ETV Bharat / sports

বল হাতে হরমনের কামাল, ম্যাকগ্রাকে ফেরাতেই জয়ের গন্ধ ভারতীয় শিবিরে - India Women vs Australia Women Only Test

India Women's Fightback with Harmanpreet Kaur's Two Wickets: অস্ট্রেলিয়া মহিলা দলের বিরুদ্ধে একমাত্র টেস্টে তৃতীয়দিনের শেষে মোটামুটি সুবিধেজনক জায়গায় হরমনপ্রীত কৌররা ৷ তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে 46 রানে এগিয়ে ৷ তাদের স্কোর 5 উইকেটে 233 রান ৷

Image Courtesy: BCCI Women X
Image Courtesy: BCCI Women X
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2023, 9:54 PM IST

মুম্বই, 23 ডিসেম্বর: অস্ট্রেলিয়ার মহিলা দলের বিরুদ্ধে তৃতীয় দিনের খেলা শেষে সুবিধাজনক পরিস্থিতিতে ভারতের মেয়েরা ৷ দ্বিতীয় ইনিংসে 187 রানে পিছিয়ে থেকে খেলতে নেমে 233 রানে 5 উইকেট হারিয়ে চাপে রয়েছে অজিরা ৷ ভারতের প্রথম ইনিংসের থেকে এই মুহূর্তে 46 রানে এগিয়ে রয়েছেন 'হরমনপ্রীত কৌর অ্যান্ড কোং' ৷ শেষ দিনে দ্রুত অস্ট্রেলিয়াকে অল-আউট করাই এখন লক্ষ্য তাঁদের ৷ মেয়েদের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথমবার ভারতের সামনে অস্ট্রেলিয়াকে হারানোর সুযোগ রয়েছে হরমনপ্রীত-স্মৃতিদের ৷

তবে, ভারতীয় মহিলা দলকে ম্যাচে ফিরিয়েছেন অধিনায়ক হরমনপ্রীত নিজে ৷ তাঁর 9 ওভারে 23 রান দিয়ে 2 উইকেট ম্যাচ জেতার পরিস্থিতি তৈরি করেছে ৷ গতকালের 7 উইকেটে 376 রান থেকে দীপ্তি শর্মা (78) এবং পূজা বস্ত্রকার (47) তৃতীয় দিনের খেলা শুরু করেন ৷ তবে, সেখান থেকে 30 রান আরও যোগ করার পর ভারতীয় মহিলা দল 406 রানে অলআউট হয়ে যায় ৷ দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া শুরুটা ভালোই করেছিল ৷ একটা সময় ওয়াংখেড়ের উইকেট কঠিন মনে হলেও, তৃতীয় দিনে হঠাৎই ব্যাটিং স্বর্গ মনে হতে থাকে ৷

তবে, টেস্ট অভিষেক করা রিচা ঘোষের ম্যাচ সচেতনার জেরে রান আউট হন ব্রেথ মুনি (33) ৷ এর পরপরই লিচফিল্ডকে (18) প্যাভিলিয়নে ফেরান স্নেহ রানা ৷ কিন্তু, সেখান থেকে এলিস পেরি (45) এবং থালিয়া ম্যাকগ্রা (73) অস্ট্রেলিয়াকে ফের ম্যাচে ফিরিয়ে আনেন ৷ দু’জনে মিলে তৃতীয় উইকেটে 84 রানের পার্টনারশিপ করেন ৷ এখানেও পার্টনারশিপ ভাঙেন স্নেহ রানা ৷ এলিস পেরিকে উইকেট-কিপার যস্বতীকা ভাটিয়ার হাতে ক্যাচ আউট করান তিনি ৷ কিন্তু, ফের অজিরা পার্টনারশিপ গড়তে শুরু করেন ৷

তুরুপের সব তাস ব্যবহার করেও যখন সাফল্য আসেনি, তখন হরমনপ্রীত কৌর নিজে সেই দায়িত্ব নেন ৷ আর এসেই থালিয়া ম্যাকগ্রাকে তাঁর অফস্পিনের জালে জড়ান হরমনপ্রীত ৷ এর কিছুক্ষণের মধ্যেই অজি অধিনায়ক অ্যালিসা হেলিকে (32) লেগ বিফর করেন তিনি ৷ ভারতকে ফের ম্যাচে ফিরিয়ে আনেন তিনি ৷ দিনের শেষে অস্ট্রেলিয়া 5 উইকেট হারিয়ে 233 রান তুলেছে ৷ চতুর্থ দিনে ভারতকে যত দ্রুত সম্ভব বাকি 5 উইকেট তুলতে হবে ৷ এই মুহূর্তে 46 রানে এগিয়ে অস্ট্রেলিয়া ৷ ভারত চাইবে 150 রানের কমে অজিদের বেঁধে রাখতে ৷ তাহলে চতুর্থদিনে সেই রান তাড়া করে জেতা অনেকটাই সহজ হবে ৷

আরও পড়ুন:

