ETV Bharat / sports

Shane Warne : করোনা আক্রান্ত শেন ওয়ার্ন, রয়েছেন আইসোলেশনে - লন্ডন স্পিরিট

দ্য হান্ড্রেড টুর্নামেন্টের ম্যাচ চালকালীন অসুস্থ প্রাক্তন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্ন ৷ তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ তিনি আপাতত আইসোলেশনে রয়েছেন ৷

cricket-great-shane-warne-tests-positive-for-covid-19
The Hundred : করোনা আক্রান্ত শেন ওয়ার্ন, রয়েছেন আইসোলেশনে
author img

By

Published : Aug 2, 2021, 10:08 AM IST

লন্ডন, 2 অগস্ট : করোনা আক্রান্ত হলেন প্রাক্তন অজি লেগ স্পিনার শেন ওয়ার্ন ৷ দ্য হান্ড্রেড টুর্নামেন্টের ম্যাচ চলাকালীন অসুস্থবোধ করায় তাঁর ল্যাটারাল ফ্লো টেস্ট করানো হয় ৷ সেই রিপোর্ট করোনা পজিটিভ এসেছে শেন ওয়ার্নের ৷ প্রসঙ্গত, ইংল্যান্ডে আয়োজিত দ্য হান্ড্রেড টুর্নামেন্টে লন্ডন স্পিরিট এর হেড কোচ তিনি ৷ রবিবার সকালে লর্ডসে সাউদার্ন ব্রেভ দলের সঙ্গে ম্যাচ চলাকালীন অসুস্থবোধ করেন শেন ৷ তার পরই তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয় ৷

সংবাদ সংস্থা সূত্রে খবর, শেন ওয়ার্ন বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৷ তাঁর শারীরিক কোনও সমস্যা এখনও পর্যন্ত ধরা পড়েনি ৷ তবে, লন্ডন স্পিরিট দলের চিকিৎসকরা তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন ৷ তবে, শুধু শেন ওয়ার্ন নন ৷ লন্ডন স্পিরিট দলের আরেক সদস্যও করোনা আক্রান্ত হয়েছেন ৷ তিনি লন্ডন স্পিরিট দলের ম্যানেজমেন্ট টিমের সদস্য বলে জানা গিয়েছে ৷ ক্লাবের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘সকালবেলা অসুস্থবোধ করায় শেনের ল্যাটারাল ফ্লো টেস্ট করানো হয় ৷ যার রিপোর্ট পজিটিভ এসেছে এবং সঙ্গে সঙ্গে তাঁকে দলের থেকে দূরে সরিয়ে আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ শেন ওয়ার্নের আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি ৷’’

আরও পড়ুন : kpl : কেপিএল’এ খেললে ক্রিকেটারদের নিষেধাজ্ঞা, জানিয়ে দিল বিসিসিআই

তবে, লন্ডন স্পিরিট দলের ক্রিকেটার এবং অন্যান্য সাপোর্ট স্টাফদের রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ তাঁরা সবাই সুস্থ রয়েছেন বলে ক্লাবের তরফে জানানো হয়েছে ৷ দ্য হান্ড্রেড টুর্নামেন্টে দ্বিতীয় কোচ হিসেবে করোনা আক্রান্ত হয়েছেন শেন ওয়ার্ন ৷ এর আগে ট্রেন্ট রকেটস দলের হেড কোচ তথা প্রাক্তন জিম্বাবোয়ে অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার করোনা আক্রান্ত হয়েছেন ৷

লন্ডন, 2 অগস্ট : করোনা আক্রান্ত হলেন প্রাক্তন অজি লেগ স্পিনার শেন ওয়ার্ন ৷ দ্য হান্ড্রেড টুর্নামেন্টের ম্যাচ চলাকালীন অসুস্থবোধ করায় তাঁর ল্যাটারাল ফ্লো টেস্ট করানো হয় ৷ সেই রিপোর্ট করোনা পজিটিভ এসেছে শেন ওয়ার্নের ৷ প্রসঙ্গত, ইংল্যান্ডে আয়োজিত দ্য হান্ড্রেড টুর্নামেন্টে লন্ডন স্পিরিট এর হেড কোচ তিনি ৷ রবিবার সকালে লর্ডসে সাউদার্ন ব্রেভ দলের সঙ্গে ম্যাচ চলাকালীন অসুস্থবোধ করেন শেন ৷ তার পরই তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয় ৷

সংবাদ সংস্থা সূত্রে খবর, শেন ওয়ার্ন বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৷ তাঁর শারীরিক কোনও সমস্যা এখনও পর্যন্ত ধরা পড়েনি ৷ তবে, লন্ডন স্পিরিট দলের চিকিৎসকরা তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন ৷ তবে, শুধু শেন ওয়ার্ন নন ৷ লন্ডন স্পিরিট দলের আরেক সদস্যও করোনা আক্রান্ত হয়েছেন ৷ তিনি লন্ডন স্পিরিট দলের ম্যানেজমেন্ট টিমের সদস্য বলে জানা গিয়েছে ৷ ক্লাবের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘সকালবেলা অসুস্থবোধ করায় শেনের ল্যাটারাল ফ্লো টেস্ট করানো হয় ৷ যার রিপোর্ট পজিটিভ এসেছে এবং সঙ্গে সঙ্গে তাঁকে দলের থেকে দূরে সরিয়ে আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ শেন ওয়ার্নের আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি ৷’’

আরও পড়ুন : kpl : কেপিএল’এ খেললে ক্রিকেটারদের নিষেধাজ্ঞা, জানিয়ে দিল বিসিসিআই

তবে, লন্ডন স্পিরিট দলের ক্রিকেটার এবং অন্যান্য সাপোর্ট স্টাফদের রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ তাঁরা সবাই সুস্থ রয়েছেন বলে ক্লাবের তরফে জানানো হয়েছে ৷ দ্য হান্ড্রেড টুর্নামেন্টে দ্বিতীয় কোচ হিসেবে করোনা আক্রান্ত হয়েছেন শেন ওয়ার্ন ৷ এর আগে ট্রেন্ট রকেটস দলের হেড কোচ তথা প্রাক্তন জিম্বাবোয়ে অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার করোনা আক্রান্ত হয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.