আমেদাবাদ, 6 ফেব্রুয়ারি : রোহিত শর্মার চওড়া ব্যাটে 1000তম ওয়ান ডে'তে ‘ক্যারিবিয়ান বধ’ ভারতের ৷ জেসন হোল্ডারদের দেওয়া 176 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভাল শুরু করেছিল রোহিত-কিষান জুটি ৷ ব্যক্তিগত 60 রানের মাথায় প্যাভিলিয়নে ফিরলেও জয়ের মঞ্চ গড়ে দিয়ে যান মুম্বইকর ৷ শেষপর্যন্ত 28 ওভারে 4 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত (India beat West Indies by 6 wickets) ৷
ক্যাপ্টেন্সি ছাড়ার পরে এই ম্যাচে শুধুমাত্র ব্যাটার হিসেবে মাঠে নেমেছিলেন কোহলি ৷ যদিও ফের একবার রান করতে ব্যর্থ বিরাট ৷ মাত্র 8 রান করেই ক্রিজ ছাড়লেন দেশের সদ্য প্রাক্তন অধিনায়ক ৷ ওপেনিংয়ে নেমে বড় রান করতে পারেননি ঈশান কিষানও ৷ 28 রান করে অ্যালেনের তালুবন্দী হয়ে ফেরেন তিনি ৷ মাত্র 11 রান করে রান আউট হন ঋষভ পন্থও ৷
-
A sparkling performance from India in their 1⃣0⃣0⃣0⃣th ODI 💥
— ICC (@ICC) February 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
They win the first match against West Indies by six wickets, taking a 1-0 series lead 👏#INDvWI | https://t.co/Bf4Z5gkR7N pic.twitter.com/0ExjX2tdTS
">A sparkling performance from India in their 1⃣0⃣0⃣0⃣th ODI 💥
— ICC (@ICC) February 6, 2022
They win the first match against West Indies by six wickets, taking a 1-0 series lead 👏#INDvWI | https://t.co/Bf4Z5gkR7N pic.twitter.com/0ExjX2tdTSA sparkling performance from India in their 1⃣0⃣0⃣0⃣th ODI 💥
— ICC (@ICC) February 6, 2022
They win the first match against West Indies by six wickets, taking a 1-0 series lead 👏#INDvWI | https://t.co/Bf4Z5gkR7N pic.twitter.com/0ExjX2tdTS
সেখান থেকে ম্যাচের হাল ধরেন সূর্যকুমার যাদব-দীপক হুডা ৷ ডেবিউ ম্যাচেই নজর কাড়লেন হুডা ৷ 26 রান করে অপরাজিত থাকলেন হরিয়ানার ব্যাটার ৷ 34 রান করলেন 'SKY' ৷ তাদের জুটিতেই অনায়াস জয় পকেটে পুরল ভারত ৷
আরও পড়ুন : ফের পিঙ্ক বল টেস্ট খেলবে ভারত, জানিয়ে দিলেন সৌরভ
বিরাট ক্যাপ্টেন্সি ছাড়ার পর থেকে কোহলি-রোহিত সম্পর্ক নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছিল ৷ এদিন সমস্ত গুঞ্জনে জল ঢালল এই জুটি ৷ রবিবাসরীয় ম্যাচে মোতেরা বারবার দেখল রোহিত-কোহলির যুগলবন্দি ৷ ব্যাটে ব্যর্থ হলেও বারবার ‘মেন ইন ব্লু’র নয়া নেতাকে সাহায্য করলেন প্রাক্তন ৷ যার দৌলতে মাত্র 176 রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ ৷ প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে আপাতত এগিয়ে গেল রাহুল দ্রাবিড়ের ছেলেরা ৷