ETV Bharat / sports

India vs South Africa: দ্বিতীয় টি 20তে 16 রানে জয়ী ভারত, প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম সিরিজ জয় - দক্ষণি আফ্রিকা

দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার টি20 সিরিজে হারাল ভারত (India vs South Africa) ৷ গুয়াহাটির হাই স্কোরিং দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের 16 রানে হারিয়েছেন রোহিত শর্মারা (India Win by 16 Runs Against South Africa) ৷ ম্যাচের সেরা হয়েছেন কেএল রাহুল (KL Rahul) ৷

India Win by 16 Runs Against South Africa in 2nd T20I
India Win by 16 Runs Against South Africa in 2nd T20I
author img

By

Published : Oct 3, 2022, 6:56 AM IST

গুয়াহাটি, 3 অক্টোবর: টি20 আন্তর্জাতিকে ইতিহাস তৈরি করল ভারত ৷ গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে দক্ষণি আফ্রিকাকে দ্বিতীয় টি20 ম্যাচে 16 রানে জিতল ভারতীয় দল (India Win by 16 Runs Against South Africa) ৷ সেই সঙ্গে প্রথমবার প্রোটিয়াসদের বিরুদ্ধে কোনও টি20 সিরিজ জিতল মেন ইন ব্লু (India vs South Africa) ৷ অন্যদিকে, বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের লো বাউন্সের উইকেটেও দুই ইনিংস মিলিয়ে 458 রান উঠল ৷

এদিন টস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা বোলিংয়ের সিদ্ধান্ত নেন ৷ কিন্তু, বোলারদের ব্যর্থতায় তা বুমেরাং হয়ে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকানদের সামনে ৷ প্রথমে ব্যাটে করে ভারত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 237 রান তোলে ৷ যেখানে দুই ওপেনার কেএল রাহুল 28 বলে 57 রান এবং অধিনায়ক রোহিত শর্মা 37 বলে 43 রান করেন ৷ তিন নম্বরে ব্যাট করতে নেমে বিরাট কোহলি 28 বলে 49 রানে অপরাজিত থাকেন ৷ আর প্রথম ম্যাচের সেরা সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) 22 বলে বিধ্বংসী 61 রানের ইনিংস খেলে রান আউট হন ৷ শেষে স্লগ ওভারে 7 বলে 17 রান করেন দীনেশ কার্তিক ৷

দক্ষিণ আফ্রিকার বোলরাদের ভুরিভুরি ফুলটস বল বাউন্ডারির বাইরে পাঠাতে ভুল করেননি বিরাট এবং সূর্য ৷ ভারতের ইনিংসে 14টি বাউন্ডারি ফুলটস বলে এসেছে ৷ দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কেবল বাঁ হাতি স্পিনার কেশব মহারাজ সফল হয়েছেন ৷ তিনি 4 ওভারে মাত্র 23 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন ৷

অন্যদিকে, 238 রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভালো করতে পারেনি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা ৷ প্রথম ওভার অধিনায়ক তেম্বা বাভুমা মেডেন খেলেন ৷ পরের ওভারে সেই চাপ রাখতে না পেরে মিড অফে আরশদীপ সিংয়ের বলে শূন্য রানে ক্যাচ আউট হন ৷ এর পর রাইলি রসৌ ওই ওভারেই শূন্য রানে প্যাভিলিয়নে ফেরে ৷ মাঝে এডেন মারক্রম 19 বলে 33 রান করেন ৷ একটা সময় দক্ষিণ আফ্রিকা 47 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ৷

আরও পড়ুন: 'সর্পবিঘ্নিত' ম্যাচে সূর্যস্নাত প্রোটিয়ারা, 'স্কাই'য়ের দাপটে রানের আকাশে ভারত

কিন্তু, ক্রিজে টিকে থাকা কুইন্টন ডি কক এবং মিডল অর্ডারে অভিজ্ঞ ডেভিড মিলার সেখান থেকে প্রোটিয়াদের ইনিংস সামলান ৷ মিলার মাত্র 47 বলে 106 রানে অপরাজিত ইনিংস খেলেন ৷ যে ইনিংসে 8টি বাইন্ডারি এবং 7টি ওভার বাইন্ডারি ছিল ৷ অন্যদিকে, কুইন্টন ডি কক স্লথ গতিতে ইনিংস শুরু করলেও, 48 রানে 69 রানে অপরাজিত থাকেন ৷ তবে, 238 রানের বিশাল স্কোর তাড়া করতে ব্যর্থ হয় দক্ষিণ আফ্রিকা ৷ 3 উইকেট হারিয়ে 221 রানে তাঁদের ইনিংস শেষ হয়ে যায় ৷ সেই সঙ্গে প্রথমবার ভারত দক্ষিণ আফ্রিকাকে টি20 সিরিজে হারাল ৷ ম্যাচের সেরা হয়েছেন কেএল রাহুল (KL Rahul) ৷ তৃতীয় তথা শেষ টি20 ম্যাচ আগামী 4 অক্টোবর ইন্দোরে ৷

