ETV Bharat / sports

Ireland vs India T20I Series: বুমরার নেতৃত্বে স্বাধীনতা দিবসের সকালে আয়ারল্যান্ড সফরে ভারতীয় দল - রুতুরাজ গায়কোয়াড়

Jasprit Bumrah Lefts for Ireland Series: চোট সারিয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তনের অপেক্ষায় বুমরা ৷ আয়ারল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আজ সকালে ভারতীয় দলের একাংশ রওনা দিল মুম্বই থেকে ৷

Ireland vs India T20I Series ETV BHARAT
Ireland vs India T20I Series
author img

By

Published : Aug 15, 2023, 3:25 PM IST

মুম্বই, 15 অগস্ট: স্বাধীনতা দিবসের সকালে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আয়ারল্যান্ড রওনা দিলেন জসপ্রীত বুমরা-সহ ভারতীয় ক্রিকেটাররা ৷ বিসিসিআই-এর টুইটারে সেই ছবি পোস্ট করা হয় এ দিন সকালে ৷ অধিনায়ক জসপ্রীত বুমরা, সহ-অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়, রিংকু সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দররা আয়ারল্যান্ডের বিমান ধরেন মুম্বই থেকে ৷ 18 অগস্ট সিরিজের প্রথম টি-20 ম্যাচ খেলবে ভারত ৷ পিঠের অস্ত্রোপচারের পর এই সিরিজে ভারতীয় দলে ফিরছেন বুমরা ৷

এশিয়া কাপ এবং তার পর বিশ্বকাপ, তার আগে বুমরার ফিটনেস কোন পর্যায়ে রয়েছে ? তা জানতে এই সিরিজে বুমরার পারফর্ম্যান্সের উপর নজর থাকবে টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচক কমিটির ৷ সেই সঙ্গে এই সিরিজে জসপ্রীত বুমরাকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে বোর্ড ৷ রুতুরাজ গায়কোয়াড়কে সহ-অধিনায়ক করা হয়েছে ৷ সেপ্টেম্বর মাসে এশিয়ান গেমসে ভারতীয় দলের অধিনায়ক রুতুরাজ ৷ এই সিরিজে তাঁর পারফর্ম্যান্সের উপরেও নজর থাকবে নির্বাচকদের ৷

পাশাপাশি, সদস্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ হওয়া সিরিজের অনেক ক্রিকেটার এই দলের সঙ্গে সরাসরি আয়ারল্যান্ডে যোগ দেবেন ৷ তাঁদের মধ্যে রয়েছেন যশস্বী জয়সওয়াল, তীলক বর্মা, সঞ্জু স্যামসন, রবি বিষ্ণই, আর্শদীপ সিং, মুকেশ কুমার এবং আবেশ খান ৷ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে টি-20 সিরিজে অভিষেক হতে পারে কলকাতা নাইট রাইডার্সের বাঁ-হাতি মিডল-অর্ডার ব্যাটার রিংকু সিংয়ের ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে বিপাকে বিসিসিআই ! হারাল 'টুইটার' গোল্ডেন টিক

2019-20 সালের পর ফের ভারতীয় দলে কামব্যাক করছেন শিবম দুবে ৷ চেন্নাই সুপার কিং এবং ঘরোয়া ক্রিকেটে রান পাওয়া শিবম সুযোগ পেলে, তাঁর দিকেও ব্যাটিংয়েও নজর থাকবে ৷ পাশাপাশি, বাংলার ক্রিকেটার শাহবাজ আহমেদের পারফর্ম্যান্সের উপর নির্ভর করছে, ভারতীয় দলে তাঁর ভবিষ্যৎ ৷ উল্লেখ্য, এই সিরিজে ভারতীয় দলের সঙ্গে সিনিয়র দলের কোনও কোচিং স্টাফ যাচ্ছেন না ৷ দলের সঙ্গে সাইরাজ বাহুতুলেকে পাঠিয়েছে বিসিসিআই ৷

মুম্বই, 15 অগস্ট: স্বাধীনতা দিবসের সকালে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আয়ারল্যান্ড রওনা দিলেন জসপ্রীত বুমরা-সহ ভারতীয় ক্রিকেটাররা ৷ বিসিসিআই-এর টুইটারে সেই ছবি পোস্ট করা হয় এ দিন সকালে ৷ অধিনায়ক জসপ্রীত বুমরা, সহ-অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়, রিংকু সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দররা আয়ারল্যান্ডের বিমান ধরেন মুম্বই থেকে ৷ 18 অগস্ট সিরিজের প্রথম টি-20 ম্যাচ খেলবে ভারত ৷ পিঠের অস্ত্রোপচারের পর এই সিরিজে ভারতীয় দলে ফিরছেন বুমরা ৷

এশিয়া কাপ এবং তার পর বিশ্বকাপ, তার আগে বুমরার ফিটনেস কোন পর্যায়ে রয়েছে ? তা জানতে এই সিরিজে বুমরার পারফর্ম্যান্সের উপর নজর থাকবে টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচক কমিটির ৷ সেই সঙ্গে এই সিরিজে জসপ্রীত বুমরাকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে বোর্ড ৷ রুতুরাজ গায়কোয়াড়কে সহ-অধিনায়ক করা হয়েছে ৷ সেপ্টেম্বর মাসে এশিয়ান গেমসে ভারতীয় দলের অধিনায়ক রুতুরাজ ৷ এই সিরিজে তাঁর পারফর্ম্যান্সের উপরেও নজর থাকবে নির্বাচকদের ৷

পাশাপাশি, সদস্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ হওয়া সিরিজের অনেক ক্রিকেটার এই দলের সঙ্গে সরাসরি আয়ারল্যান্ডে যোগ দেবেন ৷ তাঁদের মধ্যে রয়েছেন যশস্বী জয়সওয়াল, তীলক বর্মা, সঞ্জু স্যামসন, রবি বিষ্ণই, আর্শদীপ সিং, মুকেশ কুমার এবং আবেশ খান ৷ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে টি-20 সিরিজে অভিষেক হতে পারে কলকাতা নাইট রাইডার্সের বাঁ-হাতি মিডল-অর্ডার ব্যাটার রিংকু সিংয়ের ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে বিপাকে বিসিসিআই ! হারাল 'টুইটার' গোল্ডেন টিক

2019-20 সালের পর ফের ভারতীয় দলে কামব্যাক করছেন শিবম দুবে ৷ চেন্নাই সুপার কিং এবং ঘরোয়া ক্রিকেটে রান পাওয়া শিবম সুযোগ পেলে, তাঁর দিকেও ব্যাটিংয়েও নজর থাকবে ৷ পাশাপাশি, বাংলার ক্রিকেটার শাহবাজ আহমেদের পারফর্ম্যান্সের উপর নির্ভর করছে, ভারতীয় দলে তাঁর ভবিষ্যৎ ৷ উল্লেখ্য, এই সিরিজে ভারতীয় দলের সঙ্গে সিনিয়র দলের কোনও কোচিং স্টাফ যাচ্ছেন না ৷ দলের সঙ্গে সাইরাজ বাহুতুলেকে পাঠিয়েছে বিসিসিআই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.