ETV Bharat / sports

Women's T20 WC: বল হাতে কামাল বাংলার দীপ্তির ! হরমনপ্রীত-রিচার চওডা় ব্যাটে 'ক্যারিবিয়ান বধ' ভারতের

বল হাতে দুরন্ত দীপ্তি শর্মা । বাংলার বোলারের ঝুলিতে এদিন এসেছে নয়া রেকর্ড । প্রথম ভারতীয় বোলার হিসেবে টি-20তে 100টি উইকেট নিয়েছেন তিনি । পাশাপাশি দুর্দান্ত খেললেন হরমনপ্রীত-রিচাও । দুই ব্যাটারের চওড়া ব্যাটে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত (Indian Women beat West Indies Women) ।

Deepti Sharma
বল হাতে কামাল বাংলার দীপ্তির
author img

By

Published : Feb 15, 2023, 9:40 PM IST

কেপ টাউন, 15 ফেব্রুয়ারি: নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে নয়া ইতিহাস লিখলেন দীপ্তি শর্মা । প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-20 ক্রিকেটে 100টি উইকেটের মালিক হলেন তিনি । ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে উইকেট শিকারের তালিকায় তাঁর পরেই রয়েছেন পুরুষ দলের স্পিনার যুজবেন্দ্র চহাল । ভারতীয় রিস্ট স্পিনারের রয়েছে 91টি উইকেট (Indian Women beat West Indies Women) ।

মহিলাদের টি-20 বিশ্বকাপে কেপ টাউনে মুখোমুখি হয়েছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ । বল হাতে দীপ্তির দাপটের পর হরমনপ্রীত কউরের চওড়া ব্যাটে ভর করে জয় তুলে নিল ভারত । ওয়েস্ট ইন্ডিজের দেওয়া 119 রানের টার্গেট তাড়া করতে নেমে প্রায় শুরুর দিকেই ফিরেছিলেন শেফালি বর্মা ও স্মৃতি মন্ধানা । বড় রান করতে পারেননি গত ম্যাচের তারকা জেমিমা রদ্রিগেজও । 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে টেনে তুললেন অধিনায়ক হরমনপ্রীত সিং । ক্যাপ্টেনকে যোগ্য সঙ্গত করলেন বাংলার রিচা ঘোষ । দুই ব্যাটারের দাপটে 6 উইকেটে ম্যাচ জিতে নিল 'উইমেন ইন ব্লু' ।

ব্যাট হাতে এদিন বড় রানের চেষ্টা করলেও ব্যর্থ শেফালি । 23 বলে 28 রানের ইনিংস খেলে তিনি ফিরলেন করিশ্মা রামহারাকের বলে । ডব্লিউপিল নিলামে রেকর্ড দাম পাওয়া স্মৃতিও এদিন দলকে টানতে পারলেন না । করিশ্মা বলেই প্যাভিলিয়নের পথ দেখলেন 10 রান করে । মাত্র 1 রান করে ক্রিজ ছাড়েন জেমিমা । সেখান থেকেই খেলাটা ধরলেন হরমনপ্রীত-রিচা ।

ভালো বলকে যোগ্য সম্মান দিলেন, খারাপ বল মারলেন । এই স্ট্র্যাটেজিতেই দ্বিতীয় ম্যাচেও জয় এল ভারতীয় শিবিরে । শেষের দিকে 42 বলে 33 রানে তিনি ফিরলেও জিততে কোনও সমস্যা হল না ভারতের । সৌজন্যে, রিচা । দিন দিন যেন আরও পরিনত হচ্ছেন তিনি । গত ম্যাচের দুরন্ত ছন্দের রেশ এই ম্যাচেও । 32 বলে 44 রানের ঝোড়ো ইনিংসেই জয়ের শেষ হাসি হাসল দল ।

আরও পড়ুন: প্লে-অফ-সহ 22 ম্যাচে উইমেনস প্রিমিয়র লিগ

কেপ টাউন, 15 ফেব্রুয়ারি: নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে নয়া ইতিহাস লিখলেন দীপ্তি শর্মা । প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-20 ক্রিকেটে 100টি উইকেটের মালিক হলেন তিনি । ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে উইকেট শিকারের তালিকায় তাঁর পরেই রয়েছেন পুরুষ দলের স্পিনার যুজবেন্দ্র চহাল । ভারতীয় রিস্ট স্পিনারের রয়েছে 91টি উইকেট (Indian Women beat West Indies Women) ।

মহিলাদের টি-20 বিশ্বকাপে কেপ টাউনে মুখোমুখি হয়েছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ । বল হাতে দীপ্তির দাপটের পর হরমনপ্রীত কউরের চওড়া ব্যাটে ভর করে জয় তুলে নিল ভারত । ওয়েস্ট ইন্ডিজের দেওয়া 119 রানের টার্গেট তাড়া করতে নেমে প্রায় শুরুর দিকেই ফিরেছিলেন শেফালি বর্মা ও স্মৃতি মন্ধানা । বড় রান করতে পারেননি গত ম্যাচের তারকা জেমিমা রদ্রিগেজও । 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে টেনে তুললেন অধিনায়ক হরমনপ্রীত সিং । ক্যাপ্টেনকে যোগ্য সঙ্গত করলেন বাংলার রিচা ঘোষ । দুই ব্যাটারের দাপটে 6 উইকেটে ম্যাচ জিতে নিল 'উইমেন ইন ব্লু' ।

ব্যাট হাতে এদিন বড় রানের চেষ্টা করলেও ব্যর্থ শেফালি । 23 বলে 28 রানের ইনিংস খেলে তিনি ফিরলেন করিশ্মা রামহারাকের বলে । ডব্লিউপিল নিলামে রেকর্ড দাম পাওয়া স্মৃতিও এদিন দলকে টানতে পারলেন না । করিশ্মা বলেই প্যাভিলিয়নের পথ দেখলেন 10 রান করে । মাত্র 1 রান করে ক্রিজ ছাড়েন জেমিমা । সেখান থেকেই খেলাটা ধরলেন হরমনপ্রীত-রিচা ।

ভালো বলকে যোগ্য সম্মান দিলেন, খারাপ বল মারলেন । এই স্ট্র্যাটেজিতেই দ্বিতীয় ম্যাচেও জয় এল ভারতীয় শিবিরে । শেষের দিকে 42 বলে 33 রানে তিনি ফিরলেও জিততে কোনও সমস্যা হল না ভারতের । সৌজন্যে, রিচা । দিন দিন যেন আরও পরিনত হচ্ছেন তিনি । গত ম্যাচের দুরন্ত ছন্দের রেশ এই ম্যাচেও । 32 বলে 44 রানের ঝোড়ো ইনিংসেই জয়ের শেষ হাসি হাসল দল ।

আরও পড়ুন: প্লে-অফ-সহ 22 ম্যাচে উইমেনস প্রিমিয়র লিগ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.