ETV Bharat / sports

Eng vs Ind : 1971 সালে ইংল্যান্ডে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় ভারতের মনোবল বাড়িয়েছিল : রবি শাস্ত্রী - Historical test

ইংল্যান্ডের মাটিতে ভারতের প্রথমবার টেস্ট সিরিজ জয়ের 50 বছর পূর্ণ হল আজ ৷ অজিত ওয়াড়েকরদের সেই ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের 50 বছরে বিসিসিআই-র ওয়েবসাইটকে বিশেষ সাক্ষাৎকার দিলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী ৷ সেই সময় মাত্র 9 বছরের রবি শাস্ত্রী শেষ ম্যাচ নিয়ে নিজের স্মৃতিচারণা করলেন ৷

1971-england-test-series-win-lifted-spirits-of-indian-cricket-in-huge-manner-says-ravi-shastri
1971 সালে ইংল্যান্ডে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় ভারতের মনোবল বাড়িয়েছিল : রবি শাস্ত্রী
author img

By

Published : Aug 24, 2021, 6:04 PM IST

লিডস, 24 অগস্ট : 1971 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের 50 বছর পূর্ণ হল আজ ৷ আর সেই ঐতিহাসিক টেস্ট ম্যাচ নিয়ে নিজের স্মৃতিচারণা করলেন ভারতের কোচ রবি শাস্ত্রী ৷ জানালেন, ওই সিরিজ জয় কীভাবে ভারতীয় ক্রিকেটের এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল ৷ 1971 সালে অজিত ওয়াড়েকরের নেতৃত্বাধীন ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর, ইংল্যান্ডকেও তাদের ঘরের মাঠে হারিয়ে প্রথম টেস্ট সিরিজ জিতেছিল ৷ সেই ঐতিহাসিক মুহূর্তের আজ 50 বছর পূর্ণ হল ৷

এ নিয়ে ভারতীয় কোচ রবি শাস্ত্রী বিসিসিআই-র ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আমার তখন মাত্র 9 বছর বয়স এবং আমার ওই ম্যাচের সবক’টি বল মনে আছে ৷ কারণ, রেডিয়োতে আমি ওই ম্যাচের প্রতিটি বলের ধারাভাষ্য শুনেছি ৷ আমার মনে আছে ফারুখ ইঞ্জিনিয়ার ওই ম্যাচের দুই ইনিংসেই রান করেছিলেন ৷ ভিশি (গুন্ডাপ্পা বিশ্বনাথ) কিছু রান করেছিলেন, অজিত ওয়াড়েকর ওই ম্যাচে কিছু রান করেছিলেন ৷ আর অবশ্যই (ভগবত) চন্দ্রশেখর, তিনি একার হাতে খেলা ঘুরিয়ে দিয়েছিলেন ৷ 38 রান দিয়ে 6 উইকেট নিয়েছিলেন, আমার এখনও সংখ্যাটা মনে আছে ৷’’

আরও পড়ুন : Eng vs Ind : তৃতীয় টেস্টের আগে ভারতের চিন্তায় কোহলির ফর্ম

ভারতীয় দলের কোচ জানিয়েছেন, 1971 সালের সিরিজ জয় গোটা দলকে বিশ্বাস করতে শিখিয়ে ছিল যে, ভারত বিদেশের মাটিতে জিততে পারে ৷ তিনি বলেন, ‘‘1971 সালে ইংল্যান্ডে সিরিজ জয় ভারতীয় ক্রিকেটের মনোবল অনেকটা বাড়িয়ে দিয়েছিল ৷ এটা তাঁদের বিশ্বাস করতে শিখিয়ে ছিল যে, তাঁরা বাইরে গিয়ে জিততে পারেন ৷ আর সেটা ইংল্যান্ডে করতে পারাটা সবসময় ঐতিহাসিক ৷ 50 বছর পেরিয়ে গিয়েছে ৷ আর সেই খেলোয়াড়রা অবশ্যই একটা মাত্রা স্থির করে দিয়েছিলেন ৷ তাঁদের কুর্নিশ জানাই ৷’’

