ডার্বি, 14 সেপ্টেম্বর: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে জয় ভারতীয় মহিলা দলের (ENG Women vs IND Women) ৷ অ্যামি জোন্সের ইংল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে (India Women Win by 8 Wickets) সিরিজে সমতা ফেরালেন হরমনপ্রীত কৌররা ৷ যে ম্যাচে ফের একবার নিজের সেরাটা দিলেন বাঁ হাতি ওপেনার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) ৷ তাঁর 53 বলে 79 রানের অপরাজিত ইনিংসে ভর করে ব্রিটিশ মহিলা ব্রিগেডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ভারতের মেয়েরা ৷ এ দিন প্রথমে ব্যাট করে ইংল্যান্ড 6 উইকেট হারিয়ে 142 রান করে ৷ জবাবে মাত্র 16.4 ওভারে 2 উইকেট হারিয়ে 146 রান তুলে ম্যাচ জিতে নেন স্মৃতি মন্ধানারা ৷ ম্যাচের সেরা হয়েছেন স্মৃতি ৷
এ দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যামি জোন্স ৷ কিন্তু, শুরুতেই ভারতীয় বোলারদের সামনে ভেঙে পড়েন ইংল্যান্ডের 2 ওপেনার ৷ আগের ম্যাচের সেরা সোফিয়া ডাঙ্কলে মাত্র 5 রানে দীপ্তি শর্মার বলে আউট হন ৷ এর পর ড্যানিয়েল ওয়্যাট 6 রানে আউট করেন রেণুকা সিং ৷ অ্যালিস ক্যাপসিও (4) রান আউট হয়ে ডাগ-আউটে ফিরে যান ৷ এর পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড ৷
তবে, লোয়ার মিডল অর্ডারে 6 ও 7 নম্বরে নামা মাইয়া বাউচার (26 বলে 34) এবং ফ্রেয়া কেম্প 51 রানে অপরাজিত ইনিংস খেলে ইংল্যান্ডকে 142 রান তুলতে সাহায্য করেন ৷ এ দিন ভারতের হয়ে সর্বোচ্চ 3 উইকেট নিয়েছে স্নেহ রানা ৷ পাশাপাশি রেণুকা সিং এবং দিপ্তী শর্মা 1টি করে উইকেট নিয়েছেন ৷
-
5⃣0⃣ for @mandhana_smriti - her 17th in T20Is! 👏 👏
— BCCI Women (@BCCIWomen) September 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
What a fine knock the #TeamIndia vice-captain is playing! 👍 👍
India move past hundred in the chase. 👌 👌
Follow the match ▶️ https://t.co/Xvs9EDrb2y #ENGvIND pic.twitter.com/QmpiFuNYgX
">5⃣0⃣ for @mandhana_smriti - her 17th in T20Is! 👏 👏
— BCCI Women (@BCCIWomen) September 13, 2022
What a fine knock the #TeamIndia vice-captain is playing! 👍 👍
India move past hundred in the chase. 👌 👌
Follow the match ▶️ https://t.co/Xvs9EDrb2y #ENGvIND pic.twitter.com/QmpiFuNYgX5⃣0⃣ for @mandhana_smriti - her 17th in T20Is! 👏 👏
— BCCI Women (@BCCIWomen) September 13, 2022
What a fine knock the #TeamIndia vice-captain is playing! 👍 👍
India move past hundred in the chase. 👌 👌
Follow the match ▶️ https://t.co/Xvs9EDrb2y #ENGvIND pic.twitter.com/QmpiFuNYgX
আরও পড়ুন: প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতের নেতৃত্বে শিখর ধাওয়ান!
143 রান তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটাররা শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন এ দিন ৷ শেফালি ভার্মা এবং স্মৃতি মন্ধানা শুরু থেকেই আক্রমণে যান ৷ শেফালি 17 বলে 20 রান করেন ৷ তিন নম্বরে দয়ালান হেমলতা 10 বল খেলে মাত্র 9 রান করে আউট হন ৷ তবে, উলটো দিকে স্মৃতি মন্ধানা তাঁর স্বাভাবিক গেম চালিয়ে যান ৷ তৃতীয় উইকেটে অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) (22 বলে 29 রানে অপরাজিত) এবং সহ-অধিনায়ক স্মৃতির 69 রানের পার্টনারশিপে ভর করে 20 বল বাকি থাকতে ম্যাচ জেতে ভারতীয় মহিলা দল ৷ এ দিনের জয়ের পর 3 ম্যাচের টি-20 সিরিজে 1-1 সমতা ফেরালো ভারত ৷ তৃতীয় তথা ফাইনাল ম্যাচ 15 সেপ্টেম্বর ভারতীয় সময় রাত 11টায় ৷
আরও পড়ুন: শর্তসাপেক্ষে স্বর্গোদ্যানে অনুষ্ঠিত হচ্ছে লেজেন্ডস লিগের জোড়া ম্যাচ