ETV Bharat / sports

Ranji Trophy 2022: আকাশদীপের চোট, চণ্ডীগড়ের বিরুদ্ধে চিন্তায় বাংলা - আকাশদীপের চোট, চণ্ডীগড়ের বিরুদ্ধে চিন্তায় বাংলা

তিন পেসারের দাপটে পরপর দুই ম্যাচে জয়ের নজির গড়েছে বঙ্গ শিবির ৷ প্রথম প্রতিপক্ষ বরোদা ও দ্বিতীয় হায়দরাবাদকে হারিয়ে সবথেকে বেশী পয়েন্টে শীর্ষস্থানে বিরাজ করছে বাংলা ক্রিকেট দল ৷ এরপর নিজের সেরাটা দিয়ে অভিমন্যু ঈশ্বরণদের লক্ষ্য জয়ের হ্যাটট্রিক ৷

Ranji Trophy 2022
বাংলা ক্রিকেট দল
author img

By

Published : Mar 3, 2022, 10:25 AM IST

কটক, 3 মার্চ: বরোদা, হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে এসে নক আউটে জায়গা কার্যত পাকা করে ফেলেছে বাংলা । এবার সামনে চণ্ডীগড় । খাতায় কলমে আগের দুই প্রতিপক্ষের তুলনায় চণ্ডীগড় পিছিয়ে থাকলেও হালকাভাবে তাদের নেওয়ার কোনও মনোভাব অভিমন্যু ঈশ্বরণদের নেই । বরোদার বিরুদ্ধে যে বাইশ গজে খেলা হয়েছিল সেখানেই চণ্ডীগড় এর বিরুদ্ধে খেলবে বাংলা । পরপর দুটো লড়াকু জয়ের ফলে আত্মবিশ্বাস তুঙ্গে তাঁদের । তবে বাঙালির সাজঘরে চিন্তা বাড়িয়েছে পেসার আকাশদীপের পায়ের চোট ।

বিশ্রীভাবে পায়ের পাতা কেটে গিয়েছে আকাশদীপের । হায়দরাবাদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে দাপুটে বোলিং করা পেসারের পরিবর্তে কাকে খেলানো হবে তা নিয়েই এখন চিন্তা ভাবনা চলছে । সেক্ষেত্রে নীলকন্ঠ দাস এবং রবি কুমারের মধ্যে যে কোনও একজনকে বেছে নিতে হবে । অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য রবিকুমার যেহেতু নবাগত তাই তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা কিছুটা হলে কম ।

পিচের চরিত্র নিয়ে বিস্তর কাটাছেঁড়া করেছে বাংলার থিঙ্ক ট্যাঙ্ক । প্রথমের দিকে পিচের আর্দ্রতা কাজে লাগিয়ে জোরে বোলারদের সুবিধা পাওয়ার কথা । পরের দিকে পিচ সহজ হবে বলে মনে করা হচ্ছে । তাই চেনা বাইশ গজে প্রথমে বল করার পরিকল্পনা রয়েছে বাংলার ।

আরও পড়ুন : ATKMB vs CFC : লিগ শিল্ড জয়ের সম্ভাবনা টিকিয়ে রাখতে চেন্নাইয়িনের বিরুদ্ধে অলআউট আক্রমণে বাগান

অন্যদিকে রঞ্জি ট্রফির প্রথম দুটো ম্যাচে বাংলা দলের ব্যাটাররা সেভাবে নিজেদের মেলে ধরতে ব্যর্থ । বোলারদের দাপুটে পারফরম্যান্স দলকে জয় নিয়ে এসে দিলেও ব্যাটসম্যানরা যে চিন্তা বাড়াচ্ছেন তা স্বীকার করছেন বাংলার কোচ অরুণ লাল। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে রান পেয়েছিলেন । ধারাবাহিকভাবে ব্যাট এবং বল হাতে পারফরম্যান্স করে চলেছেন অলরাউন্ডার শাহবাজ আহমেদ । কিন্তু দলের ব্যাটারদের ব্যর্থতা যে ধারাবাহিকভাবে ঢাকা সম্ভব নয় তা বুঝতে পারছেন কোচ অরুণ লাল ।

তাঁর মতে, "ব্যাটিং আমাদের চিন্তার কারণ । আমরা চেষ্টা করছি ব্যাটারদের ছন্দে ফেরাতে । বোলিং এবং ফিল্ডিংয়ের পারফরম্যান্স খুব ভাল হচ্ছে । কিন্তু ব্যাটিং রয়েছে পিছিয়ে । তাই ব্যাটারদের ছন্দে ফেরানোর চেষ্টা চলছে ।"

আরও পড়ুন : IPL 2022 : কঠোর নিভৃতবাস কাটিয়ে 14-15 মার্চ মুম্বইয়ে অনুশীলনে নামছে আইপিএলের দলগুলো

মিডল অর্ডারের উপরের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রতিপক্ষের ওপর বড় রানের ইনিংস চাপিয়ে দেওয়া যাচ্ছে না । সুদীপ ঘরামি, মনোজ তিওয়ারি, সুদীপ চট্টোপাধ্যায়, সায়ন মণ্ডল, ঋত্বিক রায়চৌধুরী এরা সকলেই বড় ইনিংস খেলতে ব্যর্থ । বরোদার বিরুদ্ধে বাংলার প্রথম ইনিংস মাত্র 88 রানে শেষ হয়ে গিয়েছিল ৷