  1. গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে মাঠের বাইরে সূর্যকুমার, আফগানদের বিরুদ্ধে নেই নয়া টি-20 অধিনায়ক
  2. আন্তর্জাতিক ক্রিকেটে অবসর ঘোষণা এলগারের, ভারতের বিরুদ্ধে শেষবার ব্যাট ধরবেন বাঁ-হাতি
  3. অভিষেক টেস্টে হাফ-সেঞ্চুরি রিচার, অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড হরমনপ্রীতদের

মুম্বই, 23 ডিসেম্বর: অস্ট্রেলিয়ার মহিলা দলের বিরুদ্ধে তৃতীয় দিনের খেলা শেষে সুবিধাজনক পরিস্থিতিতে ভারতের মেয়েরা ৷ দ্বিতীয় ইনিংসে 187 রানে পিছিয়ে থেকে খেলতে নেমে 233 রানে 5 উইকেট হারিয়ে চাপে রয়েছে অজিরা ৷ ভারতের প্রথম ইনিংসের থেকে এই মুহূর্তে 46 রানে এগিয়ে রয়েছেন 'হরমনপ্রীত কৌর অ্যান্ড কোং' ৷ শেষ দিনে দ্রুত অস্ট্রেলিয়াকে অল-আউট করাই এখন লক্ষ্য তাঁদের ৷ মেয়েদের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথমবার ভারতের সামনে অস্ট্রেলিয়াকে হারানোর সুযোগ রয়েছে হরমনপ্রীত-স্মৃতিদের ৷

তবে, ভারতীয় মহিলা দলকে ম্যাচে ফিরিয়েছেন অধিনায়ক হরমনপ্রীত নিজে ৷ তাঁর 9 ওভারে 23 রান দিয়ে 2 উইকেট ম্যাচ জেতার পরিস্থিতি তৈরি করেছে ৷ গতকালের 7 উইকেটে 376 রান থেকে দীপ্তি শর্মা (78) এবং পূজা বস্ত্রকার (47) তৃতীয় দিনের খেলা শুরু করেন ৷ তবে, সেখান থেকে 30 রান আরও যোগ করার পর ভারতীয় মহিলা দল 406 রানে অলআউট হয়ে যায় ৷ দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া শুরুটা ভালোই করেছিল ৷ একটা সময় ওয়াংখেড়ের উইকেট কঠিন মনে হলেও, তৃতীয় দিনে হঠাৎই ব্যাটিং স্বর্গ মনে হতে থাকে ৷

তবে, টেস্ট অভিষেক করা রিচা ঘোষের ম্যাচ সচেতনার জেরে রান আউট হন ব্রেথ মুনি (33) ৷ এর পরপরই লিচফিল্ডকে (18) প্যাভিলিয়নে ফেরান স্নেহ রানা ৷ কিন্তু, সেখান থেকে এলিস পেরি (45) এবং থালিয়া ম্যাকগ্রা (73) অস্ট্রেলিয়াকে ফের ম্যাচে ফিরিয়ে আনেন ৷ দু’জনে মিলে তৃতীয় উইকেটে 84 রানের পার্টনারশিপ করেন ৷ এখানেও পার্টনারশিপ ভাঙেন স্নেহ রানা ৷ এলিস পেরিকে উইকেট-কিপার যস্বতীকা ভাটিয়ার হাতে ক্যাচ আউট করান তিনি ৷ কিন্তু, ফের অজিরা পার্টনারশিপ গড়তে শুরু করেন ৷

তুরুপের সব তাস ব্যবহার করেও যখন সাফল্য আসেনি, তখন হরমনপ্রীত কৌর নিজে সেই দায়িত্ব নেন ৷ আর এসেই থালিয়া ম্যাকগ্রাকে তাঁর অফস্পিনের জালে জড়ান হরমনপ্রীত ৷ এর কিছুক্ষণের মধ্যেই অজি অধিনায়ক অ্যালিসা হেলিকে (32) লেগ বিফর করেন তিনি ৷ ভারতকে ফের ম্যাচে ফিরিয়ে আনেন তিনি ৷ দিনের শেষে অস্ট্রেলিয়া 5 উইকেট হারিয়ে 233 রান তুলেছে ৷ চতুর্থ দিনে ভারতকে যত দ্রুত সম্ভব বাকি 5 উইকেট তুলতে হবে ৷ এই মুহূর্তে 46 রানে এগিয়ে অস্ট্রেলিয়া ৷ ভারত চাইবে 150 রানের কমে অজিদের বেঁধে রাখতে ৷ তাহলে চতুর্থদিনে সেই রান তাড়া করে জেতা অনেকটাই সহজ হবে ৷

আরও পড়ুন:

  1. গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে মাঠের বাইরে সূর্যকুমার, আফগানদের বিরুদ্ধে নেই নয়া টি-20 অধিনায়ক
  2. আন্তর্জাতিক ক্রিকেটে অবসর ঘোষণা এলগারের, ভারতের বিরুদ্ধে শেষবার ব্যাট ধরবেন বাঁ-হাতি
  3. অভিষেক টেস্টে হাফ-সেঞ্চুরি রিচার, অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড হরমনপ্রীতদের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.