ঢাকা, 1 সেপ্টেম্বর : বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে মাত্র 60 রানে অল আউট হয়ে গেল নিউজিল্যান্ড ৷ 7 উইকেটে কিউইদের হারাল মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ ৷ 15 ওভারে 3 উইকেট হারিয়ে 62 রান করে বাংলাদেশ ৷ অন্যদিকে, নিউজিল্যান্ডের হয়ে অধিনায়ক টম লেথাম এবং হেনরি নিকোলাস সর্বোচ্চ 18 রান করেন ৷ এ ছাড়া আর কোনও কিউই ব্যাটসম্যান দুই সংখ্যার রানে পৌঁছতে পারেনি ৷ বাংলাদেশের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান ৷ তিনি 13 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন ৷ দু’টি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ, সাকিব আল হাসান এবং সাইফুদ্দিন ৷ ম্যাচের সেরা হয়েছেন সাকিব আল হাসান ৷ তিনি বল হাতে 4 ওভারে 10 রান দিয়ে 2 উইকেট নেন ৷ ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 25 রান করেছেন সাকিব ৷
আজ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লেথাম ৷ কিন্তু, প্রথম ওভারেই ওপেনার রকিন রবীন্দ্রর উইকেট হারায় কিউইরা ৷ এর পর একে একে উইল ইয়ং, টম ব্লান্ডেল, কলিং ডি গ্র্যান্ডহোমদের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ব্ল্যাক ক্যাপসরা ৷ পাওয়ার প্লে-তেই 4 উইকেট হারায় তারা ৷ এর পর অধিনায়ক টম লেথাম এবং হেনরি নিকোলাস পঞ্চম ইউকেটে সামান্য প্রতিরোধ গড়ে তুললেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি ৷ 11 তম ওভারে টম লেথামের উইকেট পড়তেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ইনিংস ৷ মাত্র 60 রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড ৷
আরও পড়ুন : ICC Test Rankings: টেস্টে শীর্ষে রুট, কোহলিকে টপকে গেলেন রোহিত
অন্য়দিকে, জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে ওপেনার মহম্মদ নইমের ইউকেট হারায় বাংলাদেশ ৷ এমনকি 61 রানের স্বল্প টার্গেট হলেও রানের গতি সব সময় ওভার প্রতি দুই বা তাঁর সামান্য বেশি ছিল ৷ এই পরিস্থিতিতে লিটন দাসের উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ ৷ এর পর বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম বাংলাদেশের ইনিংসের হাল ধরেন ৷ তাঁদের দু’জনের 30 রানে পার্টনারশিপ বাংলাদেশকে জয়ের খুব কাছে নিয়ে যায় ৷
আরও পড়ুন : Dale Steyn : অবসরে ‘স্টেইন গান’ !
এর পর সাকিব ব্যক্তিগত 25 রানে আউট হওয়ার পর, অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম জয়ের জন্য বাকি রান তুলে নেন ৷ ফলে পাঁচ ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ ৷