ETV Bharat / sports

সূূর্য তেজের সাক্ষী জোহানেসবার্গ, স্কাইয়ের শতরানে প্রোটিয়াদের বিরুদ্ধে কঠিন টার্গেট রাখল ভারত - প্রোটিয়াদের বিরুদ্ধে লড়াকু টার্গেট রাখল ভারত

India vs South Africa: 7 উইকেট খুইয়ে তৃতীয় টি-20 তে 201 রানের টার্গেট দিল ভারত ৷ দুরন্ত শতরান করে সামনে থেকে নেতৃত্ব দিলেন সূর্যকুমার যাদব ৷

India vs South Africa
সূূর্য তেজের সাক্ষী জোহনাসবার্গ, যাদবের শতরানে প্রোটিয়াদের বিরুদ্ধে কঠিন টার্গেট রাখল ভারত
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 10:28 PM IST

জোহানেসবার্গ, 14 ডিসেম্বর: গত ম্যাচেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ৷ সিরিজের শেষ ম্যাচেও সূর্য তেজের সাক্ষী জোহানেসবার্গ ৷ পোর্ট এলিজাবেথে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই বৃহস্পতিবার শুরু করেন সূর্যকুমার যাদব ৷ এদিন শুরু থেকেই ব্যাটিংয়ে ঝড় তোলেন যশস্বী জয়সওয়াল ৷ 41 বলে 60 রানের ঝকঝকে ইনিংস সাজান 6টি চার 2টি ছক্কা দিয়ে ৷ শুভমন গিল এবং তিলক বর্মা দ্রুত প্যাভেলিয়নে ফিরলেও সূর্যর সঙ্গে তিনি গড়েন 112 রানের পার্টনারশিপ ৷ তবে সূর্য এদিন তাঁর তেজে ভস্ম করে দিলেন নান্দ্রে বার্গার, লিজাদ উইলিয়ামসদের ৷ তাবরাজ শামসি থেকে শুরু করে আন্দিলে ফেকলুকওহায়ো কেউই বাঁচাতে পারেননি তাঁর রোষ থেকে ৷

মাত্র 55 বলে এদিন নিজের শতরান পূর্ণ করেন সূর্যকুমার ৷ 7টি চার আর 8টি ছয় দিয়ে 181.82 স্ট্রাইক রেটে 100 রানের এই ইনিংস উপহার দেন তিনি ৷ যদিও শেষ পর্বে পরপর উইকেট পতনের জেরে ছবির ফিনিশিং টাচটা মধুরেন সমাপয়েৎ হল না ৷ বিশেষত, দক্ষিণ আফ্রিকান ব্যাটিং লাইনআপের সামনে কোনও স্কোরকেই নিরাপদ বলা যায় না ৷ তবে সূর্য দেখিয়ে দিলেন টি-20 তাঁর সঠিক বিচরণ ক্ষেত্র ৷ ওয়ান-ডে বিশ্বকাপ ফাইনালে তাঁর ব্যাটিং দেখে আশাহত হয়েছিলেন অনেকেই ৷ তবে টি-20 ফরম্যাটে সত্যিই সূর্য একমেবাদ্বিতীয়ম ৷

ভয়-ডর এড়িয়ে খোলা মনে যেভাবে একের পর এক দর্শনীয় শট খেলে গেলেন তিনি তা ক্রিকেটপ্রেমীদের মনে থেকে যাবে অনেক দিন ৷ বিশেষত দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনও ভারতীয় ব্যাটারের এমন আস্ফালন অনেকদিন দেখেননি ক্রীড়াপ্রেমীরা ৷ নির্ধারিত 20 ওভারে 7 উইকেট খুইয়ে ভারত এদিন সংগ্রহ করেছে 201 রান ৷ দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক দু'টি করে উইকেট শিকার করেন কেশব মহারাজ এবং উইলিয়ামস ৷ একটি করে উইকেট পেয়েছেন শামসি এবং বার্গার ৷

আরও পড়়ুন:

  1. টসে জিতে ফের বোলিংয়ের সিদ্ধান্ত মার্করামের, গত ম্যাচ হারলেও দলে পরিবর্তন করলেন না সূর্য
  2. ভারতের প্রথম মহিলা টেস্ট আম্পায়ার হিসাবে ইতিহাস বৃন্দার
  3. 'যতবার ভাবছি হতাশ লাগছে', বিশ্বকাপ হারের পর প্রথম ভিডিয়োবার্তায় বললেন রোহিত

জোহানেসবার্গ, 14 ডিসেম্বর: গত ম্যাচেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ৷ সিরিজের শেষ ম্যাচেও সূর্য তেজের সাক্ষী জোহানেসবার্গ ৷ পোর্ট এলিজাবেথে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই বৃহস্পতিবার শুরু করেন সূর্যকুমার যাদব ৷ এদিন শুরু থেকেই ব্যাটিংয়ে ঝড় তোলেন যশস্বী জয়সওয়াল ৷ 41 বলে 60 রানের ঝকঝকে ইনিংস সাজান 6টি চার 2টি ছক্কা দিয়ে ৷ শুভমন গিল এবং তিলক বর্মা দ্রুত প্যাভেলিয়নে ফিরলেও সূর্যর সঙ্গে তিনি গড়েন 112 রানের পার্টনারশিপ ৷ তবে সূর্য এদিন তাঁর তেজে ভস্ম করে দিলেন নান্দ্রে বার্গার, লিজাদ উইলিয়ামসদের ৷ তাবরাজ শামসি থেকে শুরু করে আন্দিলে ফেকলুকওহায়ো কেউই বাঁচাতে পারেননি তাঁর রোষ থেকে ৷

মাত্র 55 বলে এদিন নিজের শতরান পূর্ণ করেন সূর্যকুমার ৷ 7টি চার আর 8টি ছয় দিয়ে 181.82 স্ট্রাইক রেটে 100 রানের এই ইনিংস উপহার দেন তিনি ৷ যদিও শেষ পর্বে পরপর উইকেট পতনের জেরে ছবির ফিনিশিং টাচটা মধুরেন সমাপয়েৎ হল না ৷ বিশেষত, দক্ষিণ আফ্রিকান ব্যাটিং লাইনআপের সামনে কোনও স্কোরকেই নিরাপদ বলা যায় না ৷ তবে সূর্য দেখিয়ে দিলেন টি-20 তাঁর সঠিক বিচরণ ক্ষেত্র ৷ ওয়ান-ডে বিশ্বকাপ ফাইনালে তাঁর ব্যাটিং দেখে আশাহত হয়েছিলেন অনেকেই ৷ তবে টি-20 ফরম্যাটে সত্যিই সূর্য একমেবাদ্বিতীয়ম ৷

ভয়-ডর এড়িয়ে খোলা মনে যেভাবে একের পর এক দর্শনীয় শট খেলে গেলেন তিনি তা ক্রিকেটপ্রেমীদের মনে থেকে যাবে অনেক দিন ৷ বিশেষত দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনও ভারতীয় ব্যাটারের এমন আস্ফালন অনেকদিন দেখেননি ক্রীড়াপ্রেমীরা ৷ নির্ধারিত 20 ওভারে 7 উইকেট খুইয়ে ভারত এদিন সংগ্রহ করেছে 201 রান ৷ দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক দু'টি করে উইকেট শিকার করেন কেশব মহারাজ এবং উইলিয়ামস ৷ একটি করে উইকেট পেয়েছেন শামসি এবং বার্গার ৷

আরও পড়়ুন:

  1. টসে জিতে ফের বোলিংয়ের সিদ্ধান্ত মার্করামের, গত ম্যাচ হারলেও দলে পরিবর্তন করলেন না সূর্য
  2. ভারতের প্রথম মহিলা টেস্ট আম্পায়ার হিসাবে ইতিহাস বৃন্দার
  3. 'যতবার ভাবছি হতাশ লাগছে', বিশ্বকাপ হারের পর প্রথম ভিডিয়োবার্তায় বললেন রোহিত

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.