- সম্পন্ন হল 2024 আইপিএলের মিনি অকশন ৷ 10টি দলে গেলেন 72 জন দেশ-বিদেশের ক্রিকেটার ৷
230.45 কোটিতে বিকোলেন 72 জন ক্রিকেটার, নাইট সংসারে 'কুবের' লিগে সবচেয়ে ধনী স্টার্ক - আইপিএল
Published : Dec 19, 2023, 10:59 AM IST
|Updated : Dec 19, 2023, 9:22 PM IST
21:20 December 19
21:10 December 19
- 8 কোটিতে প্রীতি জিন্টার পঞ্জাব কিংসে গেলেন প্রোটিয় ব্যাটার রিলে রোসউ ৷ 2 কোটি টাকায় নাইট প্রাক্তনী লকি ফার্গুসনের ঠিকানা বিরাটের আরসিবি ৷
21:07 December 19
- শেষ পর্বে নিলামে ঝড় কেকেআরের ৷ মনীশ পাণ্ডে, গুস অ্যাটকিনসন এবং মুজিব-উর-রহমানকে কিনে নিলেন ভেঙ্কি মাইসোর, গৌতম গম্ভীররা ৷
20:35 December 19
- 21 বছর বয়সি প্রতিভাবান স্টাম্পার-ব্যাটার রবিন মিনজকে 3 কোটিতে দলে নিল গুজরাত টাইটান্স ৷
20:33 December 19
- মধুশঙ্কার পর আরও এক সিংহলী পেসারকে দলে নিল মুম্বই ৷ নুয়ান থুসারাকে 4.8 কোটিতে দলে নিল তারা ৷ যাঁকে 'জুনিয়র লাসিথ মালিঙ্গা' বলে ডাকা হচ্ছে ৷
19:41 December 19
- 5 কোটি টাকায় আরেক অজি পেসার ঝাই রিচার্ডসনকে দলে নিল সৌরভের দিল্লি ক্যাপিটালস ৷
19:38 December 19
- নিলামের শেষ লগ্নে দর হাঁকিয়ে স্পেনসার জনসনকে কিনল গুজরাত টাইটান্স ৷ অস্ট্রেলিয়ার জার্সিতে 2টি টি-20 খেলা বাঁ-হাতি পেসার বিকোলেন 10 কোটিতে ৷
19:07 December 19
- 20 লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ান্সে স্পিনার শ্রেয়স গোপাল ৷ দল পেলেন না মুরগান অশ্বিন ৷
19:04 December 19
- নিলামে অবিক্রিত রইলেন বাংলার পেসার ঈশান পোড়েল ৷ 2.4 কোটি টাকায় লখনউ সুপার জায়ান্টে গেলেন আনক্যাপড মানিমারান সিদ্ধার্থ ৷
18:20 December 19
- নিলামে চমক আনক্যাপড কুমার কুশাগ্রর ৷ 7.2 কোটিতে দিল্লি ক্যাপিটালসে এই স্টাম্পার-ব্যাটার ৷ ইংরেজ স্টাম্পার-ব্যাটার টি ক্যাডমোরকে 40 লক্ষ টাকায় কিনল রাজস্থান ৷
18:19 December 19
- শাহরুখ খানকে 7.4 কোটি টাকায় কিনল গুজরাত টাইটান্স ৷ বেস প্রাইস 20 লক্ষ টাকায় রমনদীপ সিং নাইটদের ডেরায় ৷
17:36 December 19
- আনক্যাপড আরেক ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশকে 20 লক্ষ টাকায় ঘরে তুলল কেকেআর ৷ অবিক্রিত সরফরাজ খান ৷
17:35 December 19
- নিলামে দর হাঁকালেন আনক্যাপড সমীর রিজভি ৷ 8.4 কোটি টাকায় তাঁকে কিনে নিল সিএসকে ৷ অবিক্রিত রইলেন মনন ভোহরা ৷
16:04 December 19
- শ্রীলঙ্কান পেসার দিলশান মধুশঙ্কাকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ 4.6 কোটি মাহেলা জয়বর্ধনের দলে এলেন তিনি ৷ 1.6 কোটি সানরাইজার্সে জয়দেব উনাদকাট ৷
15:50 December 19
- নিলামের মঞ্চে সবচেয়ে দামী ক্রিকেটার হওয়ার দৌড় ৷ জাতীয় দলের অধিনায়ক প্যাট কামিন্সকে টপকে গেলেন মিচেল স্টার্ক ৷ অজি বাঁ-হাতি পেসারকে 24.75 কোটিতে কিনল কলকাতা নাইট রাইডার্স ৷
