ETV Bharat / sports

Cricket Australia : মহিলা ক্রিকেটকে ছাড় না দিলে রাশিদদের সফর বাতিলের হুঁশিয়ারি অস্ট্রেলিয়ার - তালিবান

আফগানিস্তানের মহিলা ক্রিকেট দলকে খেলার অনুমতি না দিলে পুরুষ দলের ম্যাচ বাতিলের হুঁশিয়ারি দিল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ প্রসঙ্গত, তালিবান শাসনে আফগানিস্তানে মহিলাদের ক্রিকেটে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ৷

cricket-australia-will-not-host-afghanistan-mens-team-in-november-if-women-team-are-not-allowed-to-compete
মহিলা ক্রিকেটকে ছাড় না দিলে রাশিদদের সফর বাতিলের হুঁশিয়ারি অস্ট্রেলিয়ার
author img

By

Published : Sep 9, 2021, 3:47 PM IST

মেলবোর্ন, 9 সেপ্টেম্বর : তালিবান শাসনে আফগানিস্তান মহিলা ক্রিকেট দলকে খেলার অনুমতি না দিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি ক্রিকেট অস্ট্রেলিয়ার ৷ জানিয়ে দেওয়া হল, মহিলা দলকে ক্রিকেট থেকে বঞ্চিত করলে আগামী নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আফগানিস্তান পুরুষ দলের ম্যাচ আয়োজন করবে না ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ তালিবানের সংস্কৃতি কমিশনের তরফে আহমদুল্লা ওয়াসিক গতকাল জানিয়েছিল, আফগান মহিলাদের ক্রিকেট খেলার কোনও দরকার নেই ৷ যার পরেই ক্রিকেট অস্ট্রেলিয়া পুরুষ দলের ম্যাচ বাতিলের হুঁশিয়ারি দিয়েছে ৷

ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বিবৃতিতে জানিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে বিশ্বজুড়ে মহিলাদের ক্রিকেটের বেড়ে ওঠার গুরুত্ব অনেক বেশি ৷ ক্রিকেট নিয়ে আমাদের চিন্তাধারা হল, এই খেলা সবার ৷ আর প্রতিটি স্তরে মহিলাদের ক্রিকেটকে সমানভাবে আমরা সমর্থন করব ৷ সাম্প্রতিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী আফগানিস্তানে মহিলাদের ক্রিকেটকে সমর্থন করা হবে না ৷ আর তাই ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে কোনও বিকল্প নেই ৷ যেখানে প্রস্তাবিত আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচ হোবার্টে আয়োজন করা হবে না ৷ পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তকে সমর্থন করার জন্য অস্ট্রেলিয়ান এবং তাসমানিয়ান সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে বোর্ডের তরফে ৷

আরও পড়ুন : Taliban: মহিলাদের বিক্ষোভের খবর করায় আফগান সাংবাদিকদের নৃশংস মার তালিবানের

প্রসঙ্গত, 27 নভেম্বর হোবার্টে অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তানের একমাত্র টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছে ৷ পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়ার এই পদক্ষেপকে সমর্থন করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারস অ্যাসোসিয়েশন ৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জারি করা বিবৃতিতে এও বলা হয়েছে, ‘‘বর্তমানে আফগানিস্তানে যা ঘটছে তা মানবাধিকারের বিষয় ৷ এটি ক্রিকেট খেলার থেকেও উর্ধ্বে ৷ আর আমরা এটা দেখে খুশি হব যে, রাশিদ খানের মতো একজন ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলছেন ৷ তবে, রোয়া সামিম এবং তাঁর দলকে যদি খেলতে বাধা দেওয়া হয়, তাহলে এই টেস্ট ম্যাচ আয়োজন করা হবে না ৷’’

আরও পড়ুন : Sourav Ganguly : আসছে দাদা’র বায়োপিক, টুইটারে ঘোষণা সৌরভের

এ নিয়ে অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী রিচার্ড কোলবেক আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে বিষয়টিতে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছেন ৷ একটি বিবৃতি জারি করে কোলবের জানিয়েছেন, যে কোনও ক্ষেত্রে মহিলাদের খেলা থেকে দূরে সরিয়ে দেওয়ার বিষয়টি মানা যায় না ৷ আমরা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা সেইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে আবেদন করব যে এই ভয়ানক ঘোষণার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ৷’’

