ETV Bharat / sports

Asia Cup 2023: ফের 'ভিলেন' বৃষ্টি, সোমবার রিজার্ভ ডে'তে গড়াল ভারত-পাক মহারণ - ভারত

পরিসংখ্যান বলছে, একদিনের আন্তর্জাতিক ম্যাচে এখনও পর্যন্ত 133 বার মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ৷ এশিয়া কাপের ফাইনালে ফের মুখোমুখি না-হলে বিশ্বকাপের আগে এটাই রোহিত-বাবরদের শেষ অফিসিয়াল মোলাকাত ৷

Etv Bharat
ফের 'ভিলেন' বৃ্ষ্টি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 2:35 PM IST

Updated : Sep 10, 2023, 9:35 PM IST

কলম্বো, 10 সেপ্টেম্বর: গ্রুপ পর্বের ম্যাচের পুনরাবৃত্তি সুপার ফোরেও ৷ বৃষ্টির গুঁতোয় রবিবাসরীয় কলম্বোয় নিষ্পত্তি হল না ভারত-পাক ম্যাচের ৷ যে বৃষ্টির জন্য ম্যাচ সরিয়ে আনা হয়েছিল কলম্বোয় ৷ সেই বৃষ্টি একই প্রতিযোগিতায় দ্বিতীয়বারের জন্য বিঘ্ন ঘটাল ভারত-পাক মহারণের ৷ যদিও এক্ষেত্রে রিজার্ভ-ডে থাকায় সুবিধে হয়েছে ৷ রবিবার প্রথমে ব্যাট করতে নেমে ভারত যেখানে শেষ করেছে, সেখান থেকেই শুরু হবে আগামিকালের খেলা ৷ এদিন বারকয়েক মাঠে পরিদর্শনের পর স্থানীয় সময় রাত পৌনে ন'টা নাগাদ ম্যাচ এদিনের মতো পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা ৷ বৃষ্টির জেরে বন্ধ হওয়ার আগে ভারত 2 উইকেটে হারিয়ে 147 রান তোলে ৷

প্রেমাদাসা স্টেডিয়ামে এদিন দুরন্ত শুরু করেছিল ভারত ৷ রোহিত শর্মা ও শুভমন গিলের ব্যাটে ক্রমশ চেপে বসছিল ‘মেন ইন ব্লু’ ৷ শুরু থেকেই মারমুখী মেজাজে খেলছিলেন গিল, রোহিত শুরু করেছিলেন ধীর গতিতে ৷ ক্রমশ গিয়ার বদলে তিনি চলে গেলেন পাওয়ার হিটিংয়ে ৷ দুই ওপেনারের অর্ধ-শতরানে 14 ওভারেই একশোর গন্ডি পেরিয়েছিল ‘রোহিত অ্যান্ড কোং’ ৷ যদিও পরপর ফেরেন দুই ব্যাটার ৷ রোহিতকে তুলে নেন শাদাব খান ৷ শাহিন আফ্রিদির বলে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন গিল ৷ পরপর দু’উইকেট হারিয়ে ধরে খেলার চেষ্টা করছিলেন বিরাট কোহলি ও কেএল রাহুল ৷ যদিও 24.1 ওভার খেলা হতেই বৃ্ষ্টির জেরে ম্যাচ বন্ধ হয়ে গেল কলম্বোয় ৷

মেগা ম্যাচে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল পাকিস্তান ৷ এদিন ভারতের একাদশে ফিরেছেন কেএল রাহুল ৷ প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল, তিনি ফিরলে ঈশানকে বসতে হবে ৷ কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে ঝাড়খণ্ডি তরুণের ব্যাটেই মুখরক্ষা হয়েছিল ভারতের ৷ ফলে তাঁকেও একাদশে রাখা হয়েছে ৷ একাদশের বাইরে যেতে হয় শ্রেয়স আইয়ারকে ৷ দলে ফিরেছেন জসপ্রীত বুমরাও ৷ পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচে নেই মহম্মদ শামি ৷ গ্রুপ লিগে ভারত-পাক ম্যাচ ফলাফলে না-পৌঁছলেও প্রকট হয়েছিল ‘মেন ইন ব্লু’র ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারা ৷ শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফের পেসে ছত্রাখান হয়ে গিয়েছিল ভারতের ব্যাটিং লাইন-আপ ৷ ফলে এদিন ফোকাসে থাকবে ভারতীয় ব্যাটিং লাইন-আপ ৷