15:30 December 19
- 11.5 কোটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ক্যারিবিয়ান পেসার আলজারি জোসেফ ৷
15:29 December 19
- নিলামে খাতা খুলল কেকেআর ৷ স্টাম্পার-ব্যাটার শ্রীকর ভরতের পাশাপাশি বাঁ-হাতি পেসার চেতন সাকারিয়াকে দলে নিল তাঁরা ৷
15:00 December 19
ক্রিস ওকসের জন্য ঝাঁপালেও পিছিয়ে এল নাইটরা ৷ ইংরেজ পেসারকে 4.2 কোটিতে শেষমেশ দলে নিল প্রীতির পঞ্জাব ৷
14:57 December 19
- 5 কোটি টাকায় প্রোটিয়া পেসার জেরাল্ড কোয়েৎজেকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ কিউয়ি ব্যাটার ডারিল মিচেলকে 14 কোটিতে ঘরে তুলল ধোনির সিএসকে ৷
14:29 December 19
- সেরকমভাবে ঝাঁপাতে দেখা যাচ্ছে না কেকেআর'কে ।
14:28 December 19
- 11 কোটি 75 লক্ষ টাকায় হর্ষল পটেলকে কিনল পঞ্জাব কিংস । 5 কোটিতে জেরাল্ড কোয়েৎসে গেলেন মুম্বইয়ে ।
14:18 December 19
- 50 লক্ষ টাকায় গুজরাট টাইটান্সে এলে আজমাতুল্লাহ ওমরাজাই ।
14:12 December 19
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হলেন প্যাট কামিন্স । বিশ্বকাপজয়ী অধিনায়ককে 20.50 কোটি টাকায় দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ ।
14:03 December 19
- 4 কোটি টাকায় চেন্নাইতেই ফিরলেন শার্দূল ঠাকুর ।
13:59 December 19
- 1.8 কোটি টাকায় চেন্নাই সুপার কিংসে গেলেন রাচিন রবীন্দ্র ।
13:59 December 19
- 1.5 কোটি টাকায় ওয়ারিন্দু হাসারাঙ্গাকে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ ।
13:39 December 19
- অবিক্রিত করুণ নায়ার, স্টিভ স্মিথ, মনীশ পাণ্ডে ।
13:38 December 19
- 6 কোটি 80 লক্ষ টাকায় ট্র্যাভিস হেডকে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ ।
13:27 December 19
- 4 কোটি টাকায় হ্যারি ব্রুককে কিনে নিল সৌরভের দিল্লি ক্যাপিটালস ।
13:23 December 19
- 2 কোটি টাকা বেস প্রাইজের হ্যারি ব্রুককে দলে টানতে ঝাঁপাল দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস ।
13:22 December 19
- অবিক্রিত রিলি রসো । প্রোটিয়া ব্যাটারকে নিল না কোনও দলই ।
13:21 December 19
- 7 কোটি 40 লক্ষ টাকায় রভম্যানকে কিনে নিল রাজস্থান রয়্যালস ।
13:15 December 19
- প্রথম খেলোয়াড় হিসেবে নিলামে উঠলেন রভমান পাওয়েল । 1 কোটি টাকা বেস প্রাইজের রভমানকে পাওয়ার জন্য ঝাঁপাল রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স ।
13:11 December 19
- শুরু হল আইপিএল 2024 এর নিলাম ।
11:28 December 19
-
Decked up and HOW 😍
— IndianPremierLeague (@IPL) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Setups and Arena looking stellar 🤌
Slowly building up to the #IPLAuction here in Dubai ⏳ pic.twitter.com/J0rppK0Mjq
