দুবাই, 15 সেপ্টেম্বর : বিরাট কোহলি শেষবার আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছেন গত মার্চে ৷ আমেদাবাদের ভারত-ইংল্য়ান্ড ম্যাচের পর কোনও টি-20 ম্যাচ খেলেনি টিম ইন্ডিয়া ৷ অর্থাৎ 6 মাস ধরে কোনও ম্যাচ না-খেলেও ব্যাটসম্যানদের মধ্যে আইসিসি টি-20 ব়্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলেন ক্যাপ্টেন কোহলি ৷ কিউয়ি ব্যাটসম্য়ান ডেভন কনওয়েকে পিছনে ফেলে চার নম্বরে উঠে আসেন বিরাট ৷
বুধবার প্রকাশিত আইসিসি টি-20 ব়্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এলেন ভারত অধিনায়ক ৷ 717 রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন কোহলি ৷ গত মার্চে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের পর ভারত আর কোনও সংক্ষিপ্ত ফর্ম্যাটের ম্যাচ খেলেনি ৷ তারপর থেকে ইংল্য়ন্ডের বিরুদ্ধে শুধু টেস্ট সিরিজ খেলে কোহলি অ্যান্ড কোং ৷ 841 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ড ব্যাটসম্যান ডেভিড মালান ৷ দুই ও তিন নম্বরে রয়েছেন যথাক্রমে পাক অধিনায়ক বাবর আজম ও অজি ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ ৷
আরও পড়ুন : কোভিড যোদ্ধাদের সন্মান জানাতে নাইটদের বিরুদ্ধে ব্লু জার্সি পড়ে নামবেন বিরাটরা
প্রথম দশে বিরাট ছাড়াও রয়েছেন আরও এক ভারতীয় ব্যাটসম্যান ৷ 699 রেটিং পয়েন্ট নিয়ে ছ' নম্বরে রয়েছেন লোকেশ রাহুল৷ তবে ব়্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে প্রোটিয়া ক্যাপ্টেন কুইন্টন ডি'ককের ৷ চার ধাপ এগিয়ে প্রথম দশে ঢুকে পড়েন তিনি ৷ 671 রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছেন ডি'কক ৷ এছাড়াও এক ধাপ এগিয়ে প্রথম দশে জায়গা করে নিয়েছেন আফগান ব্যাটসম্যান হাজরাতুল্লাহ জাজাই ৷
ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিয়ে ভারতের দু'জন থাকলেও প্রথম দশে নেই কোনও ভারতীয় বোলার ৷ শুধু ভারত নয়, কোনও পাকিস্তানি বোলারও নেই প্রথম দশে ৷ 775 রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের মধ্যে এক নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তাবরেজ সামসি ৷ আর দশ নম্বরে রয়েছেন কিউয়ি পেসার টিম সাউদি ৷