ETV Bharat / sports

West Indies vs India 2nd Test: ত্রিনিদাদের পাটা উইকেটে চতুর্থদিনে কঠিন পরীক্ষার সামনে ভারতীয় বোলাররা - ত্রিনিদাদের পাটা উইকেট

Indian Bowlers have A Tough Task in Trinidad: চলতি ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ 0-2 ফলাফলে জিততে ভারতের সামনে বাধা ত্রিনিদাদের পাটা উইকেট ৷ সেখানে পেস-স্যুইং এমনকী স্পিন কিছুই নেই ৷ ফলে দ্বিতীয় তথা শেষ টেস্ট জিততে এখন কঠিন লড়াই ভারতীয় বোলারদের সামনে ৷

West Indies vs India 2nd Test ETV BHARAT
West Indies vs India 2nd Test
author img

By

Published : Jul 23, 2023, 12:55 PM IST

ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো, 23 জুলাই: ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভারতের দ্বিতীয় টেস্ট ড্র হওয়ার দিকেই এগোচ্ছে ৷ ক্রিকেটের সামান্য জ্ঞান আছে এমন ব্যক্তিও ত্রিনিদাদের পাটা বাইশ গজ দেখে একথাই বলবেন ৷ ভারতের প্রথম ইনিংসে 438 রানের জবাবে তৃতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজ 5 উইকেট হারিয়ে 229 রান তুলেছে ৷ ক্যারিবিয়ান ব্যাটাররা এই পর্যন্ত 108 ওভার খেলে ফেলেছেন ৷ এই পরিস্থিতিতে চতুর্থদিনে দ্রুত বাকি 5 উইকেট না ফেলতে পারলে ম্যাচ অমীমাংসিত থেকে যাওয়ার সম্ভাবনা আরও বাড়বে ৷

এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ ভারতের প্রথম ইনিংসের থেকে 209 রান পিছনে ৷ চতুর্থদিনে বোলাররা যত দ্রুত উইকেট ফেলতে পারবেন, তত বেশি ম্যাচ জেতার সুযোগ থাকবে ভারতের কাছে ৷ তা না হলে দ্বিতীয় টেস্ট ড্র-এর দিকেই এগোবে বলে মনে করা হচ্ছে ৷ অন্যদিকে, অতিমানবীয় কিছু না হলে ভারতকে এই টেস্টে হারানো ওয়েস্ট ইন্ডিয়ানদের পক্ষে সম্ভব নয় ৷

তবে বোলারদের ধারাবাহিকতা ভারতীয় দলের কাছে সুখবর ৷ অশ্বিন এবং জাদেজার পাশাপাশি মহম্মদ সিরাজ, জয়দেব উনাদকট এবং মুকেশ কুমাররা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের দ্রুত রান তুলতে দেননি ৷ চতুর্থদিনে পিচ সামান্য হলেও ভাঙবে ৷ সেক্ষেত্রে অশ্বিন এবং জাদেজা উইকেট থেকে কিছুটা হলেও সাহায্য পেতে পারেন ৷ অন্তত টেল এন্ডারদের উইকেট তুলতে তা সাহায্য করবে ৷ এই মুহূর্তে ক্রিজে রয়েছেন অ্যালিক আথানাজে (37 রান) এবং জেসন হোল্ডার (11 রান) ৷

আরও পড়ুন: ক্যারিবিয়ান সফরে ‘কিং কোহলি', 5 বছর পর বিদেশের মাটিতে ‘বিরাট’ শতরান

এই দু’জনের উইকেট দ্রুত তুলতে পারলেই ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করা খুব একটা কঠিন কাজ হবে না ৷ সেক্ষেত্রে 150 বা তার বেশি রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তুলতে হবে ভারতকে ৷ তা না হলে ত্রিনিদাদের উইকেটে শেষদিনে 10 উইকেট তোলা কার্যত অসম্ভব ৷ তাই রোহিত শর্মাদের চেষ্টা থাকবে আজই ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত অল-আউট করা ৷ তার পর দ্রুত 150-200 রান তুলে, কার্লোস ব্র্যাথওয়েটদের ফের ব্যাট করতে পাঠানো ৷