Asia Cup 2023
রবিবাসরীয় লড়াইয়ে খানিকটা হলেও এগিয়ে পাকিস্তান

একনজরে ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ ৷

একনজরে পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফাখার জামান, ইমাম উল-হক, সলমন আলি আঘা, ইফতিকর আহমেদ, মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আসরাফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি এবং হ্যারিস রউফ ৷

আরও পড়ুন: সুখবর! বিশ্বকাপের আরও চার লক্ষ টিকিট ছাড়ছে বিসিসিআই; কখন কীভাবে পাবেন ?

পরিসংখ্যান বলছে, একদিনের আন্তর্জাতিক ম্যাচে এখনও পর্যন্ত 133 বার মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ৷ পাকিস্তান জিতেছে 73 বার, ভারত পাক 'বধ' করেছে 55 বার ৷ অক্টোবরে ক্রিকেট বিশ্বকাপ ৷ এশিয়া কাপকে তার প্রস্তুতি হিসেবেই দেখছে এশিয়ান জায়ান্টরা ৷ ফাইনালে ফের মুখোমুখি না-হলে বিশ্বকাপের আগে এটাই রোহিত-বাবরদের শেষ অফিসিয়াল মোলাকাত ৷

রবিবাসরীয় লড়াইয়ে খানিকটা হলেও এগিয়ে পাকিস্তান ৷ যদিও রোহিত-কোহলি সমৃদ্ধ ভারতকে কোনওভাবেই ব্য়াকফুটে বলা যাবে না ৷ ইতিমধ্যেই বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারত ৷ প্রায় একই দল বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে নামবে ৷ ফলে মাঠে নিজেদের সেরাটা দিতে বদ্ধপরিকর 'রোহিত অ্যান্ড কোং' ৷

আরও পড়ুন: সুপার ফোরেও শাহিনদের বিরুদ্ধে রোহিতদের ‘অ্যাসিড টেস্ট’

কলম্বো, 10 সেপ্টেম্বর: গ্রুপ পর্বের ম্যাচের পুনরাবৃত্তি সুপার ফোরেও ৷ বৃষ্টির গুঁতোয় রবিবাসরীয় কলম্বোয় নিষ্পত্তি হল না ভারত-পাক ম্যাচের ৷ যে বৃষ্টির জন্য ম্যাচ সরিয়ে আনা হয়েছিল কলম্বোয় ৷ সেই বৃষ্টি একই প্রতিযোগিতায় দ্বিতীয়বারের জন্য বিঘ্ন ঘটাল ভারত-পাক মহারণের ৷ যদিও এক্ষেত্রে রিজার্ভ-ডে থাকায় সুবিধে হয়েছে ৷ রবিবার প্রথমে ব্যাট করতে নেমে ভারত যেখানে শেষ করেছে, সেখান থেকেই শুরু হবে আগামিকালের খেলা ৷ এদিন বারকয়েক মাঠে পরিদর্শনের পর স্থানীয় সময় রাত পৌনে ন'টা নাগাদ ম্যাচ এদিনের মতো পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা ৷ বৃষ্টির জেরে বন্ধ হওয়ার আগে ভারত 2 উইকেটে হারিয়ে 147 রান তোলে ৷

