ETV Bharat / sports

Inzamam-Ul-Haq: অ্যানজিওপ্লাস্টির পর সুস্থ রয়েছেন ইনজি

author img

By

Published : Sep 28, 2021, 1:18 PM IST

অস্ত্রোপচারের পর সুস্থ রয়েছেন, প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম-উল-হক ৷ সোমবার তাঁর হৃদপিণ্ডে একটি ব্লকেজ ধরা পড়ে ৷ তার পরেই দ্রুত অ্যানজিওপ্লাস্টি করা হয় তাঁর ৷ আজ ইনজির এজেন্ট জানিয়েছেন, প্রাক্তন পাকিস্তান তারকা ব্যাটার সুস্থ রয়েছেন ৷ তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷

After Angioplasty Former Pakistan captain Inzamam-ul-Haq is Now Stable
অ্যানজিওপ্লাস্টির পর সুস্থ রয়েছেন ইনজি, জানালেন তাঁর এজেন্ট

লাহোর, 28 সেপ্টেম্বর : সুস্থ রয়েছেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়র ইনজামাম-উল-হক ৷ সোমবার তিনি হৃদরোগে আক্রান্ত হন ৷ তারপরেই দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয় ৷ গতকাল সন্ধ্যায় তাঁর অ্যানজিওপ্লাস্টি হয়েছে ৷ অস্ত্রোপচারের পর তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন ইনজির এজেন্ট ৷ তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা ৷

প্রাক্তন পাক অধিনায়কের এজেন্ট জানিয়েছেন, গত তিন দিন ধরে ইনজামাম-উল-হকের বুকে ব্যাথা করছিল ৷ সেই কারণে প্রাথমিক কিছু শারীরিক পরীক্ষা করানো হয়েছিল ৷ কিন্তু, সেই রিপোর্টে হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টি সামনে আসেনি ৷ পরবর্তী সময়ে তাঁর বুকে ব্যাথা বাড়লে, হাসপাতালে ভর্তি করানো হয় ৷ সোমবার তাঁর শারীরিক পরীক্ষার যে রিপোর্ট আসে, সেখানে ইনজির হৃদপিণ্ডে ব্লকেজ ধরা পড়ে ৷ দ্রুত তাঁকে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয় ৷ সেই অস্ত্রোপচারের পর ইনজামাম-উল-হকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ৷

আরও পড়ুন : IPL 2021: জেসন-কেন জুটির দুরন্ত পারফরম্যান্স, রাজস্থানকে 7 উইকেটে হারাল হায়দরাবাদ

51 বছরের ইনজামাম-উল-হক 90’র দশকে এবং 2000 সালের শুরুর দিকে পাকিস্তানের সবচেয়ে বিস্ফোরক ব্যাটারদের মধ্যে একজন ছিলেন ৷ ওয়ান’ডে ক্রিকেটে ইনজি পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রহকারী ৷ 375 ম্যাচ খেলে 11 হাজার 701 রান করেছেন তিনি ৷ সেই সঙ্গে টেস্টে পাকিস্তানের হয়ে রান সংগ্রহকারীদের তালিকায় 3নং রয়েছেন তিনি ৷ 119 ম্যাচে 8 হাজার 829 রান করেছেন ৷ পাশাপাশি পাকিস্তানের হয়ে সফল অধিনায়কদের মধ্যেও একজন ইনজামাম-উল-হক ৷ ভারতের হয়ে ওয়ান’ডে এবং টেস্টে ইনজামামের রেকর্ড বেশ ভাল ছিল ৷

আরও পড়ুন : Durand Cup: যুবভারতীতে বিদ্যুৎ বিভ্রাট, মাঠে আলো জ্বালিয়ে ডুরান্ড ফাইনালে মহমেডান