">Decked up and HOW 😍
— IndianPremierLeague (@IPL) December 19, 2023
Setups and Arena looking stellar 🤌
Slowly building up to the #IPLAuction here in Dubai ⏳ pic.twitter.com/J0rppK0MjqDecked up and HOW 😍
— IndianPremierLeague (@IPL) December 19, 2023
Setups and Arena looking stellar 🤌
Slowly building up to the #IPLAuction here in Dubai ⏳ pic.twitter.com/J0rppK0Mjq
আইপিএল 2024/ দলের পরিস্থিতি/পার্সে টাকার পরিমাণ/দলে খালি স্থান | ||||||
---|---|---|---|---|---|---|
ফ্র্যাঞ্চাইজি | দলে থাকা খেলোয়াড় | বিদেশি ক্রিকেটারের সংখ্যা | মোট অর্থ খরচ (কোটি) | পার্সে অর্থের পরিমাণ (কোটি) | ভারতীয় ক্রিকেটারের খালি স্থান | বিদেশি খেলোয়াড়ের স্থান |
সিএসকে | 19 | 5 | 68.6 | 31.4 | 6 | 3 |
ডিসি | 16 | 4 | 71.05 | 28.95 | 9 | 4 |
জিটি | 17 | 6 | 61.85 | 38.15 | 8 | 2 |
কেকেআর | 13 | 4 | 67.3 | 32.7 | 12 | 4 |
এলএসজি | 19 | 6 | 86.85 | 13.15 | 6 | 2 |
এমআই | 17 | 4 | 82.25 | 17.75 | 8 | 4 |
পিবিকেএস | 17 | 6 | 70.9 | 29.1 | 8 | 2 |
আরসিবি | 19 | 5 | 76.75 | 23.25 | 6 | 3 |
আরআর | 17 | 5 | 85.5 | 14.5 | 8 | 3 |
এসআরএইচ | 19 | 5 | 66 | 34 | 6 | 3 |
মোট | 173 | 50 | 737.05 | 262.95 | 77 | 30 |
11:12 December 19
- দুর্ঘটনা অতীত । চোট সারিয়ে ফের মাঠে ফেরার পথে ঋষভ পন্ত । আজ দলের হয়ে নিলাম টেবিলে থাকবেন রাজধানীর স্টাম্পার-ব্যাটার ।
10:53 December 19
-
Stop everything and watch this interview 📽️
— IndianPremierLeague (@IPL) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Presenting Rishabh Pant who's going to be on the #DC auction table for the first time EVER 🤗
P.S - We are so happy to see Rishabh BACK 🥹#IPL | @RishabhPant17 | @DelhiCapitals pic.twitter.com/4j6TWIrZsf
">Stop everything and watch this interview 📽️
— IndianPremierLeague (@IPL) December 19, 2023
Presenting Rishabh Pant who's going to be on the #DC auction table for the first time EVER 🤗
P.S - We are so happy to see Rishabh BACK 🥹#IPL | @RishabhPant17 | @DelhiCapitals pic.twitter.com/4j6TWIrZsfStop everything and watch this interview 📽️
— IndianPremierLeague (@IPL) December 19, 2023
Presenting Rishabh Pant who's going to be on the #DC auction table for the first time EVER 🤗
P.S - We are so happy to see Rishabh BACK 🥹#IPL | @RishabhPant17 | @DelhiCapitals pic.twitter.com/4j6TWIrZsf
- 2 কোটি বেস প্রাইসের ক্রিকেটার:
হর্ষল প্যাটেল, জস ইংলিস, মিচেল স্টার্ক, শার্দূল ঠাকুর, উমেশ যাদব, কেদার যাদব, বেন ডাকেট, মুজিব উর রহমান, শন অ্যাবট, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, স্টিভ স্মিথ, মুস্তাফিজুর রহমান, টম ব্যান্টন, হ্যারি ব্রুক, জেমি ওভারটন, আদিল রশিদ, ডেভিড উইলি, ক্রিস ওকস, লকি ফার্গুসন, জেরাল্ড কোয়েটজি, রাইলি রোসউ, রাসি ভ্যান ডার ডুসেন এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস
10:52 December 19
- 1.5 কোটি বেস প্রাইসের ক্রিকেটার:
ড্যানিয়েল স্যামস, টাইমাল মিলস, মহম্মদ নবি, জিমি নিশম, জেসন হোল্ডার, মজেস হেনরিকস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ক্রিস লিন, কেন রিচার্ডসন, শেরফেন রাদারফোর্ড, ড্যানিয়েল ওরাল, টম কুরান, কলিন মুনরো, ক্রিসেন্ট ডি ল্যান, ক্রিস জর্ডান, ডেভিড মালান, ফিল সল্ট, কোরি অ্যান্ডারসন, টিম সাউদি এবং কলিন ইনগ্রাম
10:52 December 19
- 1 কোটি বেস প্রাইসের ক্রিকেটার:
অ্যাশটন আগার, ডেভিড উইসে, রাইলি মেরেডিথ, ড্যারিল মিচেল, ডার্সি শর্ট, অ্যাশটন টার্নার, আলজারি জোসেফ, গাস অ্যাটকিনসন, স্যাম বিলিংস, মাইকেল ব্রেসওয়েল, মার্টিন গাপতিল, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ওয়েন পার্নেল, ডোয়েন প্রিটোরিয়াস এবং রোভম্যান পাওয়েল
10:48 December 19
- নিলামে কতজন খেলোয়াড় পাওয়া যাবে?
চূড়ান্ত আইপিএল 2024 নিলাম পুলে 333 জন খেলোয়াড় থাকবে । 333 জন খেলোয়াড়ের মধ্যে 214 জন ভারতীয় এবং 119 জন বিদেশি খেলোয়াড় রয়েছেন ৷ 119 জনের মধ্যে দুই ক্রিকেটার অ্যাসোসিয়েট দেশ থেকে নির্বাচিত হয়েছেন ৷ নিলামে অ্যাসোসিয়েট দেশগুলির দু’জন ছাড়াও, 116 জন ক্যাপড প্লেয়ার এবং 215 আনক্যাপড ক্রিকেটার থাকবে নিলামে ৷
10:44 December 19
- আইপিএল 2024-এর নিলাম দুবাইতে অনুষ্ঠিত হবে । এদিন স্থানীয় সময় দুপুর 11:30 অর্থাৎ ভারতীয় সময় দুপুর 1টা থেকে শুরু হবে টি-20 লিগের নিলাম পর্ব । এটি 17তম আইপিএল নিলাম, শেষবার 2022 সালের ডিসেম্বরে নিলাম অনুষ্ঠিত হয়েছিল।
09:43 December 19
আইপিএল নিলাম 2024-এর লাইভ আপডেট ও লাইভ স্ট্রিমিং 19 ডিসেম্বর, 2023 বেলা 12টা থেকে শুরু হবে সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস এবং ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায় ৷ আর নিলাম শুরু হবে বেলা 1টা থেকে ৷
-
Auction Briefing ✅
— IndianPremierLeague (@IPL) December 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The 🔟 teams are set for tomorrow!
Are YOU ready for #IPLAuction ❓ pic.twitter.com/uCDuC30Kzn
">Auction Briefing ✅
— IndianPremierLeague (@IPL) December 18, 2023
The 🔟 teams are set for tomorrow!
Are YOU ready for #IPLAuction ❓ pic.twitter.com/uCDuC30KznAuction Briefing ✅
— IndianPremierLeague (@IPL) December 18, 2023
The 🔟 teams are set for tomorrow!