আরও পড়ুন : Blinken to Taliban : আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করতে হবে, তালিবানকে কড়া বার্তা মার্কিন বিদেশ সচিবের

মেলবোর্ন, 9 সেপ্টেম্বর : তালিবান শাসনে আফগানিস্তান মহিলা ক্রিকেট দলকে খেলার অনুমতি না দিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি ক্রিকেট অস্ট্রেলিয়ার ৷ জানিয়ে দেওয়া হল, মহিলা দলকে ক্রিকেট থেকে বঞ্চিত করলে আগামী নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আফগানিস্তান পুরুষ দলের ম্যাচ আয়োজন করবে না ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ তালিবানের সংস্কৃতি কমিশনের তরফে আহমদুল্লা ওয়াসিক গতকাল জানিয়েছিল, আফগান মহিলাদের ক্রিকেট খেলার কোনও দরকার নেই ৷ যার পরেই ক্রিকেট অস্ট্রেলিয়া পুরুষ দলের ম্যাচ বাতিলের হুঁশিয়ারি দিয়েছে ৷

ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বিবৃতিতে জানিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে বিশ্বজুড়ে মহিলাদের ক্রিকেটের বেড়ে ওঠার গুরুত্ব অনেক বেশি ৷ ক্রিকেট নিয়ে আমাদের চিন্তাধারা হল, এই খেলা সবার ৷ আর প্রতিটি স্তরে মহিলাদের ক্রিকেটকে সমানভাবে আমরা সমর্থন করব ৷ সাম্প্রতিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী আফগানিস্তানে মহিলাদের ক্রিকেটকে সমর্থন করা হবে না ৷ আর তাই ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে কোনও বিকল্প নেই ৷ যেখানে প্রস্তাবিত আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচ হোবার্টে আয়োজন করা হবে না ৷ পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তকে সমর্থন করার জন্য অস্ট্রেলিয়ান এবং তাসমানিয়ান সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে বোর্ডের তরফে ৷

আরও পড়ুন : Taliban: মহিলাদের বিক্ষোভের খবর করায় আফগান সাংবাদিকদের নৃশংস মার তালিবানের

প্রসঙ্গত, 27 নভেম্বর হোবার্টে অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তানের একমাত্র টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছে ৷ পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়ার এই পদক্ষেপকে সমর্থন করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারস অ্যাসোসিয়েশন ৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জারি করা বিবৃতিতে এও বলা হয়েছে, ‘‘বর্তমানে আফগানিস্তানে যা ঘটছে তা মানবাধিকারের বিষয় ৷ এটি ক্রিকেট খেলার থেকেও উর্ধ্বে ৷ আর আমরা এটা দেখে খুশি হব যে, রাশিদ খানের মতো একজন ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলছেন ৷ তবে, রোয়া সামিম এবং তাঁর দলকে যদি খেলতে বাধা দেওয়া হয়, তাহলে এই টেস্ট ম্যাচ আয়োজন করা হবে না ৷’’

আরও পড়ুন : Sourav Ganguly : আসছে দাদা’র বায়োপিক, টুইটারে ঘোষণা সৌরভের

এ নিয়ে অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী রিচার্ড কোলবেক আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে বিষয়টিতে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছেন ৷ একটি বিবৃতি জারি করে কোলবের জানিয়েছেন, যে কোনও ক্ষেত্রে মহিলাদের খেলা থেকে দূরে সরিয়ে দেওয়ার বিষয়টি মানা যায় না ৷ আমরা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা সেইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে আবেদন করব যে এই ভয়ানক ঘোষণার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ৷’’

আরও পড়ুন : Blinken to Taliban : আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করতে হবে, তালিবানকে কড়া বার্তা মার্কিন বিদেশ সচিবের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.