প্রেমাদাসা স্টেডিয়ামে এদিন দুরন্ত শুরু করেছিল ভারত ৷ রোহিত শর্মা ও শুভমন গিলের ব্যাটে ক্রমশ চেপে বসছিল ‘মেন ইন ব্লু’ ৷ শুরু থেকেই মারমুখী মেজাজে খেলছিলেন গিল, রোহিত শুরু করেছিলেন ধীর গতিতে ৷ ক্রমশ গিয়ার বদলে তিনি চলে গেলেন পাওয়ার হিটিংয়ে ৷ দুই ওপেনারের অর্ধ-শতরানে 14 ওভারেই একশোর গন্ডি পেরিয়েছিল ‘রোহিত অ্যান্ড কোং’ ৷ যদিও পরপর ফেরেন দুই ব্যাটার ৷ রোহিতকে তুলে নেন শাদাব খান ৷ শাহিন আফ্রিদির বলে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন গিল ৷ পরপর দু’উইকেট হারিয়ে ধরে খেলার চেষ্টা করছিলেন বিরাট কোহলি ও কেএল রাহুল ৷ যদিও 24.1 ওভার খেলা হতেই বৃ্ষ্টির জেরে ম্যাচ বন্ধ হয়ে গেল কলম্বোয় ৷

মেগা ম্যাচে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল পাকিস্তান ৷ এদিন ভারতের একাদশে ফিরেছেন কেএল রাহুল ৷ প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল, তিনি ফিরলে ঈশানকে বসতে হবে ৷ কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে ঝাড়খণ্ডি তরুণের ব্যাটেই মুখরক্ষা হয়েছিল ভারতের ৷ ফলে তাঁকেও একাদশে রাখা হয়েছে ৷ একাদশের বাইরে যেতে হয় শ্রেয়স আইয়ারকে ৷ দলে ফিরেছেন জসপ্রীত বুমরাও ৷ পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচে নেই মহম্মদ শামি ৷ গ্রুপ লিগে ভারত-পাক ম্যাচ ফলাফলে না-পৌঁছলেও প্রকট হয়েছিল ‘মেন ইন ব্লু’র ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারা ৷ শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফের পেসে ছত্রাখান হয়ে গিয়েছিল ভারতের ব্যাটিং লাইন-আপ ৷ ফলে এদিন ফোকাসে থাকবে ভারতীয় ব্যাটিং লাইন-আপ ৷

Asia Cup 2023
রবিবাসরীয় লড়াইয়ে খানিকটা হলেও এগিয়ে পাকিস্তান

একনজরে ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ ৷

একনজরে পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফাখার জামান, ইমাম উল-হক, সলমন আলি আঘা, ইফতিকর আহমেদ, মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আসরাফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি এবং হ্যারিস রউফ ৷

আরও পড়ুন: সুখবর! বিশ্বকাপের আরও চার লক্ষ টিকিট ছাড়ছে বিসিসিআই; কখন কীভাবে পাবেন ?

পরিসংখ্যান বলছে, একদিনের আন্তর্জাতিক ম্যাচে এখনও পর্যন্ত 133 বার মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ৷ পাকিস্তান জিতেছে 73 বার, ভারত পাক 'বধ' করেছে 55 বার ৷ অক্টোবরে ক্রিকেট বিশ্বকাপ ৷ এশিয়া কাপকে তার প্রস্তুতি হিসেবেই দেখছে এশিয়ান জায়ান্টরা ৷ ফাইনালে ফের মুখোমুখি না-হলে বিশ্বকাপের আগে এটাই রোহিত-বাবরদের শেষ অফিসিয়াল মোলাকাত ৷

রবিবাসরীয় লড়াইয়ে খানিকটা হলেও এগিয়ে পাকিস্তান ৷ যদিও রোহিত-কোহলি সমৃদ্ধ ভারতকে কোনওভাবেই ব্য়াকফুটে বলা যাবে না ৷ ইতিমধ্যেই বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারত ৷ প্রায় একই দল বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে নামবে ৷ ফলে মাঠে নিজেদের সেরাটা দিতে বদ্ধপরিকর 'রোহিত অ্যান্ড কোং' ৷

আরও পড়ুন: সুপার ফোরেও শাহিনদের বিরুদ্ধে রোহিতদের ‘অ্যাসিড টেস্ট’

Last Updated : Sep 10, 2023, 9:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.