"ক্রিকেটের যে কোনও ফর্ম্যাটে এখন অলরাউন্ডাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । সত্যিই ওদের ভূমিকা দলের সাফল্যে অসাধারণ," প্রশংসা অরুণ লালের । দুই ম্যাচে 12 পয়েন্ট নিয়ে গ্রুপে সবার উপরে বাংলা । নক আউট কার্যত নিশ্চিত হলেও তা নিয়ে কোনও বাড়তি আগ্রহ বা তৃপ্তি নেই । বরং নতুন করে সেরাটা দিয়ে জয়ের হ্যাটট্রিকের দিকে চোখ রাখতে চান অভিমন্যু, শাহবাজরা ।

কটক, 3 মার্চ: বরোদা, হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে এসে নক আউটে জায়গা কার্যত পাকা করে ফেলেছে বাংলা । এবার সামনে চণ্ডীগড় । খাতায় কলমে আগের দুই প্রতিপক্ষের তুলনায় চণ্ডীগড় পিছিয়ে থাকলেও হালকাভাবে তাদের নেওয়ার কোনও মনোভাব অভিমন্যু ঈশ্বরণদের নেই । বরোদার বিরুদ্ধে যে বাইশ গজে খেলা হয়েছিল সেখানেই চণ্ডীগড় এর বিরুদ্ধে খেলবে বাংলা । পরপর দুটো লড়াকু জয়ের ফলে আত্মবিশ্বাস তুঙ্গে তাঁদের । তবে বাঙালির সাজঘরে চিন্তা বাড়িয়েছে পেসার আকাশদীপের পায়ের চোট ।

বিশ্রীভাবে পায়ের পাতা কেটে গিয়েছে আকাশদীপের । হায়দরাবাদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে দাপুটে বোলিং করা পেসারের পরিবর্তে কাকে খেলানো হবে তা নিয়েই এখন চিন্তা ভাবনা চলছে । সেক্ষেত্রে নীলকন্ঠ দাস এবং রবি কুমারের মধ্যে যে কোনও একজনকে বেছে নিতে হবে । অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য রবিকুমার যেহেতু নবাগত তাই তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা কিছুটা হলে কম ।

পিচের চরিত্র নিয়ে বিস্তর কাটাছেঁড়া করেছে বাংলার থিঙ্ক ট্যাঙ্ক । প্রথমের দিকে পিচের আর্দ্রতা কাজে লাগিয়ে জোরে বোলারদের সুবিধা পাওয়ার কথা । পরের দিকে পিচ সহজ হবে বলে মনে করা হচ্ছে । তাই চেনা বাইশ গজে প্রথমে বল করার পরিকল্পনা রয়েছে বাংলার ।

আরও পড়ুন : ATKMB vs CFC : লিগ শিল্ড জয়ের সম্ভাবনা টিকিয়ে রাখতে চেন্নাইয়িনের বিরুদ্ধে অলআউট আক্রমণে বাগান

অন্যদিকে রঞ্জি ট্রফির প্রথম দুটো ম্যাচে বাংলা দলের ব্যাটাররা সেভাবে নিজেদের মেলে ধরতে ব্যর্থ । বোলারদের দাপুটে পারফরম্যান্স দলকে জয় নিয়ে এসে দিলেও ব্যাটসম্যানরা যে চিন্তা বাড়াচ্ছেন তা স্বীকার করছেন বাংলার কোচ অরুণ লাল। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে রান পেয়েছিলেন । ধারাবাহিকভাবে ব্যাট এবং বল হাতে পারফরম্যান্স করে চলেছেন অলরাউন্ডার শাহবাজ আহমেদ । কিন্তু দলের ব্যাটারদের ব্যর্থতা যে ধারাবাহিকভাবে ঢাকা সম্ভব নয় তা বুঝতে পারছেন কোচ অরুণ লাল ।

তাঁর মতে, "ব্যাটিং আমাদের চিন্তার কারণ । আমরা চেষ্টা করছি ব্যাটারদের ছন্দে ফেরাতে । বোলিং এবং ফিল্ডিংয়ের পারফরম্যান্স খুব ভাল হচ্ছে । কিন্তু ব্যাটিং রয়েছে পিছিয়ে । তাই ব্যাটারদের ছন্দে ফেরানোর চেষ্টা চলছে ।"

আরও পড়ুন : IPL 2022 : কঠোর নিভৃতবাস কাটিয়ে 14-15 মার্চ মুম্বইয়ে অনুশীলনে নামছে আইপিএলের দলগুলো

মিডল অর্ডারের উপরের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রতিপক্ষের ওপর বড় রানের ইনিংস চাপিয়ে দেওয়া যাচ্ছে না । সুদীপ ঘরামি, মনোজ তিওয়ারি, সুদীপ চট্টোপাধ্যায়, সায়ন মণ্ডল, ঋত্বিক রায়চৌধুরী এরা সকলেই বড় ইনিংস খেলতে ব্যর্থ । বরোদার বিরুদ্ধে বাংলার প্রথম ইনিংস মাত্র 88 রানে শেষ হয়ে গিয়েছিল ৷

"ক্রিকেটের যে কোনও ফর্ম্যাটে এখন অলরাউন্ডাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । সত্যিই ওদের ভূমিকা দলের সাফল্যে অসাধারণ," প্রশংসা অরুণ লালের । দুই ম্যাচে 12 পয়েন্ট নিয়ে গ্রুপে সবার উপরে বাংলা । নক আউট কার্যত নিশ্চিত হলেও তা নিয়ে কোনও বাড়তি আগ্রহ বা তৃপ্তি নেই । বরং নতুন করে সেরাটা দিয়ে জয়ের হ্যাটট্রিকের দিকে চোখ রাখতে চান অভিমন্যু, শাহবাজরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.