হায়দরাবাদ, 11 অক্টোবর: পাকিস্তানের বিরুদ্ধে 344 রানের বিশাল রান ডিফেন্ড করতে না পারার কারণ, শ্রীলঙ্কার অনভিজ্ঞ বোলিং লাইন-আপ ৷ এমনটাই মনে করেন শ্রীলঙ্কার অফস্পিনার মহিশ থিকশানা ৷ মঙ্গলবার হায়দরাবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে 345 রান তাড়া করে 6 উইকেটে ম্যাচ জেতে পাকিস্তান ৷ যেখানে মহম্মদ রিজওয়ান এবং আবদুল্লা শফিকের জোড়া সেঞ্চুরির দৌলতে 10 বল বাকি থাকতে ম্যাচ জেতে বাবরের দল ৷
শ্রীলঙ্কার কুশল মেন্ডিস (122) ও সাদিরা সমরাবিক্রমার (108) জোড়া সেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কা স্কোরবোর্ডে 344 রান তোলে ৷ কিন্তু, সেই রান ডিফেন্ড করতে ব্যর্থ হন শ্রীলঙ্কান বোলাররা ৷ আর এর জন্য শ্রীলঙ্কান বোলিংয়ের অনভিজ্ঞতা দায়ী বলে মনে করেন মহীশ থিকশানা ৷ ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘আমরা স্কোরবোর্ডে কমপক্ষে 20 রান কম তুলেছি ৷ আমরা 370 থেকে 380 রান তুলতে পারতাম ৷ এমনকী বোলিংয়েও আমরা অনেক ভুল করেছি ৷ সেই সঙ্গে নিজেদের পরিকল্পনা বাস্তবায়িত করতে পারিনি ৷ মাঠেও আমরা তিন বিভাগেই পুরোপুরি ব্যর্থ হয়েছি ৷ আমরা খারাপ ক্রিকেট খেলেছি বলেই হারতে হয়েছে ৷’’
থিকশানা নিজে একজন অফস্পিনার ৷ তা সত্ত্বেও, সরাসরি দলের স্পিনিং বিভাগের ব্যর্থতা তুলে ধরেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘আমাদের কাছে যে স্পিনার রয়েছে, তাঁদের বিশেষ কোনও অভিজ্ঞতা নেই ৷ তাঁরা ভারতের কোনও মাঠে একটিও ম্যাচ খেলেননি ৷ আমি আর ওয়াইনাডু একমাত্র বোলার, যাঁদের ভারতে খেলার অভিজ্ঞতা রয়েছে ৷ কিন্তু, হায়দরাবাদে আমিও কোনওদিন খেলিনি ৷ তাই আমি মনে করি, আমাদের দলের বোলারদের আরও ম্যাচ খেলার অভিজ্ঞতা দরকার ৷’’
আরও পড়ুন: রেকর্ডের বিশ্বকাপে 700 রানের দু'টি ম্যাচ, আর কী কী নজির হল পাঁচদিনে?
এই ম্যাচে হারের পাশাপাশি, দিল্লির ম্যাচ নিয়েও মন্তব্য করেন থিকশানা ৷ দিল্লিতে ছোট বাউন্ডারির কারণে পেস বোলারদের পক্ষে বল করা খুবই কঠিন বলে মত তাঁর ৷ সেই কারণে, দক্ষিণ আফ্রিকা 428 রান তুলেছিল বলে জানান থিকশানা ৷ প্রসঙ্গত, মঙ্গলবারের ম্যাচে শ্রীলঙ্কা 40 ওভারে 4 উইকেটে 283 রান করেছিল ৷ সেখান থেকে স্লগ-ওভারে মাত্র 61 রান করে 5 উইকেট হারিয়ে ৷ মিডল-অর্ডার এবং লোয়ার মিডল-অর্ডার থেকে রান না-আসা স্কোরবোর্ডে প্রভাব ফেলেছে বলে জানান থিকশানা ৷