লর্ডস এবং ম্যানচেস্টারে প্রথম দু’টি টেস্ট ইংল্যান্ড এবং ভারত ড্র করে ৷ এর পর ফাইনাল তথা শেষ টেস্ট খেলতে নামেন অজিত ওয়াড়েকররা ৷ ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড 355 রান তোলে ৷ আর তার জবাবে ভারত প্রথম ইনিংসে 284 রান করে ৷ ওই ম্যাচে দিলীপ সারদশাই এবং ফারুখ ইঞ্জিনিয়ার অর্ধ শতরান করেছিলেন এবং অধিনায়ক অজিত ওয়াড়েকর 40 রান করেন ৷ কিন্তু, ভারত প্রথম ইনিংসে 71 রানে পিছিয়ে ছিল ৷

আরও পড়ুন : Dilip Ghosh on East Bengal : ইস্টবেঙ্গলের চুক্তি সমস্যা মেটানোর দায়িত্ব মুখ্যমন্ত্রীরই, দাবি দিলীপ ঘোষের

কিন্তু, ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে একার হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভগবত চন্দ্রশেখর ৷ ভারতীয় লেগ স্পিনারের ঘূর্ণিতে বেসামাল হয়ে যায় ব্রিটিশ ব্যাটিং লাইনআপ ৷ তিনি 38 রান দিয়ে 6 উইকেট নেন ৷ আর ইংল্যান্ড মাত্র 101 রানে অল আউট হয়ে যায় ৷ ওই ইনিংসে ভারতের হয়ে 2 উইকেট নিয়েছিলেন শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন এবং বিষেন সিং বেদি 1 উইকেট নিয়েছিলেন ৷ ভারতের সামনে জয়ের জন্য 173 রান দরকার ছিল ৷ ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটসম্যানদের মিলিত চেষ্টায় লক্ষ্যে পৌঁছে যায় ভারত ৷ অজিত ওয়াড়েকর 45 রান, দিলীপ সারদেশাই 40 রান, গুন্ডাপ্পা বিশ্বনাথ 33 রান এবং ফারুখ ইঞ্জিনিয়ার 28 রানে অপরাজিত থেকে 4 উইকেটে ভারতকে ম্যাচ জিততে সাহায্য করেন ৷ সেই সঙ্গে ইংল্যান্ডের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জেতে ভারত ৷

লিডস, 24 অগস্ট : 1971 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের 50 বছর পূর্ণ হল আজ ৷ আর সেই ঐতিহাসিক টেস্ট ম্যাচ নিয়ে নিজের স্মৃতিচারণা করলেন ভারতের কোচ রবি শাস্ত্রী ৷ জানালেন, ওই সিরিজ জয় কীভাবে ভারতীয় ক্রিকেটের এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল ৷ 1971 সালে অজিত ওয়াড়েকরের নেতৃত্বাধীন ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর, ইংল্যান্ডকেও তাদের ঘরের মাঠে হারিয়ে প্রথম টেস্ট সিরিজ জিতেছিল ৷ সেই ঐতিহাসিক মুহূর্তের আজ 50 বছর পূর্ণ হল ৷

এ নিয়ে ভারতীয় কোচ রবি শাস্ত্রী বিসিসিআই-র ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আমার তখন মাত্র 9 বছর বয়স এবং আমার ওই ম্যাচের সবক’টি বল মনে আছে ৷ কারণ, রেডিয়োতে আমি ওই ম্যাচের প্রতিটি বলের ধারাভাষ্য শুনেছি ৷ আমার মনে আছে ফারুখ ইঞ্জিনিয়ার ওই ম্যাচের দুই ইনিংসেই রান করেছিলেন ৷ ভিশি (গুন্ডাপ্পা বিশ্বনাথ) কিছু রান করেছিলেন, অজিত ওয়াড়েকর ওই ম্যাচে কিছু রান করেছিলেন ৷ আর অবশ্যই (ভগবত) চন্দ্রশেখর, তিনি একার হাতে খেলা ঘুরিয়ে দিয়েছিলেন ৷ 38 রান দিয়ে 6 উইকেট নিয়েছিলেন, আমার এখনও সংখ্যাটা মনে আছে ৷’’