Are YOU ready for #IPLAuction ❓ pic.twitter.com/uCDuC30Kzn
- বিশ্বকাপ শেষ হয়েছে কয়েক সপ্তাহ আগেই। সেই রেশ কাটতে না-কাটতেই ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলেছে। এই মুহূর্তে চলছে প্রোটিয়া সফরও। এই কিছুর মধ্যেই দামামা বেজে গিয়েছে 2024 আইপিএলের। যদিও এই টুর্নামেন্ট শুরু হতে বেশ কয়েক মাস দেরি থাকলেও তার আগে হয়ে যাচ্ছে নিলাম পর্ব। আর আজ, মঙ্গলবার সেই নিলাম পর্ব বসছে দুবাইয়ে ৷
21:20 December 19
- সম্পন্ন হল 2024 আইপিএলের মিনি অকশন ৷ 10টি দলে গেলেন 72 জন দেশ-বিদেশের ক্রিকেটার ৷
21:10 December 19
- 8 কোটিতে প্রীতি জিন্টার পঞ্জাব কিংসে গেলেন প্রোটিয় ব্যাটার রিলে রোসউ ৷ 2 কোটি টাকায় নাইট প্রাক্তনী লকি ফার্গুসনের ঠিকানা বিরাটের আরসিবি ৷
21:07 December 19
- শেষ পর্বে নিলামে ঝড় কেকেআরের ৷ মনীশ পাণ্ডে, গুস অ্যাটকিনসন এবং মুজিব-উর-রহমানকে কিনে নিলেন ভেঙ্কি মাইসোর, গৌতম গম্ভীররা ৷
20:35 December 19
- 21 বছর বয়সি প্রতিভাবান স্টাম্পার-ব্যাটার রবিন মিনজকে 3 কোটিতে দলে নিল গুজরাত টাইটান্স ৷
20:33 December 19
- মধুশঙ্কার পর আরও এক সিংহলী পেসারকে দলে নিল মুম্বই ৷ নুয়ান থুসারাকে 4.8 কোটিতে দলে নিল তারা ৷ যাঁকে 'জুনিয়র লাসিথ মালিঙ্গা' বলে ডাকা হচ্ছে ৷
19:41 December 19
- 5 কোটি টাকায় আরেক অজি পেসার ঝাই রিচার্ডসনকে দলে নিল সৌরভের দিল্লি ক্যাপিটালস ৷
19:38 December 19
- নিলামের শেষ লগ্নে দর হাঁকিয়ে স্পেনসার জনসনকে কিনল গুজরাত টাইটান্স ৷ অস্ট্রেলিয়ার জার্সিতে 2টি টি-20 খেলা বাঁ-হাতি পেসার বিকোলেন 10 কোটিতে ৷
19:07 December 19
- 20 লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ান্সে স্পিনার শ্রেয়স গোপাল ৷ দল পেলেন না মুরগান অশ্বিন ৷
19:04 December 19
- নিলামে অবিক্রিত রইলেন বাংলার পেসার ঈশান পোড়েল ৷ 2.4 কোটি টাকায় লখনউ সুপার জায়ান্টে গেলেন আনক্যাপড মানিমারান সিদ্ধার্থ ৷
18:20 December 19
- নিলামে চমক আনক্যাপড কুমার কুশাগ্রর ৷ 7.2 কোটিতে দিল্লি ক্যাপিটালসে এই স্টাম্পার-ব্যাটার ৷ ইংরেজ স্টাম্পার-ব্যাটার টি ক্যাডমোরকে 40 লক্ষ টাকায় কিনল রাজস্থান ৷
18:19 December 19
- শাহরুখ খানকে 7.4 কোটি টাকায় কিনল গুজরাত টাইটান্স ৷ বেস প্রাইস 20 লক্ষ টাকায় রমনদীপ সিং নাইটদের ডেরায় ৷
17:36 December 19
- আনক্যাপড আরেক ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশকে 20 লক্ষ টাকায় ঘরে তুলল কেকেআর ৷ অবিক্রিত সরফরাজ খান ৷
17:35 December 19
- নিলামে দর হাঁকালেন আনক্যাপড সমীর রিজভি ৷ 8.4 কোটি টাকায় তাঁকে কিনে নিল সিএসকে ৷ অবিক্রিত রইলেন মনন ভোহরা ৷
16:04 December 19
- শ্রীলঙ্কান পেসার দিলশান মধুশঙ্কাকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ 4.6 কোটি মাহেলা জয়বর্ধনের দলে এলেন তিনি ৷ 1.6 কোটি সানরাইজার্সে জয়দেব উনাদকাট ৷
15:50 December 19
