নাগপুর, 4 ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতিতে নেমে পড়ল ভারতীয় দল (India vs Australia) ৷ শুক্রবার দু’ভাগে নেট প্র্যাকটিস করতে দেখা গেল ভারতীয় ক্রিকেটারদের ৷ প্রথম ধাপে কোহলি, পূজারা, জাদেজা, অশ্বিনরা নেটে ব্যাটিং ও বোলিং করেন ৷ দ্বিতীয় সেশনে অধিনায়ক রোহিত শর্মা, শুভমন গিল, কেএল রাহুল, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং জয় দেব উনাদকটরা নেট সেশনে যোগ দেন (Indian Team Start Preparation for Australia Series) ৷ এদিন নাগপুরের ওল্ড সিভিল লাইন গ্রাউন্ডে রবীন্দ্র জাদেজাকে অতিরিক্ত সময় অনুশীলনে ডুবে থাকতে দেখা গেল ৷
প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে ইংল্যান্ডে শেষ বার আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন রবীন্দ্র জাদেজা ৷ এরপর দুবাইয়ে টি-20 এশিয়া কাপ শুরুর আগে চোট পান তিনি ৷ তারপর আর কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি এই ভারতীয় অলরাউন্ডার ৷ হাঁটুর অস্ত্রোপচারের পর 5 মাস মাঠের বাইরে ছিলেন ৷ সৌরাষ্ট্রর হয়ে রঞ্জি ট্রফির শেষ গ্রুপ ম্যাচে খেলেছিলেন তিনি ৷ সেখানে ম্যাচে 7 উইকেট নেন ৷ তাই নাগপুরে দলের প্র্যাকটিসে একটু বেশিই ঘাম ঝড়াতে দেখা গেল তাঁকে ৷
প্রথম একাদশে জায়গা করে নিতে এবং পুরোপুরি ছন্দ ফিরে পেতে নেটে দীর্ঘক্ষণ সময় কাটালেন রবীন্দ্র জাদেজা ৷ ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরের নজরদারিতে থ্রো ডাউনে প্র্যাকটিস করেন ৷ ব্যাকফুট ও ফ্রন্টফুটে বেশ কয়েকটি বড় শটও মারেন ৷ এর পর নেটে দীর্ঘক্ষণ বলও করেন তিনি ৷ উল্লেখ্য, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের কাছে এটি 'মাস্ট উইন' টেস্ট সিরিজ ৷ এই টেস্ট সিরিজ অন্তত 2 ম্যাচের ব্যবধানে ভারতকে জিততে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য ৷ সেখানে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে মাঠে দীর্ঘক্ষণ কাটানোর মতো ফিটনেস জাদেজার আছে কিনা, তা যাচাই করে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট ৷
আরও পড়ুন: হোটেলের রুমে গিলকে ঠাটিয়ে চড় কিষাণের !
অন্যদিকে, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা শুক্রবার প্রথম দিকে নাগপুরের নেটে প্র্যাকটিস করেন ৷ বিকেলে দলের বাকি ক্রিকেটাররা প্র্যাকটিসে যোগ দেন ৷ এদিন নেটে রোহিতের সঙ্গে কেএল রাহুলের বদলে প্রথম শুভমন গিলকে ঢুকতে দেখা গিয়েছে ৷ কেএল রাহুল শুমমনের পর নেটে ঢোকেন ৷ ফলে এই সিরিজে রোহিতের সঙ্গে রাহুল না-শুভমন কে ওপেন করবেন, তা নিয়ে ফের জল্পনা তৈরি হয়েছে ৷ কিন্তু, কেএল রাহুল দলের সহ-অধিনায়ক । সেক্ষেত্রে তাঁকে টিম ম্যানেজমেন্ট ডাগআউটে বসাবে না বলেই ধরে নেওয়া হচ্ছে ৷ কিন্তু, সাম্প্রতিক ফর্ম আবার শুভমনের পক্ষে রয়েছে ৷ শেষমেশ 9 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা সিরিজে কে রোহিতের সঙ্গে ওপেন করবেন, তা আর কয়েকদিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে ৷