ETV Bharat / sports

করোনা আক্রান্ত ওয়েস্ট ইন্ডিজ’র নন-প্লেয়িং স্টাফ, পিছিয়ে গেল দ্বিতীয় ওয়ান’ডে

করোনা আক্রান্ত হলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের এক নন-প্লেয়িং স্টাফ ৷ যার জেরে টস হয়ে যাওয়ার পরেও বন্ধ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ান’ডে ৷ অনির্দিষ্টকালের জন্য ম্যাচ পিছিয়ে গিয়েছে ৷ আপাতত দু’দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং ম্যাচ অফিসিয়ালদের আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ তাঁদের আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট আসার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷

covid-19-2nd-odi-between-west-indies-and-australia-postponed-after-positive-case-at-caribbean-team
করোনা আক্রান্ত ওয়েস্ট ইন্ডিজ’র নন-প্লেয়িং স্টাফ, পিছিয়ে গেল দ্বিতীয় ওয়ান’ডে
author img

By

Published : Jul 23, 2021, 12:20 PM IST

ব্রিজটাউন (বারবাডোস), 23 জুলাই : করোনার হানা এবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে ৷ আর তার জেরে পিছিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ান’ডে ম্যাচ ৷ জানা গিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ শিবিরে এক নন-প্লেয়িং স্টাফের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে ৷ তার পরেই তড়িঘড়ি ম্যাচ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, ম্যাচ শুরু করার জন্য টস হয়ে গিয়েছিল ৷ ক্রিকেটাররা মাঠে নামার জন্য তৈরিও হয়ে গিয়েছিলেন ৷ ঠিক সেই সময় ওয়েস্ট ইন্ডিজ শিবিরে করোনা সংক্রমণের খবরটি আসে ৷

জানা গিয়েছে, আইসিসি-র নিয়ম অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার প্রত্যেক ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের তৎক্ষণাৎ স্টেডিয়াম থেকে হোটেলে ফিরিয়ে আনা হয় ৷ অন্যান্য ম্যাচ অফিসিয়ালদেরও তাঁদের নির্ধারিত হোটেলে ফেরত পাঠানো হয় ৷ সেখানে সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে ৷ প্রত্যেকের আরটি-পিসিআর টেস্ট হবে ৷ রিপোর্ট না আসা পর্যন্ত সবাইকে হোটেলের রুমে আইসোলেশনে থাকতে হবে ৷ অন্যদিকে সংক্রমিত নন-প্লেয়িং স্টাফকে ওয়েস্ট ইন্ডিজ দলের থেকে আলাদা করে দ্রুত আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ ক্রিকেটার-সহ ম্যাচ অফিসিয়ালরা স্টেডিয়াম ছাড়ার পর মাঠ ও ড্রেসিংরুম স্যানিটাইজ করানো হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফে ৷

পিছিয়ে যাওয়া ম্যাচ কবে হবে এ নিয়ে কোনও নিশ্চয়তা আয়োজকদের তরফে দেওয়া হয়নি ৷ অফিসিয়াল এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সকলের করোনার টেস্টের ফল আসার পর, পরিস্থিতি বিচার করে পুনরায় ম্যাচের দিন নির্ধারণ করা হবে ৷’’ তবে, তৃতীয় তথা শেষ ওয়ান’ডে ম্যাচ বাতিল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ৷ কারণ 29 জুলাই অস্ট্রেলিয়া দলের ওয়েস্ট ইন্ডিজ থেকে বাংলাদেশ যাওয়ার কথা রয়েছে ৷ সেখানে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ৷ এই পরিস্থিতিতে দ্বিতী ওয়ান’ডে পিছিয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার সফরসূচিতে প্রভাব পড়তে পারে ৷ সেক্ষেত্রে ওয়ান’ডে সিরিজ শেষ না করেই ফিরতে পারে অজিরা ৷