- নিলামের মঞ্চে সবচেয়ে দামী ক্রিকেটার হওয়ার দৌড় ৷ জাতীয় দলের অধিনায়ক প্যাট কামিন্সকে টপকে গেলেন মিচেল স্টার্ক ৷ অজি বাঁ-হাতি পেসারকে 24.75 কোটিতে কিনল কলকাতা নাইট রাইডার্স ৷
15:30 December 19
- 11.5 কোটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ক্যারিবিয়ান পেসার আলজারি জোসেফ ৷
15:29 December 19
- নিলামে খাতা খুলল কেকেআর ৷ স্টাম্পার-ব্যাটার শ্রীকর ভরতের পাশাপাশি বাঁ-হাতি পেসার চেতন সাকারিয়াকে দলে নিল তাঁরা ৷
15:00 December 19
ক্রিস ওকসের জন্য ঝাঁপালেও পিছিয়ে এল নাইটরা ৷ ইংরেজ পেসারকে 4.2 কোটিতে শেষমেশ দলে নিল প্রীতির পঞ্জাব ৷
14:57 December 19
- 5 কোটি টাকায় প্রোটিয়া পেসার জেরাল্ড কোয়েৎজেকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ কিউয়ি ব্যাটার ডারিল মিচেলকে 14 কোটিতে ঘরে তুলল ধোনির সিএসকে ৷
14:29 December 19
- সেরকমভাবে ঝাঁপাতে দেখা যাচ্ছে না কেকেআর'কে ।
14:28 December 19
- 11 কোটি 75 লক্ষ টাকায় হর্ষল পটেলকে কিনল পঞ্জাব কিংস । 5 কোটিতে জেরাল্ড কোয়েৎসে গেলেন মুম্বইয়ে ।
14:18 December 19
- 50 লক্ষ টাকায় গুজরাট টাইটান্সে এলে আজমাতুল্লাহ ওমরাজাই ।
14:12 December 19
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হলেন প্যাট কামিন্স । বিশ্বকাপজয়ী অধিনায়ককে 20.50 কোটি টাকায় দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ ।
14:03 December 19
- 4 কোটি টাকায় চেন্নাইতেই ফিরলেন শার্দূল ঠাকুর ।
13:59 December 19
- 1.8 কোটি টাকায় চেন্নাই সুপার কিংসে গেলেন রাচিন রবীন্দ্র ।
13:59 December 19
- 1.5 কোটি টাকায় ওয়ারিন্দু হাসারাঙ্গাকে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ ।
13:39 December 19
- অবিক্রিত করুণ নায়ার, স্টিভ স্মিথ, মনীশ পাণ্ডে ।
13:38 December 19
- 6 কোটি 80 লক্ষ টাকায় ট্র্যাভিস হেডকে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ ।
13:27 December 19
- 4 কোটি টাকায় হ্যারি ব্রুককে কিনে নিল সৌরভের দিল্লি ক্যাপিটালস ।
13:23 December 19
- 2 কোটি টাকা বেস প্রাইজের হ্যারি ব্রুককে দলে টানতে ঝাঁপাল দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস ।
13:22 December 19
- অবিক্রিত রিলি রসো । প্রোটিয়া ব্যাটারকে নিল না কোনও দলই ।
13:21 December 19
- 7 কোটি 40 লক্ষ টাকায় রভম্যানকে কিনে নিল রাজস্থান রয়্যালস ।
13:15 December 19
- প্রথম খেলোয়াড় হিসেবে নিলামে উঠলেন রভমান পাওয়েল । 1 কোটি টাকা বেস প্রাইজের রভমানকে পাওয়ার জন্য ঝাঁপাল রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স ।
13:11 December 19
- শুরু হল আইপিএল 2024 এর নিলাম ।
11:28 December 19
-
Decked up and HOW 😍
— IndianPremierLeague (@IPL) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Setups and Arena looking stellar 🤌
Slowly building up to the #IPLAuction here in Dubai ⏳ pic.twitter.com/J0rppK0Mjq
">Decked up and HOW 😍
— IndianPremierLeague (@IPL) December 19, 2023