গুয়াহাটি, 3 অক্টোবর: টি20 আন্তর্জাতিকে ইতিহাস তৈরি করল ভারত ৷ গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে দক্ষণি আফ্রিকাকে দ্বিতীয় টি20 ম্যাচে 16 রানে জিতল ভারতীয় দল (India Win by 16 Runs Against South Africa) ৷ সেই সঙ্গে প্রথমবার প্রোটিয়াসদের বিরুদ্ধে কোনও টি20 সিরিজ জিতল মেন ইন ব্লু (India vs South Africa) ৷ অন্যদিকে, বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের লো বাউন্সের উইকেটেও দুই ইনিংস মিলিয়ে 458 রান উঠল ৷

এদিন টস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা বোলিংয়ের সিদ্ধান্ত নেন ৷ কিন্তু, বোলারদের ব্যর্থতায় তা বুমেরাং হয়ে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকানদের সামনে ৷ প্রথমে ব্যাটে করে ভারত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 237 রান তোলে ৷ যেখানে দুই ওপেনার কেএল রাহুল 28 বলে 57 রান এবং অধিনায়ক রোহিত শর্মা 37 বলে 43 রান করেন ৷ তিন নম্বরে ব্যাট করতে নেমে বিরাট কোহলি 28 বলে 49 রানে অপরাজিত থাকেন ৷ আর প্রথম ম্যাচের সেরা সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) 22 বলে বিধ্বংসী 61 রানের ইনিংস খেলে রান আউট হন ৷ শেষে স্লগ ওভারে 7 বলে 17 রান করেন দীনেশ কার্তিক ৷

দক্ষিণ আফ্রিকার বোলরাদের ভুরিভুরি ফুলটস বল বাউন্ডারির বাইরে পাঠাতে ভুল করেননি বিরাট এবং সূর্য ৷ ভারতের ইনিংসে 14টি বাউন্ডারি ফুলটস বলে এসেছে ৷ দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কেবল বাঁ হাতি স্পিনার কেশব মহারাজ সফল হয়েছেন ৷ তিনি 4 ওভারে মাত্র 23 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন ৷

অন্যদিকে, 238 রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভালো করতে পারেনি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা ৷ প্রথম ওভার অধিনায়ক তেম্বা বাভুমা মেডেন খেলেন ৷ পরের ওভারে সেই চাপ রাখতে না পেরে মিড অফে আরশদীপ সিংয়ের বলে শূন্য রানে ক্যাচ আউট হন ৷ এর পর রাইলি রসৌ ওই ওভারেই শূন্য রানে প্যাভিলিয়নে ফেরে ৷ মাঝে এডেন মারক্রম 19 বলে 33 রান করেন ৷ একটা সময় দক্ষিণ আফ্রিকা 47 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ৷

আরও পড়ুন: 'সর্পবিঘ্নিত' ম্যাচে সূর্যস্নাত প্রোটিয়ারা, 'স্কাই'য়ের দাপটে রানের আকাশে ভারত

কিন্তু, ক্রিজে টিকে থাকা কুইন্টন ডি কক এবং মিডল অর্ডারে অভিজ্ঞ ডেভিড মিলার সেখান থেকে প্রোটিয়াদের ইনিংস সামলান ৷ মিলার মাত্র 47 বলে 106 রানে অপরাজিত ইনিংস খেলেন ৷ যে ইনিংসে 8টি বাইন্ডারি এবং 7টি ওভার বাইন্ডারি ছিল ৷ অন্যদিকে, কুইন্টন ডি কক স্লথ গতিতে ইনিংস শুরু করলেও, 48 রানে 69 রানে অপরাজিত থাকেন ৷ তবে, 238 রানের বিশাল স্কোর তাড়া করতে ব্যর্থ হয় দক্ষিণ আফ্রিকা ৷ 3 উইকেট হারিয়ে 221 রানে তাঁদের ইনিংস শেষ হয়ে যায় ৷ সেই সঙ্গে প্রথমবার ভারত দক্ষিণ আফ্রিকাকে টি20 সিরিজে হারাল ৷ ম্যাচের সেরা হয়েছেন কেএল রাহুল (KL Rahul) ৷ তৃতীয় তথা শেষ টি20 ম্যাচ আগামী 4 অক্টোবর ইন্দোরে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.