আরও পড়ুন : সুস্থ হয়ে বায়ো বাবলে প্রবেশ করলেন ঋষভ, স্বাগত বিসিসিআইয়ের

প্রসঙ্গত, সিরিজের প্রথম ওয়ান’ডে ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 123 রানের বড় ব্যবধানে হারতে হয়েছিল ক্যারিবিয়ানদের ৷ বাঁ হাতি মিচেল স্টার্কের 5 উইকেট নেওয়ার সুবাদে ওয়েস্ট ইন্ডিজকে 257 রানের লক্ষ্যমাত্রার অনেক আগেই থামিয়ে দেয় অজিরা ৷ মাত্র 134 রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইংনিস ৷ ওই ম্যাচে স্টার্ক ছাড়াও অস্ট্রেলিয়ার হয়ে 3 উইকেট নিয়েছিলেন জস হ্যাজলউড ৷

ব্রিজটাউন (বারবাডোস), 23 জুলাই : করোনার হানা এবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে ৷ আর তার জেরে পিছিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ান’ডে ম্যাচ ৷ জানা গিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ শিবিরে এক নন-প্লেয়িং স্টাফের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে ৷ তার পরেই তড়িঘড়ি ম্যাচ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, ম্যাচ শুরু করার জন্য টস হয়ে গিয়েছিল ৷ ক্রিকেটাররা মাঠে নামার জন্য তৈরিও হয়ে গিয়েছিলেন ৷ ঠিক সেই সময় ওয়েস্ট ইন্ডিজ শিবিরে করোনা সংক্রমণের খবরটি আসে ৷

জানা গিয়েছে, আইসিসি-র নিয়ম অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার প্রত্যেক ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের তৎক্ষণাৎ স্টেডিয়াম থেকে হোটেলে ফিরিয়ে আনা হয় ৷ অন্যান্য ম্যাচ অফিসিয়ালদেরও তাঁদের নির্ধারিত হোটেলে ফেরত পাঠানো হয় ৷ সেখানে সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে ৷ প্রত্যেকের আরটি-পিসিআর টেস্ট হবে ৷ রিপোর্ট না আসা পর্যন্ত সবাইকে হোটেলের রুমে আইসোলেশনে থাকতে হবে ৷ অন্যদিকে সংক্রমিত নন-প্লেয়িং স্টাফকে ওয়েস্ট ইন্ডিজ দলের থেকে আলাদা করে দ্রুত আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ ক্রিকেটার-সহ ম্যাচ অফিসিয়ালরা স্টেডিয়াম ছাড়ার পর মাঠ ও ড্রেসিংরুম স্যানিটাইজ করানো হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফে ৷

পিছিয়ে যাওয়া ম্যাচ কবে হবে এ নিয়ে কোনও নিশ্চয়তা আয়োজকদের তরফে দেওয়া হয়নি ৷ অফিসিয়াল এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সকলের করোনার টেস্টের ফল আসার পর, পরিস্থিতি বিচার করে পুনরায় ম্যাচের দিন নির্ধারণ করা হবে ৷’’ তবে, তৃতীয় তথা শেষ ওয়ান’ডে ম্যাচ বাতিল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ৷ কারণ 29 জুলাই অস্ট্রেলিয়া দলের ওয়েস্ট ইন্ডিজ থেকে বাংলাদেশ যাওয়ার কথা রয়েছে ৷ সেখানে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ৷ এই পরিস্থিতিতে দ্বিতী ওয়ান’ডে পিছিয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার সফরসূচিতে প্রভাব পড়তে পারে ৷ সেক্ষেত্রে ওয়ান’ডে সিরিজ শেষ না করেই ফিরতে পারে অজিরা ৷

আরও পড়ুন : সুস্থ হয়ে বায়ো বাবলে প্রবেশ করলেন ঋষভ, স্বাগত বিসিসিআইয়ের

প্রসঙ্গত, সিরিজের প্রথম ওয়ান’ডে ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 123 রানের বড় ব্যবধানে হারতে হয়েছিল ক্যারিবিয়ানদের ৷ বাঁ হাতি মিচেল স্টার্কের 5 উইকেট নেওয়ার সুবাদে ওয়েস্ট ইন্ডিজকে 257 রানের লক্ষ্যমাত্রার অনেক আগেই থামিয়ে দেয় অজিরা ৷ মাত্র 134 রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইংনিস ৷ ওই ম্যাচে স্টার্ক ছাড়াও অস্ট্রেলিয়ার হয়ে 3 উইকেট নিয়েছিলেন জস হ্যাজলউড ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.