ETV Bharat / sports

Australias Test Captain Pat Cummins: অ্যাসেজের আগে অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক হলেন কামিন্স - Pat Cummins Lead Australian Test Team

অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক করা হল পেসার প্যাট কামিন্সকে ৷ যৌন হেনস্থার অভিযোগে টিম পেইন অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানোর পর সহ-অধিনায়ক কামিন্সকেই গুরুত্বপূর্ণ দায়িত্বে আনল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ সেই সঙ্গে স্টিভ স্মিথকে সহ-অধিনায়ক করে ফের অজি থিঙ্ক ট্যাঙ্কের সদস্য করা হল ৷

Australias Test Captain is Pat Cummins
অ্যাসেজের আগে অস্ট্রেলিয়া টেস্ট দলের নয়া অধিনায়ক কামিন্স
author img

By

Published : Nov 26, 2021, 10:59 AM IST

মেলর্বোন, 26 নভেম্বর : অজি পেসার প্যাট কামিন্সকে টেস্ট দলের অধিনায়ক করল ক্রিকেট অস্ট্রেলিয়া (Australias Test Captain Pat Cummins) ৷ টিম পেইন অধিনায়ক থাকাকালীন তিনি সহ-অধিনায়কের দায়িত্বে ছিলেন ৷ যৌন কেলেঙ্কারির অভিযোগে টিম পেইন অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেট থেকে বিরতি নেওয়ায়, এবার টেস্ট দলের অধিনায়ক হলেন কামিন্স ৷ আর অধিনায়ক হিসেবে ঘরের মাঠে অ্যাসেজ সিরিজ দিয়ে হাতেখড়ি হতে চলেছে তাঁর ৷ অন্যদিকে, স্টিভ স্মিথকে ফের একবার গুরুত্ব দেওয়া শুরু করল ক্রিকেট অস্ট্রেলিয়া (Vice-Captain Steve Smith) ৷ তাঁকে টেস্ট দলের সহ-অধিনায়ক করা হয়েছে ৷

প্রসঙ্গত, 2017 সালে টিম পেইনের ক্রিকেট তাসমানিয়ার হয়ে খেলার সময় দলের এক মহিলা সাপোর্ট স্টাফ তাঁর বিরুদ্ধে যৌন ইঙ্গিতপূর্ণ ছবি পাঠানোর অভিযোগ করেন ৷ গত কয়েক সপ্তাহে সেই ঘটনা প্রকাশ্যে আসার পর এবং অস্ট্রেলিয়ার মানবাধিকার কমিশন এ নিয়ে তদন্ত শুরু করার পরেই অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন পেইন ৷ তার পরেই নতুন অধিনায়ক খোঁজার কাজ শুরু করে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ সহ অধিনায়ক প্যাট কামিন্সকেই বোর্ডের তরফে অধিনায়ক বাছা হয়েছে ৷

আরও পড়ুন : Tim Paine: যৌন হেনস্থার দায় স্বীকার করে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব ছাড়লেন পেইন

শুক্রবার একটি বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলে জানান, ‘‘প্যাট একজন দুর্দান্ত খেলোয়াড় এবং নেতা (Pat Cummins Lead Australian Test Team) ৷ খেলার প্রতিটি ক্ষেত্রে তাঁর আচরণ এবং প্রাপ্তির মধ্যে দিয়ে কামিন্স দলের সদস্যদের থেকে সম্মান অর্জন করেছেন ৷ সেটা মাঠে এবং মাঠের বাইরে দুই জায়গাতেই ৷’’ তিনি আরও বলেন, ‘‘আমাদের খুবই সৌভাগ্য যে, একদল অভিজ্ঞ ক্রিকেটারকে একসঙ্গে আমরা পেয়েছি ৷ তাঁরা প্রত্যেকেই নিজেদের মধ্যে একজন দুর্দান্ত নেতা ৷ আমার কোনও সন্দেহ নেই প্যাট এবং স্টিভ তাঁদের নেতৃত্বের ভূমিকায় যথেষ্ঠ সহযোগিতা পাবেন ৷’’

আরও পড়ুন : Rachin Ravindra: কিউই অল-রাউন্ডার রাচিনের নামের অনুপ্রেরণা দুই ভারতীয় কিংবদন্তি

অন্যদিকে, ঘরের মাঠে গুরুত্বপূর্ণ অ্যাসেজ সিরিজের আগে অধিনায়কত্ব পেয়ে উচ্ছ্বসিত কামিন্স জানিয়েছেন, ‘‘গুরুত্বপূর্ণ অ্যাসেজ সামারের আগে এমন একটা দায়িত্ব পেয়ে আমি সম্মানিতবোধ করছি ৷ আমি আশা করছি, টিম গত কয়েক বছরে দলকে যেভাবে নেতৃত্ব দিয়ে এসেছেন ৷ ঠিক একইভাবে দলকে আমি নেতৃত্ব দিতে পারব (Australian Test Team) ৷ স্টিভের সঙ্গে অধিনায়ক হিসেবে আমি এবং এই দলের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় একটা শক্তিশালী দল হিসেবে এগিয়ে যাব ৷ যেখানে অনেক প্রতিভাবান তরুণ ক্রিকেটারও যোগ দিয়েছে ৷’’