2007 সালে ইনজি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ৷ তার পর থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডে এবং পাকিস্তান দলে একাধিক দায়িত্ব পালন করে চলেছেন তিনি ৷ প্রথম পাক জাতীয় দলের ব্যাটিং কনসালটেন্ট এবং পরবর্তী সময়ে 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত পাকিস্তান ক্রিকেটের মুখ্য নির্বাচকের দায়িত্ব পালন করেছেন ইনজামাম-উল-হক ৷ এমনকি আফগানিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বও সামলেছেন তিনি ৷

আরও পড়ুন : KKR : চোটের কারণে দেশে ফিরছেন নাইট স্পিনার

লাহোর, 28 সেপ্টেম্বর : সুস্থ রয়েছেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়র ইনজামাম-উল-হক ৷ সোমবার তিনি হৃদরোগে আক্রান্ত হন ৷ তারপরেই দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয় ৷ গতকাল সন্ধ্যায় তাঁর অ্যানজিওপ্লাস্টি হয়েছে ৷ অস্ত্রোপচারের পর তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন ইনজির এজেন্ট ৷ তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা ৷

প্রাক্তন পাক অধিনায়কের এজেন্ট জানিয়েছেন, গত তিন দিন ধরে ইনজামাম-উল-হকের বুকে ব্যাথা করছিল ৷ সেই কারণে প্রাথমিক কিছু শারীরিক পরীক্ষা করানো হয়েছিল ৷ কিন্তু, সেই রিপোর্টে হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টি সামনে আসেনি ৷ পরবর্তী সময়ে তাঁর বুকে ব্যাথা বাড়লে, হাসপাতালে ভর্তি করানো হয় ৷ সোমবার তাঁর শারীরিক পরীক্ষার যে রিপোর্ট আসে, সেখানে ইনজির হৃদপিণ্ডে ব্লকেজ ধরা পড়ে ৷ দ্রুত তাঁকে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয় ৷ সেই অস্ত্রোপচারের পর ইনজামাম-উল-হকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ৷

আরও পড়ুন : IPL 2021: জেসন-কেন জুটির দুরন্ত পারফরম্যান্স, রাজস্থানকে 7 উইকেটে হারাল হায়দরাবাদ

51 বছরের ইনজামাম-উল-হক 90’র দশকে এবং 2000 সালের শুরুর দিকে পাকিস্তানের সবচেয়ে বিস্ফোরক ব্যাটারদের মধ্যে একজন ছিলেন ৷ ওয়ান’ডে ক্রিকেটে ইনজি পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রহকারী ৷ 375 ম্যাচ খেলে 11 হাজার 701 রান করেছেন তিনি ৷ সেই সঙ্গে টেস্টে পাকিস্তানের হয়ে রান সংগ্রহকারীদের তালিকায় 3নং রয়েছেন তিনি ৷ 119 ম্যাচে 8 হাজার 829 রান করেছেন ৷ পাশাপাশি পাকিস্তানের হয়ে সফল অধিনায়কদের মধ্যেও একজন ইনজামাম-উল-হক ৷ ভারতের হয়ে ওয়ান’ডে এবং টেস্টে ইনজামামের রেকর্ড বেশ ভাল ছিল ৷

আরও পড়ুন : Durand Cup: যুবভারতীতে বিদ্যুৎ বিভ্রাট, মাঠে আলো জ্বালিয়ে ডুরান্ড ফাইনালে মহমেডান

2007 সালে ইনজি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ৷ তার পর থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডে এবং পাকিস্তান দলে একাধিক দায়িত্ব পালন করে চলেছেন তিনি ৷ প্রথম পাক জাতীয় দলের ব্যাটিং কনসালটেন্ট এবং পরবর্তী সময়ে 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত পাকিস্তান ক্রিকেটের মুখ্য নির্বাচকের দায়িত্ব পালন করেছেন ইনজামাম-উল-হক ৷ এমনকি আফগানিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বও সামলেছেন তিনি ৷

আরও পড়ুন : KKR : চোটের কারণে দেশে ফিরছেন নাইট স্পিনার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.