

প্রসঙ্গত, চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে 191 রানে অলআউট হওয়ার পর ভারতীয় দল দারুণভাবে ম্যাচে ফিরে এসেছে ৷ যেখানে ভারতের দুই অভিজ্ঞ পেসার উমেশ যাদব এবং জসপ্রীত বুমরা ইংল্যান্ড টপ অর্ডারকে অল্প রানে প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়েছেন ৷ প্রথমদিনেই ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে বোল্ড করেন উমেশ ৷ আজ সকালে ভারতের 2 উইকেটই উমেশ নিয়েছেন ৷

আরও পড়ুন : India vs England: উমেশের মাইলস্টোন, 62 রানে 5 উইকেট হারাল ইংল্য়ান্ড

লন্ডন, 3 সেপ্টেম্বর : ড্যানিয়েল জার্ভিস ! জারভো সিক্সটি নাইন নামেও পরিচিত এই ইংল্যান্ড ক্রিকেট সমর্থক ৷ লিডসে হেডিংলি টেস্টের পর এবার লন্ডনের ওভালেও পিচের মাঝখানে চলে এলেন তিনি ৷ চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে প্রথম সেশনে ইংল্যান্ড ব্যাট করার সময় কেনিংগটন ওভালের মাঠে ঢুকে সোজা পিচে চলে যান তিনি ৷ ঘটনাটি ঘটে 34তম ওভারে ৷ ওই সময় নিজের বোলিং রান আপে প্রস্তুত হচ্ছিলেন উমেশ যাদব ৷ ঠিক সেই সময় তাঁর সিক্সটি নাইন নম্বর জার্সি পড়ে মাঠে ঢুকে পড়েন জারভো ৷ যার জেরে প্রায় 5 মিনিট খেলা বন্ধ ছিল ৷ পরে নিরাপত্তারক্ষীরা মাঠে ঢুকে জারভোকে বের করে নিয়ে যায় ৷

প্রসঙ্গত, হেডিংলিয়ে তৃতীয় টেস্টের সময় মাঠে ঢুকে পড়েন ড্যানিয়েল জার্ভিস ৷ সেই সময় একটি ব্যাট হাতে পিচে ব্যাটসম্যানের পপিং ক্রিজে দাঁড়িয়ে ব্যাটিং স্টান্ট নিতে দেখা যায় জারভোকে ৷ সেই ঘটনার সময়ও খেলা বেশ কিছুক্ষণ বন্ধ রাখতে হয় ৷ সেই সময়েও নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপ করতে হয় ৷ তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ভারতীয় ওপেনার রোহিত শর্মা আউট হয়ে ফেরার সময় জারভো পিচের মাঝে চলে যান ৷ তাঁর বিরুদ্ধে পিচের ক্ষতি করার অভিযোগ করা হয়েছে ৷ ওই ঘটনার পর হেডিংলি স্টেডিয়ামে ঢোকার ক্ষেত্রে জারভো’র উপর আজীবন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ৷ এবার ওভালেও সেই রকম কিছু হলে অবাক হওয়ার কিছু থাকবে না ৷

আরও পড়ুন : Ind vs Eng : হারতে নেমেছে ভারতীয় দল ? অশ্বিনের হয়ে ময়দানে শশী

প্রসঙ্গত, চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে 191 রানে অলআউট হওয়ার পর ভারতীয় দল দারুণভাবে ম্যাচে ফিরে এসেছে ৷ যেখানে ভারতের দুই অভিজ্ঞ পেসার উমেশ যাদব এবং জসপ্রীত বুমরা ইংল্যান্ড টপ অর্ডারকে অল্প রানে প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়েছেন ৷ প্রথমদিনেই ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে বোল্ড করেন উমেশ ৷ আজ সকালে ভারতের 2 উইকেটই উমেশ নিয়েছেন ৷

আরও পড়ুন : India vs England: উমেশের মাইলস্টোন, 62 রানে 5 উইকেট হারাল ইংল্য়ান্ড

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.