পাল্লেকেলে, 4 সেপ্টেম্বর: এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ পাকিস্তান ম্যাচে প্রথম একাদশে না-থাকলেও নেপালের বিরুদ্ধে দলে জায়গা পেলেন মহম্মদ শামি ৷ সোমবার সকালেই প্রথম সন্তানের জন্ম দিয়েছেন জসপ্রীত বুমরার স্ত্রী সঞ্জনা গণেশন ৷ স্ত্রী'র পাশে থাকতে নেপাল ম্যাচের আগে দেশে ফিরে গিয়েছেন স্পিডস্টার ৷ তাঁর পরিবর্তে জায়গায় প্রথম একাদশে ফিরেছেন শামি ৷ বাকি ভারতীয় দলে আর কোনও বদল করেনি টিম ম্যানেজমেন্ট ৷
যদিও টসের পরেই বৃষ্টি শুরু হয়েছে পাল্লেকেলেতে ৷ ফলে ম্যাচ সময়ে শুরু হওয়া নিয়ে সংশয় তৈরি হয় ৷ তবে, কিছুক্ষণের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে যায় ৷ তবে, আজও বৃষ্টির কারণে ভারতের ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তেমনটা হলে, দু’ম্যাচে 2 পয়েন্ট নিয়ে সুপার-ফোরে কোয়ালিফাই করে যাবে ভারত ৷ পাকিস্তান ইতিমধ্যেই পরের রাউন্ডে পৌঁছে গিয়েছে ৷
প্রথম ম্যাচে ভারত টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ৷ যেখানে শাহিন আফ্রিদি, হ্যারিস রউফদের সামনে ভারতের টপ-অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে ৷ মিডল-অর্ডারে ঈশান কিষাণ এবং হার্দিক পান্ডিয়া ভারতের ইনিংসের হাল ধরনে ৷ ভারত সেই ম্যাচে 266 রান অলআউট হয়ে যায় ৷ তবে, বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংসে এক বলও খেলা হয়নি ৷ তাই আজ সহজ প্রতিপক্ষ নেপালের বিরুদ্ধে ভারতের বোলিংকে পরীক্ষা করে নিতে চেয়েছেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় ৷
আরও পড়ুন: বাবা হলেন বুমরা, সন্তান কোলে এসে যশ বাড়ল জসপ্রীতের
টসে সে কথা বলতেও শোনা যায় রোহিতকে ৷ তিনি জানান, বোলিং নেওয়ার নির্দিষ্ট কোনও কারণ নেই ৷ তবে, শেষ ম্যাচে তারা ব্যাটিং করেছিলেন ৷ তাই এই ম্যাচে দলের বোলারদের আগে সুযোগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ আর এর মূলে অন্যতম কারণ বৃষ্টি ৷ আজও বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা রয়েছে ৷ উল্লেখ্য, বৃষ্টির কারণে সুপার-ফোরের সব ম্যাচ কলম্বোর স্টেডিয়াম থেকে পাল্লেকেলে, ডাম্বুলা এবং হাম্বানটোটায় সরিয়ে নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে ৷
একনজরে ভারতীয় একাদশ: রোহিত (অধিনায়ক), গিল, কোহলি, শ্রেয়স, ঈশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, জাদেজা, শার্দূল, কুলদীপ, শামি, সিরাজ,