ETV Bharat / sports

অর্জুন পুরস্কারে সম্মানিত শামি, 'এই সম্মান স্বপ্ন' জানালেন বঙ্গপেসার

Mohammed Shami Recipient of Arjuna Award: 2023 সাল ভারতীয় পেসার মহম্মদ শামির জন্য অসাধারণ গিয়েছে ৷ বিশেষত, আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ৷ টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি ৷ সেই পারফর্ম্যান্সের জোরে এবার অর্জুন সম্মান পেলেন ভারতীয় ক্রিকেটের 'লালা' ৷

ETV BHARAT File Image
ETV BHARAT File Image
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 12:23 PM IST

Updated : Jan 9, 2024, 12:51 PM IST

অর্জুন সম্মানের ভূষিত হলেন মহম্মদ শামি ৷ (ভিডিয়ো সূত্র- এএনআই)

নয়াদিল্লি, 9 জানুয়ারি: দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মানে ভূষিত হলেন মহম্মদ শামি ৷ আজ রাষ্ট্রপতি ভবনে অর্জুন পুরস্কার তুলে দেওয়া হল ভারতের তারকা পেসারের হাতে ৷ রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর হাত থেকে অর্জুন পুরস্কার গ্রহণ করে শামি জানালেন, তাঁর একটা স্বপ্নপূরণ হল ৷

অর্জুন পুরস্কার, ভারতের ক্রীড়াবিদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ সম্মান এটি ৷ যা তখনই কোনও খেলোয়াড় পান, যখন ধারাবাহিকভাবে চারবছর নিজ ক্ষেত্রে সেরা পারফর্ম্যান্স সেই ক্রীড়াবিদ দিয়ে যান ৷ সঙ্গে একজন সত্যিকারের নেতৃত্ব প্রদান, খেলোয়াড়সূচক মানসিকতা এবং নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে চলতে হয় ক্রীড়াবিদকে ৷ গত 4 বছরে সেটাই করে দেখিয়েছেন মহম্মদ শামি ৷ ভারতীয় ক্রিকেট দলে কখনই প্রথম বা দ্বিতীয় বাছাই পেসার ছিলেন না ৷ তার পরেও যখনই সুযোগ পেয়েছেন, নিজেকে প্রমাণ করে দলে জায়গায় পাকা করেছেন তিনি ৷ যার সাম্প্রতিক উদাহরণ ঘরের মাঠে আয়োজিক ক্রিকেট বিশ্বকাপ ৷

অর্জুন সম্মান পেয়ে ভারতের তারকা পেসার তাঁর অনুভূতি ব্যক্ত করেছেন ৷ সংবাদসংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, "এই সম্মানটা আমার কাছে স্বপ্ন ছিল ৷ সারা জীবন অতিবাহিত হয়ে যায় ৷ কিন্তু, একজন ক্রীড়াবিদ অধিকাংশ সময়ে এই সম্মান অর্জন করতে পারেন না ৷ আমি খুশি যে, এই পুরস্কারের জন্য আমাকে বাছা হয়েছে ৷ এই সম্মান পাওয়াটা আমার কাছে স্বপ্নের মতো, কারণ সারা জীবন বাকিদের এই পুরস্কার নিতে দেখেছি ৷" তবে, পেসার হিসেবে চোট সবসময় শামির কেরিয়ারে বাধা সৃষ্টি করেছে ৷

যা নিয়ে শামি বলেন, "চোট খেলার একটা অংশ ৷ তবে, অনুরাগী এবং মানুষের ভালোবাসাটা খুব গুরুত্বপূর্ণ ৷ আমরা সবসময় চেষ্টা করি যত দ্রুত সম্ভব মাঠে ফেরার... সেটা আমাদের দল এবং আমাদের খেলোয়াড়দের জন্যও খুব ভালো ৷" উল্লেখ্য, এই মুহূর্তে চোটের কারণে জাতীয় দল থেকে বাইরে রয়েছেন মহম্মদ শামি ৷ বিশ্বকাপের পর আর ভারতের হয়ে মাঠে নামেননি গোড়ালির চোটের কারণে ৷ দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট দলে থাকলেও, চোট না সারায় খেলতে পারেননি ৷ এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টেও তাঁকে পাওয়া যাবে না বলে বিসিসিআই সূত্রে খবর ৷

আরও পড়ুন:

