ETV Bharat / sports

T-20 World Cup : টি-20 বিশ্বকাপে ভারতের নতুন ‘বিলিয়ন চিয়ার্স জার্সি’ - গাঢ় নীল রঙের জার্সি

টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের নতুন জার্সি উন্মোচন করল বিসিসিআই ৷ জার্সি তৈরি করা হয়েছে ভারতীয় ক্রিকেটের কোটি কোটি সমর্থকের উৎসাহ থেকে অনুপ্রাণিত হয়ে ৷ বিসিসিআই’র সব অফিশিয়াল সোশ্যাল মিডিয়ায় নতুন এই জার্সির ছবি পোস্ট করা হয়েছে ৷

Billion Cheers Jersey of Team India for T20 World Cup 2021
টি-20 বিশ্বকাপে ভারতের নতুন ‘বিলিয়ন চিয়ার্স জার্সি’
author img

By

Published : Oct 13, 2021, 3:10 PM IST

দুবাই, 13 অক্টোবর : উন্মোচিত হল টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন জার্সি ৷ যে জার্সি তৈরি করা হয়েছে ভারতীয় ক্রিকেটের কোটি কোটি সমর্থকের উৎসাহ থেকে অনুপ্রাণিত হয়ে ৷ আজ বেলা 2টোর সময় ‘বিলিয়ন চিয়ার্স জার্সি’ প্রকাশ্যে আনে বিসিসিআই ৷ যেখানে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি, সহ অধিনায়ক রোহিত শর্মা, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরাকে ভারতীয় দলের নয়া জার্সি গায়ে দেখা গিয়েছে বিসিসিআই’র পোস্ট করা ব্যানারে ৷

প্রসঙ্গত, 15 অক্টোবর আইপিএল শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরশাহীতেই বসবে টি-20 বিশ্বকাপের আসর ৷ যার আয়োজক দেশ ভারত ৷ 24 অক্টোবর টি-20 বিশ্বকাপে গ্রুপ-2’র প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত ৷ যেখানে ভারতীয় দলের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ৷ যে ম্যাচে ভারতীয় সমর্থকরা গয়তো সশরীরে মাঠে উপস্থিত থাকবে না ৷ কিন্তু, ভারতীয় দলের সমর্থনে দেশ থেকে গলা ফাটাবেন তাঁরা ৷ আর সমর্থকদের সেই উৎসাহকেই অনুপ্রেরণা করে ভারতীয় দলের নতুন জার্সি তৈরি করা হয়েছে ৷

আরও পড়ুন : Sunil Narine : আরসিবিকে দুরমুশ করার পথে একাধিক নজির নারাইনের

গাঢ় নীল রঙের জার্সির বডিতে শব্দ তরঙ্গের ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে ভারতীয় দলের নতুন জার্সিতে ৷ যা তরঙ্গ বাস্তবে তৈরি হলে, শব্দের মাত্রা কোটি কোটি সমর্থকের গর্জনের সমান হবে ৷ তাই জার্সির মাধ্যমেই দর্শকবিহীন মরু শহরে ভারতীয় ক্রিকেটারদের উজ্জীবিত করার ভাল একটা উপায় বের করেছে বোর্ড ৷ আগামী 18 এবং 20 অক্টোবর ভারত দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে ৷ 18 তারিখে ইংল্যান্ড এবং 20 তারিখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে মেন ইন ব্লু ব্রিগেড ৷

আরও পড়ুন : IPL 2021: আরসিবির বিদায়ে ক্রিকেটারের স্ত্রীকে অশালীন আক্রমণ ফ্য়ানদের, জবাব ম্যাক্সওয়েলের

দুবাই, 13 অক্টোবর : উন্মোচিত হল টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন জার্সি ৷ যে জার্সি তৈরি করা হয়েছে ভারতীয় ক্রিকেটের কোটি কোটি সমর্থকের উৎসাহ থেকে অনুপ্রাণিত হয়ে ৷ আজ বেলা 2টোর সময় ‘বিলিয়ন চিয়ার্স জার্সি’ প্রকাশ্যে আনে বিসিসিআই ৷ যেখানে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি, সহ অধিনায়ক রোহিত শর্মা, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরাকে ভারতীয় দলের নয়া জার্সি গায়ে দেখা গিয়েছে বিসিসিআই’র পোস্ট করা ব্যানারে ৷

প্রসঙ্গত, 15 অক্টোবর আইপিএল শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরশাহীতেই বসবে টি-20 বিশ্বকাপের আসর ৷ যার আয়োজক দেশ ভারত ৷ 24 অক্টোবর টি-20 বিশ্বকাপে গ্রুপ-2’র প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত ৷ যেখানে ভারতীয় দলের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ৷ যে ম্যাচে ভারতীয় সমর্থকরা গয়তো সশরীরে মাঠে উপস্থিত থাকবে না ৷ কিন্তু, ভারতীয় দলের সমর্থনে দেশ থেকে গলা ফাটাবেন তাঁরা ৷ আর সমর্থকদের সেই উৎসাহকেই অনুপ্রেরণা করে ভারতীয় দলের নতুন জার্সি তৈরি করা হয়েছে ৷

আরও পড়ুন : Sunil Narine : আরসিবিকে দুরমুশ করার পথে একাধিক নজির নারাইনের

গাঢ় নীল রঙের জার্সির বডিতে শব্দ তরঙ্গের ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে ভারতীয় দলের নতুন জার্সিতে ৷ যা তরঙ্গ বাস্তবে তৈরি হলে, শব্দের মাত্রা কোটি কোটি সমর্থকের গর্জনের সমান হবে ৷ তাই জার্সির মাধ্যমেই দর্শকবিহীন মরু শহরে ভারতীয় ক্রিকেটারদের উজ্জীবিত করার ভাল একটা উপায় বের করেছে বোর্ড ৷ আগামী 18 এবং 20 অক্টোবর ভারত দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে ৷ 18 তারিখে ইংল্যান্ড এবং 20 তারিখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে মেন ইন ব্লু ব্রিগেড ৷

আরও পড়ুন : IPL 2021: আরসিবির বিদায়ে ক্রিকেটারের স্ত্রীকে অশালীন আক্রমণ ফ্য়ানদের, জবাব ম্যাক্সওয়েলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.