কিন্তু, এত কিছুর মধ্যেও একটা চিন্তা রোহিত শর্মা এবং বাকি টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে ৷ তা হল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বৃষ্টি ৷ গতকাল তৃতীয় দিনের খেলা দু’বার বন্ধ হয়েছে বৃষ্টির কারণে ৷ ফলে মোট 23 ওভারের খেলা নষ্ট হয়েছে ৷ মাঝে দু’বার বলের আকৃতি বদলে যাওয়ায় তা বদল করতে হয় ৷ সেখানেও সময় নষ্ট হয়েছে ৷ ফলে চতুর্থদিনের খেলাতেও এইসব প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে ম্যাচ জেতার জন্য ঝাঁপাতে হবে রোহিত শর্মার দলকে ৷

ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো, 23 জুলাই: ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভারতের দ্বিতীয় টেস্ট ড্র হওয়ার দিকেই এগোচ্ছে ৷ ক্রিকেটের সামান্য জ্ঞান আছে এমন ব্যক্তিও ত্রিনিদাদের পাটা বাইশ গজ দেখে একথাই বলবেন ৷ ভারতের প্রথম ইনিংসে 438 রানের জবাবে তৃতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজ 5 উইকেট হারিয়ে 229 রান তুলেছে ৷ ক্যারিবিয়ান ব্যাটাররা এই পর্যন্ত 108 ওভার খেলে ফেলেছেন ৷ এই পরিস্থিতিতে চতুর্থদিনে দ্রুত বাকি 5 উইকেট না ফেলতে পারলে ম্যাচ অমীমাংসিত থেকে যাওয়ার সম্ভাবনা আরও বাড়বে ৷

এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ ভারতের প্রথম ইনিংসের থেকে 209 রান পিছনে ৷ চতুর্থদিনে বোলাররা যত দ্রুত উইকেট ফেলতে পারবেন, তত বেশি ম্যাচ জেতার সুযোগ থাকবে ভারতের কাছে ৷ তা না হলে দ্বিতীয় টেস্ট ড্র-এর দিকেই এগোবে বলে মনে করা হচ্ছে ৷ অন্যদিকে, অতিমানবীয় কিছু না হলে ভারতকে এই টেস্টে হারানো ওয়েস্ট ইন্ডিয়ানদের পক্ষে সম্ভব নয় ৷

তবে বোলারদের ধারাবাহিকতা ভারতীয় দলের কাছে সুখবর ৷ অশ্বিন এবং জাদেজার পাশাপাশি মহম্মদ সিরাজ, জয়দেব উনাদকট এবং মুকেশ কুমাররা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের দ্রুত রান তুলতে দেননি ৷ চতুর্থদিনে পিচ সামান্য হলেও ভাঙবে ৷ সেক্ষেত্রে অশ্বিন এবং জাদেজা উইকেট থেকে কিছুটা হলেও সাহায্য পেতে পারেন ৷ অন্তত টেল এন্ডারদের উইকেট তুলতে তা সাহায্য করবে ৷ এই মুহূর্তে ক্রিজে রয়েছেন অ্যালিক আথানাজে (37 রান) এবং জেসন হোল্ডার (11 রান) ৷

আরও পড়ুন: ক্যারিবিয়ান সফরে ‘কিং কোহলি', 5 বছর পর বিদেশের মাটিতে ‘বিরাট’ শতরান

এই দু’জনের উইকেট দ্রুত তুলতে পারলেই ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করা খুব একটা কঠিন কাজ হবে না ৷ সেক্ষেত্রে 150 বা তার বেশি রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তুলতে হবে ভারতকে ৷ তা না হলে ত্রিনিদাদের উইকেটে শেষদিনে 10 উইকেট তোলা কার্যত অসম্ভব ৷ তাই রোহিত শর্মাদের চেষ্টা থাকবে আজই ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত অল-আউট করা ৷ তার পর দ্রুত 150-200 রান তুলে, কার্লোস ব্র্যাথওয়েটদের ফের ব্যাট করতে পাঠানো ৷

কিন্তু, এত কিছুর মধ্যেও একটা চিন্তা রোহিত শর্মা এবং বাকি টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে ৷ তা হল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বৃষ্টি ৷ গতকাল তৃতীয় দিনের খেলা দু’বার বন্ধ হয়েছে বৃষ্টির কারণে ৷ ফলে মোট 23 ওভারের খেলা নষ্ট হয়েছে ৷ মাঝে দু’বার বলের আকৃতি বদলে যাওয়ায় তা বদল করতে হয় ৷ সেখানেও সময় নষ্ট হয়েছে ৷ ফলে চতুর্থদিনের খেলাতেও এইসব প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে ম্যাচ জেতার জন্য ঝাঁপাতে হবে রোহিত শর্মার দলকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.