মেলর্বোন, 26 নভেম্বর : অজি পেসার প্যাট কামিন্সকে টেস্ট দলের অধিনায়ক করল ক্রিকেট অস্ট্রেলিয়া (Australias Test Captain Pat Cummins) ৷ টিম পেইন অধিনায়ক থাকাকালীন তিনি সহ-অধিনায়কের দায়িত্বে ছিলেন ৷ যৌন কেলেঙ্কারির অভিযোগে টিম পেইন অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেট থেকে বিরতি নেওয়ায়, এবার টেস্ট দলের অধিনায়ক হলেন কামিন্স ৷ আর অধিনায়ক হিসেবে ঘরের মাঠে অ্যাসেজ সিরিজ দিয়ে হাতেখড়ি হতে চলেছে তাঁর ৷ অন্যদিকে, স্টিভ স্মিথকে ফের একবার গুরুত্ব দেওয়া শুরু করল ক্রিকেট অস্ট্রেলিয়া (Vice-Captain Steve Smith) ৷ তাঁকে টেস্ট দলের সহ-অধিনায়ক করা হয়েছে ৷

প্রসঙ্গত, 2017 সালে টিম পেইনের ক্রিকেট তাসমানিয়ার হয়ে খেলার সময় দলের এক মহিলা সাপোর্ট স্টাফ তাঁর বিরুদ্ধে যৌন ইঙ্গিতপূর্ণ ছবি পাঠানোর অভিযোগ করেন ৷ গত কয়েক সপ্তাহে সেই ঘটনা প্রকাশ্যে আসার পর এবং অস্ট্রেলিয়ার মানবাধিকার কমিশন এ নিয়ে তদন্ত শুরু করার পরেই অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন পেইন ৷ তার পরেই নতুন অধিনায়ক খোঁজার কাজ শুরু করে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ সহ অধিনায়ক প্যাট কামিন্সকেই বোর্ডের তরফে অধিনায়ক বাছা হয়েছে ৷

আরও পড়ুন : Tim Paine: যৌন হেনস্থার দায় স্বীকার করে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব ছাড়লেন পেইন

শুক্রবার একটি বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলে জানান, ‘‘প্যাট একজন দুর্দান্ত খেলোয়াড় এবং নেতা (Pat Cummins Lead Australian Test Team) ৷ খেলার প্রতিটি ক্ষেত্রে তাঁর আচরণ এবং প্রাপ্তির মধ্যে দিয়ে কামিন্স দলের সদস্যদের থেকে সম্মান অর্জন করেছেন ৷ সেটা মাঠে এবং মাঠের বাইরে দুই জায়গাতেই ৷’’ তিনি আরও বলেন, ‘‘আমাদের খুবই সৌভাগ্য যে, একদল অভিজ্ঞ ক্রিকেটারকে একসঙ্গে আমরা পেয়েছি ৷ তাঁরা প্রত্যেকেই নিজেদের মধ্যে একজন দুর্দান্ত নেতা ৷ আমার কোনও সন্দেহ নেই প্যাট এবং স্টিভ তাঁদের নেতৃত্বের ভূমিকায় যথেষ্ঠ সহযোগিতা পাবেন ৷’’

আরও পড়ুন : Rachin Ravindra: কিউই অল-রাউন্ডার রাচিনের নামের অনুপ্রেরণা দুই ভারতীয় কিংবদন্তি

অন্যদিকে, ঘরের মাঠে গুরুত্বপূর্ণ অ্যাসেজ সিরিজের আগে অধিনায়কত্ব পেয়ে উচ্ছ্বসিত কামিন্স জানিয়েছেন, ‘‘গুরুত্বপূর্ণ অ্যাসেজ সামারের আগে এমন একটা দায়িত্ব পেয়ে আমি সম্মানিতবোধ করছি ৷ আমি আশা করছি, টিম গত কয়েক বছরে দলকে যেভাবে নেতৃত্ব দিয়ে এসেছেন ৷ ঠিক একইভাবে দলকে আমি নেতৃত্ব দিতে পারব (Australian Test Team) ৷ স্টিভের সঙ্গে অধিনায়ক হিসেবে আমি এবং এই দলের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় একটা শক্তিশালী দল হিসেবে এগিয়ে যাব ৷ যেখানে অনেক প্রতিভাবান তরুণ ক্রিকেটারও যোগ দিয়েছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.