আরও পড়ুন : Eng vs Ind : তৃতীয় টেস্টের আগে ভারতের চিন্তায় কোহলির ফর্ম

ভারতীয় দলের কোচ জানিয়েছেন, 1971 সালের সিরিজ জয় গোটা দলকে বিশ্বাস করতে শিখিয়ে ছিল যে, ভারত বিদেশের মাটিতে জিততে পারে ৷ তিনি বলেন, ‘‘1971 সালে ইংল্যান্ডে সিরিজ জয় ভারতীয় ক্রিকেটের মনোবল অনেকটা বাড়িয়ে দিয়েছিল ৷ এটা তাঁদের বিশ্বাস করতে শিখিয়ে ছিল যে, তাঁরা বাইরে গিয়ে জিততে পারেন ৷ আর সেটা ইংল্যান্ডে করতে পারাটা সবসময় ঐতিহাসিক ৷ 50 বছর পেরিয়ে গিয়েছে ৷ আর সেই খেলোয়াড়রা অবশ্যই একটা মাত্রা স্থির করে দিয়েছিলেন ৷ তাঁদের কুর্নিশ জানাই ৷’’

লর্ডস এবং ম্যানচেস্টারে প্রথম দু’টি টেস্ট ইংল্যান্ড এবং ভারত ড্র করে ৷ এর পর ফাইনাল তথা শেষ টেস্ট খেলতে নামেন অজিত ওয়াড়েকররা ৷ ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড 355 রান তোলে ৷ আর তার জবাবে ভারত প্রথম ইনিংসে 284 রান করে ৷ ওই ম্যাচে দিলীপ সারদশাই এবং ফারুখ ইঞ্জিনিয়ার অর্ধ শতরান করেছিলেন এবং অধিনায়ক অজিত ওয়াড়েকর 40 রান করেন ৷ কিন্তু, ভারত প্রথম ইনিংসে 71 রানে পিছিয়ে ছিল ৷

আরও পড়ুন : Dilip Ghosh on East Bengal : ইস্টবেঙ্গলের চুক্তি সমস্যা মেটানোর দায়িত্ব মুখ্যমন্ত্রীরই, দাবি দিলীপ ঘোষের

কিন্তু, ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে একার হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভগবত চন্দ্রশেখর ৷ ভারতীয় লেগ স্পিনারের ঘূর্ণিতে বেসামাল হয়ে যায় ব্রিটিশ ব্যাটিং লাইনআপ ৷ তিনি 38 রান দিয়ে 6 উইকেট নেন ৷ আর ইংল্যান্ড মাত্র 101 রানে অল আউট হয়ে যায় ৷ ওই ইনিংসে ভারতের হয়ে 2 উইকেট নিয়েছিলেন শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন এবং বিষেন সিং বেদি 1 উইকেট নিয়েছিলেন ৷ ভারতের সামনে জয়ের জন্য 173 রান দরকার ছিল ৷ ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটসম্যানদের মিলিত চেষ্টায় লক্ষ্যে পৌঁছে যায় ভারত ৷ অজিত ওয়াড়েকর 45 রান, দিলীপ সারদেশাই 40 রান, গুন্ডাপ্পা বিশ্বনাথ 33 রান এবং ফারুখ ইঞ্জিনিয়ার 28 রানে অপরাজিত থেকে 4 উইকেটে ভারতকে ম্যাচ জিততে সাহায্য করেন ৷ সেই সঙ্গে ইংল্যান্ডের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জেতে ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.