Setups and Arena looking stellar 🤌
Slowly building up to the #IPLAuction here in Dubai ⏳ pic.twitter.com/J0rppK0MjqDecked up and HOW 😍
— IndianPremierLeague (@IPL) December 19, 2023
Setups and Arena looking stellar 🤌
Slowly building up to the #IPLAuction here in Dubai ⏳ pic.twitter.com/J0rppK0Mjq
আইপিএল 2024/ দলের পরিস্থিতি/পার্সে টাকার পরিমাণ/দলে খালি স্থান | ||||||
---|---|---|---|---|---|---|
ফ্র্যাঞ্চাইজি | দলে থাকা খেলোয়াড় | বিদেশি ক্রিকেটারের সংখ্যা | মোট অর্থ খরচ (কোটি) | পার্সে অর্থের পরিমাণ (কোটি) | ভারতীয় ক্রিকেটারের খালি স্থান | বিদেশি খেলোয়াড়ের স্থান |
সিএসকে | 19 | 5 | 68.6 | 31.4 | 6 | 3 |
ডিসি | 16 | 4 | 71.05 | 28.95 | 9 | 4 |
জিটি | 17 | 6 | 61.85 | 38.15 | 8 | 2 |
কেকেআর | 13 | 4 | 67.3 | 32.7 | 12 | 4 |
এলএসজি | 19 | 6 | 86.85 | 13.15 | 6 | 2 |
এমআই | 17 | 4 | 82.25 | 17.75 | 8 | 4 |
পিবিকেএস | 17 | 6 | 70.9 | 29.1 | 8 | 2 |
আরসিবি | 19 | 5 | 76.75 | 23.25 | 6 | 3 |
আরআর | 17 | 5 | 85.5 | 14.5 | 8 | 3 |
এসআরএইচ | 19 | 5 | 66 | 34 | 6 | 3 |
মোট | 173 | 50 | 737.05 | 262.95 | 77 | 30 |
11:12 December 19
- দুর্ঘটনা অতীত । চোট সারিয়ে ফের মাঠে ফেরার পথে ঋষভ পন্ত । আজ দলের হয়ে নিলাম টেবিলে থাকবেন রাজধানীর স্টাম্পার-ব্যাটার ।
10:53 December 19
-
Stop everything and watch this interview 📽️
— IndianPremierLeague (@IPL) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Presenting Rishabh Pant who's going to be on the #DC auction table for the first time EVER 🤗
P.S - We are so happy to see Rishabh BACK 🥹#IPL | @RishabhPant17 | @DelhiCapitals pic.twitter.com/4j6TWIrZsf
">Stop everything and watch this interview 📽️
— IndianPremierLeague (@IPL) December 19, 2023
Presenting Rishabh Pant who's going to be on the #DC auction table for the first time EVER 🤗
P.S - We are so happy to see Rishabh BACK 🥹#IPL | @RishabhPant17 | @DelhiCapitals pic.twitter.com/4j6TWIrZsfStop everything and watch this interview 📽️
— IndianPremierLeague (@IPL) December 19, 2023
Presenting Rishabh Pant who's going to be on the #DC auction table for the first time EVER 🤗
P.S - We are so happy to see Rishabh BACK 🥹#IPL | @RishabhPant17 | @DelhiCapitals pic.twitter.com/4j6TWIrZsf
- 2 কোটি বেস প্রাইসের ক্রিকেটার:
হর্ষল প্যাটেল, জস ইংলিস, মিচেল স্টার্ক, শার্দূল ঠাকুর, উমেশ যাদব, কেদার যাদব, বেন ডাকেট, মুজিব উর রহমান, শন অ্যাবট, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, স্টিভ স্মিথ, মুস্তাফিজুর রহমান, টম ব্যান্টন, হ্যারি ব্রুক, জেমি ওভারটন, আদিল রশিদ, ডেভিড উইলি, ক্রিস ওকস, লকি ফার্গুসন, জেরাল্ড কোয়েটজি, রাইলি রোসউ, রাসি ভ্যান ডার ডুসেন এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস
10:52 December 19
- 1.5 কোটি বেস প্রাইসের ক্রিকেটার:
ড্যানিয়েল স্যামস, টাইমাল মিলস, মহম্মদ নবি, জিমি নিশম, জেসন হোল্ডার, মজেস হেনরিকস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ক্রিস লিন, কেন রিচার্ডসন, শেরফেন রাদারফোর্ড, ড্যানিয়েল ওরাল, টম কুরান, কলিন মুনরো, ক্রিসেন্ট ডি ল্যান, ক্রিস জর্ডান, ডেভিড মালান, ফিল সল্ট, কোরি অ্যান্ডারসন, টিম সাউদি এবং কলিন ইনগ্রাম
10:52 December 19
- 1 কোটি বেস প্রাইসের ক্রিকেটার:
অ্যাশটন আগার, ডেভিড উইসে, রাইলি মেরেডিথ, ড্যারিল মিচেল, ডার্সি শর্ট, অ্যাশটন টার্নার, আলজারি জোসেফ, গাস অ্যাটকিনসন, স্যাম বিলিংস, মাইকেল ব্রেসওয়েল, মার্টিন গাপতিল, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ওয়েন পার্নেল, ডোয়েন প্রিটোরিয়াস এবং রোভম্যান পাওয়েল
10:48 December 19
- নিলামে কতজন খেলোয়াড় পাওয়া যাবে?
চূড়ান্ত আইপিএল 2024 নিলাম পুলে 333 জন খেলোয়াড় থাকবে । 333 জন খেলোয়াড়ের মধ্যে 214 জন ভারতীয় এবং 119 জন বিদেশি খেলোয়াড় রয়েছেন ৷ 119 জনের মধ্যে দুই ক্রিকেটার অ্যাসোসিয়েট দেশ থেকে নির্বাচিত হয়েছেন ৷ নিলামে অ্যাসোসিয়েট দেশগুলির দু’জন ছাড়াও, 116 জন ক্যাপড প্লেয়ার এবং 215 আনক্যাপড ক্রিকেটার থাকবে নিলামে ৷
10:44 December 19
- আইপিএল 2024-এর নিলাম দুবাইতে অনুষ্ঠিত হবে । এদিন স্থানীয় সময় দুপুর 11:30 অর্থাৎ ভারতীয় সময় দুপুর 1টা থেকে শুরু হবে টি-20 লিগের নিলাম পর্ব । এটি 17তম আইপিএল নিলাম, শেষবার 2022 সালের ডিসেম্বরে নিলাম অনুষ্ঠিত হয়েছিল।
09:43 December 19
আইপিএল নিলাম 2024-এর লাইভ আপডেট ও লাইভ স্ট্রিমিং 19 ডিসেম্বর, 2023 বেলা 12টা থেকে শুরু হবে সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস এবং ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায় ৷ আর নিলাম শুরু হবে বেলা 1টা থেকে ৷
-
Auction Briefing ✅
— IndianPremierLeague (@IPL) December 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The 🔟 teams are set for tomorrow!
Are YOU ready for #IPLAuction ❓ pic.twitter.com/uCDuC30Kzn
">Auction Briefing ✅
— IndianPremierLeague (@IPL) December 18, 2023
The 🔟 teams are set for tomorrow!
Are YOU ready for #IPLAuction ❓ pic.twitter.com/uCDuC30KznAuction Briefing ✅
— IndianPremierLeague (@IPL) December 18, 2023
The 🔟 teams are set for tomorrow!
Are YOU ready for #IPLAuction ❓ pic.twitter.com/uCDuC30Kzn
- বিশ্বকাপ শেষ হয়েছে কয়েক সপ্তাহ আগেই। সেই রেশ কাটতে না-কাটতেই ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলেছে। এই মুহূর্তে চলছে প্রোটিয়া সফরও। এই কিছুর মধ্যেই দামামা বেজে গিয়েছে 2024 আইপিএলের। যদিও এই টুর্নামেন্ট শুরু হতে বেশ কয়েক মাস দেরি থাকলেও তার আগে হয়ে যাচ্ছে নিলাম পর্ব। আর আজ, মঙ্গলবার সেই নিলাম পর্ব বসছে দুবাইয়ে ৷