ETV Bharat / sports

India-South Africa Boxing-Day Test : রাহুল-ময়াঙ্কদের দাপট, বক্সিং ডে টেস্টে বড় রানের পথে ভারত

ওপেনিং জুটিতে সফল ময়াঙ্ক আগরওয়াল এবং কেএল রাহুল ৷ দুই ব্যাটারের দাপটে মধ্যাহ্নভোজের বিরতির পরেই 100 রান পার করে ভারত ৷

author img

By

Published : Dec 26, 2021, 6:39 PM IST

Updated : Dec 26, 2021, 9:31 PM IST

India-South Africa Boxing-Day Test
ক্রিজে রাহুল-কোহলি

সেঞ্চুরিয়ন, 26 ডিসেম্বর : ওপেনারদের দাপটে বক্সিং ডে টেস্টের প্রথমদিন থেকেই দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরল ভারত ৷ লোকেশ রাহুলের সেঞ্চুরি ও ময়ঙ্ক আগরওয়ালের 60 রানের সুবাদে সেঞ্চুরিয়নে প্রথম দিনের শেষে 3 উইকেট হারিয়ে 272 রান তুলেছে ভারত ৷ অধিনায়ক বিরাট কোহলি 35 রানে ফিরলেও উইকেট আঁকড়ে পড়ে রয়েছেন লোকেশ রাহুল ৷ তাঁর সেঞ্চুরির সুবাদে বক্সিং ডে টেস্টের শুরুটা দারুণ করল ভারত ৷ 122 রান করে ক্রিজে রয়েছেন রাহুল ৷ 40 রানে অপরাজিত অজিঙ্ক রাহানে ৷ সাতটি উইকেট হাতে নিয়ে সেঞ্চুরিয়নে রানের পাহাড় গড়ার স্বপ্ন দেখাচ্ছেন ভারতীয় ব্যাটাররা ৷ রবিবারে প্রোটিয়াদের হয়ে একমাত্র সফল বোলার লুঙ্গি এনগিদি ৷ ভারতের তিনটে উইকেটই ঝুলিতে পুরেছেন এই ডানহাতি পেসার ৷

ওপেনিং জুটিতে সফল ময়াঙ্ক আগরওয়াল এবং কেএল রাহুল ৷ দুই ব্যাটারের দাপটে মধ্যাহ্নভোজের বিরতির পরেই 100 রান পার করেছিল ভারত ৷ শেষ পর্যন্ত ব্যক্তিগত 60 রানের মাথায় আউট হন ময়াঙ্ক ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এর আগেও সফল হয়েছিলেন ময়াঙ্ক ৷ 2019 সালে ভারতে সিরিজ খেলতে এসেছিল প্রোটিয়ারা ৷ তিনটি টেস্টে ময়াঙ্কের সংগ্রহ ছিল মোট 340 রান ৷ তাঁর মধ্যে বিশাখাপত্তনম টেস্টে দ্বিশতরান পেয়েছিলেন তিনি, সেঞ্চুরি করেছিলেন পুনে টেস্টেও ৷

আরও পড়ুন : 10 বছরে 'বিরাট' বিকাশ দেখে আপ্লুত দ্রাবিড়, প্রশংসায় ভাসালেন কোহলিকে

যদিও রাহুল-ময়াঙ্কের সাফল্যের দিনে আবার ব্যর্থ পূজারা-কোহলি ৷ এই নিয়ে চলতি বছরে তিনবার শূন্য রানে ড্রেসিংরুমে ফিরলেন পূজারা ৷ এনগিডির বলে আউট হন তিনি ৷ অন্যদিকে বড় রান করতে ব্যর্থ কোহলিও ৷ ব্যক্তিগত 35 রানের মাথায় আউট হন ভারত অধিনায়ক ৷

সেঞ্চুরিয়ন, 26 ডিসেম্বর : ওপেনারদের দাপটে বক্সিং ডে টেস্টের প্রথমদিন থেকেই দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরল ভারত ৷ লোকেশ রাহুলের সেঞ্চুরি ও ময়ঙ্ক আগরওয়ালের 60 রানের সুবাদে সেঞ্চুরিয়নে প্রথম দিনের শেষে 3 উইকেট হারিয়ে 272 রান তুলেছে ভারত ৷ অধিনায়ক বিরাট কোহলি 35 রানে ফিরলেও উইকেট আঁকড়ে পড়ে রয়েছেন লোকেশ রাহুল ৷ তাঁর সেঞ্চুরির সুবাদে বক্সিং ডে টেস্টের শুরুটা দারুণ করল ভারত ৷ 122 রান করে ক্রিজে রয়েছেন রাহুল ৷ 40 রানে অপরাজিত অজিঙ্ক রাহানে ৷ সাতটি উইকেট হাতে নিয়ে সেঞ্চুরিয়নে রানের পাহাড় গড়ার স্বপ্ন দেখাচ্ছেন ভারতীয় ব্যাটাররা ৷ রবিবারে প্রোটিয়াদের হয়ে একমাত্র সফল বোলার লুঙ্গি এনগিদি ৷ ভারতের তিনটে উইকেটই ঝুলিতে পুরেছেন এই ডানহাতি পেসার ৷

ওপেনিং জুটিতে সফল ময়াঙ্ক আগরওয়াল এবং কেএল রাহুল ৷ দুই ব্যাটারের দাপটে মধ্যাহ্নভোজের বিরতির পরেই 100 রান পার করেছিল ভারত ৷ শেষ পর্যন্ত ব্যক্তিগত 60 রানের মাথায় আউট হন ময়াঙ্ক ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এর আগেও সফল হয়েছিলেন ময়াঙ্ক ৷ 2019 সালে ভারতে সিরিজ খেলতে এসেছিল প্রোটিয়ারা ৷ তিনটি টেস্টে ময়াঙ্কের সংগ্রহ ছিল মোট 340 রান ৷ তাঁর মধ্যে বিশাখাপত্তনম টেস্টে দ্বিশতরান পেয়েছিলেন তিনি, সেঞ্চুরি করেছিলেন পুনে টেস্টেও ৷

আরও পড়ুন : 10 বছরে 'বিরাট' বিকাশ দেখে আপ্লুত দ্রাবিড়, প্রশংসায় ভাসালেন কোহলিকে

যদিও রাহুল-ময়াঙ্কের সাফল্যের দিনে আবার ব্যর্থ পূজারা-কোহলি ৷ এই নিয়ে চলতি বছরে তিনবার শূন্য রানে ড্রেসিংরুমে ফিরলেন পূজারা ৷ এনগিডির বলে আউট হন তিনি ৷ অন্যদিকে বড় রান করতে ব্যর্থ কোহলিও ৷ ব্যক্তিগত 35 রানের মাথায় আউট হন ভারত অধিনায়ক ৷

Last Updated : Dec 26, 2021, 9:31 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.