  1. ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের শুরুতে নেই শামি
  2. 14 মাস পর টি-20 আন্তর্জাতিকে প্রত্যাবর্তন অধিনায়ক রোহিতের, ফিরলেন বিরাটও
  3. রিকির দেড়শোয় পিছিয়ে পড়ল বাংলা, রঞ্জি ওপেনারে মনোজদের ঝুলিতে মাত্র এক পয়েন্ট

অর্জুন সম্মানের ভূষিত হলেন মহম্মদ শামি ৷ (ভিডিয়ো সূত্র- এএনআই)

নয়াদিল্লি, 9 জানুয়ারি: দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মানে ভূষিত হলেন মহম্মদ শামি ৷ আজ রাষ্ট্রপতি ভবনে অর্জুন পুরস্কার তুলে দেওয়া হল ভারতের তারকা পেসারের হাতে ৷ রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর হাত থেকে অর্জুন পুরস্কার গ্রহণ করে শামি জানালেন, তাঁর একটা স্বপ্নপূরণ হল ৷

অর্জুন পুরস্কার, ভারতের ক্রীড়াবিদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ সম্মান এটি ৷ যা তখনই কোনও খেলোয়াড় পান, যখন ধারাবাহিকভাবে চারবছর নিজ ক্ষেত্রে সেরা পারফর্ম্যান্স সেই ক্রীড়াবিদ দিয়ে যান ৷ সঙ্গে একজন সত্যিকারের নেতৃত্ব প্রদান, খেলোয়াড়সূচক মানসিকতা এবং নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে চলতে হয় ক্রীড়াবিদকে ৷ গত 4 বছরে সেটাই করে দেখিয়েছেন মহম্মদ শামি ৷ ভারতীয় ক্রিকেট দলে কখনই প্রথম বা দ্বিতীয় বাছাই পেসার ছিলেন না ৷ তার পরেও যখনই সুযোগ পেয়েছেন, নিজেকে প্রমাণ করে দলে জায়গায় পাকা করেছেন তিনি ৷ যার সাম্প্রতিক উদাহরণ ঘরের মাঠে আয়োজিক ক্রিকেট বিশ্বকাপ ৷

অর্জুন সম্মান পেয়ে ভারতের তারকা পেসার তাঁর অনুভূতি ব্যক্ত করেছেন ৷ সংবাদসংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, "এই সম্মানটা আমার কাছে স্বপ্ন ছিল ৷ সারা জীবন অতিবাহিত হয়ে যায় ৷ কিন্তু, একজন ক্রীড়াবিদ অধিকাংশ সময়ে এই সম্মান অর্জন করতে পারেন না ৷ আমি খুশি যে, এই পুরস্কারের জন্য আমাকে বাছা হয়েছে ৷ এই সম্মান পাওয়াটা আমার কাছে স্বপ্নের মতো, কারণ সারা জীবন বাকিদের এই পুরস্কার নিতে দেখেছি ৷" তবে, পেসার হিসেবে চোট সবসময় শামির কেরিয়ারে বাধা সৃষ্টি করেছে ৷

যা নিয়ে শামি বলেন, "চোট খেলার একটা অংশ ৷ তবে, অনুরাগী এবং মানুষের ভালোবাসাটা খুব গুরুত্বপূর্ণ ৷ আমরা সবসময় চেষ্টা করি যত দ্রুত সম্ভব মাঠে ফেরার... সেটা আমাদের দল এবং আমাদের খেলোয়াড়দের জন্যও খুব ভালো ৷" উল্লেখ্য, এই মুহূর্তে চোটের কারণে জাতীয় দল থেকে বাইরে রয়েছেন মহম্মদ শামি ৷ বিশ্বকাপের পর আর ভারতের হয়ে মাঠে নামেননি গোড়ালির চোটের কারণে ৷ দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট দলে থাকলেও, চোট না সারায় খেলতে পারেননি ৷ এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টেও তাঁকে পাওয়া যাবে না বলে বিসিসিআই সূত্রে খবর ৷

আরও পড়ুন:

  1. ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের শুরুতে নেই শামি
  2. 14 মাস পর টি-20 আন্তর্জাতিকে প্রত্যাবর্তন অধিনায়ক রোহিতের, ফিরলেন বিরাটও
  3. রিকির দেড়শোয় পিছিয়ে পড়ল বাংলা, রঞ্জি ওপেনারে মনোজদের ঝুলিতে মাত্র এক পয়েন্ট
Last Updated : Jan 9, 2024, 12:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.