ETV Bharat / sports

Ajaz Patel : দশে দশ! লেকার-কুম্বলের সঙ্গে একাসনে ভারতীয় বংশোদ্ভূত আজাজ

author img

By

Published : Dec 4, 2021, 1:12 PM IST

Updated : Dec 4, 2021, 3:17 PM IST

ভারত-নিউজ়িল্যান্ড মুম্বই টেস্টে (india vs nz mumbai test) দশটি উইকেট ঝুলিতে পুরলেন আজাজ (Ajaz Patel takes 10 wicket) ৷ একইসঙ্গে অনিল কুম্বলে, জিম লেকারের সঙ্গে একাসনে বসলেন আজাজ ৷

Sports
Sports

মুম্বই, 4 ডিসেম্বর : মুম্বইতে জন্ম ৷ তার পর বাবা-মায়ের হাত ধরে নিউজল্যান্ডে পাড়ি ৷ পরবর্তী সময়ে সেখানকার নাগরিকত্ব লাভ ৷ বর্তমানে নিউজিল্যান্ড ক্রিকেট দলের বাঁ হাতি অর্থডক্স স্পিনার আজাজ প্যাটেল (Ajaz Patel) ৷ সেই আজাজ প্যাটেল এই মুহূর্তে শিরোনামে ৷ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক বিশ্ব রেকর্ড ছুঁলেন ভারতীয় এই বংশোদ্ভূত ৷ মুম্বই টেস্টের (india vs nz mumbai test) প্রথম ইনিংসে 10 উইকেট নিলেন আজাজ ৷ সেই সঙ্গে, জিম লেকার এবং অনিল কুম্বলের সঙ্গে একসারিতে চলে এলেন তিনি (Ajaz Patel takes 10 wicket) ৷

1956 সালে ম্যানচেস্টারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্য়াসেজে প্রথম ইনিংসে 10 উইকেট নেন জিম লেকার ৷ অজিদের মাত্র 84 রানে অল আউট করে দিয়েছিলেন এই ইংলিশম্যান ৷ তাঁর বোলিং পরিসংখ্যান ছিল 51.2 বলে 23টি মেডেনে 53 রানে 10 উইকেট ৷

আরও পড়ুন : IND vs NZ Mumbai Test : এক ইনিংসে 10 উইকেট আজাজের, প্রথম ইনিংসে 325 রান ভারতের

43 বছর পর 1999 সালে অনিল কুম্বলে দিল্লির ফিরোজ শা কোটলায় পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে এই অনন্য কীর্তি অর্জন করেন ৷ দ্বিতীয় ইনিংসে 420 রান তাড়া করতে নেমে অনিল কুম্বলের ঘূর্ণির সামনে ধরাশায়ী হয়ে যায় পাকিস্তান ব্যাটিং লাইনআপ ৷ 74 রান দিয়ে 10 উইকেট নেন ভারতীয় লেগি ৷ এ বার সেই তালিকায় নিজের নাম লেখালেন ভারতীয় বংশোদ্ভূত আজাজ প্যাটেল ৷ তাঁর বোলিং পরিসংখ্যান 47.5 ওভার 12টি মেডেন সহ 119 রানে 10 উইকেট ৷

আরও পড়ুন : India tour of South Africa : নির্ধারিত সূচি মেনেই টেস্ট, ওয়ান ডে সিরিজ় ; দক্ষিণ আফ্রিকায় টি-20 পরে খেলবেন বিরাটরা

কানপুর টেস্টের লো বাউন্স এবং টার্নিং উইকেটে সেভাবে প্রভাব ফেলতে পারেননি আজাজ ৷ কিন্তু, মুম্বইয়ের বাউন্সি উইকেটে, যেখানে পিচ থেকেও সাহায্য পাচ্ছিলেন কিউই স্পিনার ৷ সেখানে নিজের বাঁ হাতি অর্থডক্স স্পিনারের স্পিনের ভেলকি দেখা গেল ৷ প্রথমদিনে শুভমান, পূজারা, কোহলি এবং শ্রেয়সের উইকেট নেন তিনি ৷ যদিও বিরাট কোহলির আউট নিয়ে বিতর্ক রয়েছে ৷ তবে, গোটা দিনে বল হাতে প্রভাব দেখানো একমাত্র বোলার ছিলেন তিনি ৷

আরও পড়ুন : IND vs NZ Test : ওয়াংখেড়েতে ময়াঙ্কের সেঞ্চুরি ঢাকল ‘বিরাট’ ব্যর্থতা

আজ দ্বিতীয় দিনের শুরুতেও চেনা ছন্দে দেখা যায় আজাজকে ৷ দ্বিতীয় দিনের প্রথম স্পেলের প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেন তিনি ৷ প্রথমে ঋদ্ধিমান সাহাকে ব্যাকফুটে ঠেলে লেগ বিফোর করেন ৷ তার পরের বলেই অশ্বিনকে ফ্রন্ট ফুটে এনে বল টার্ন করিয়ে অফ স্টাম্প উড়িয়ে দেন আজাজ ৷ এর পর ভারতীয় ব্যাটাররা প্রতিরোধ গড়লেও, তা দীর্ঘস্থায়ী হয়নি ৷ ময়ঙ্ক আগরওয়াল ফিরতেই ভারতের ইনিংস ধসে পড়ে ৷ একে একে ভারতের সবক’টি উইকেট নিজের নামে করেন ৷ সেই সঙ্গে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে 10 উইকেট নেওয়া তিন নম্বর বোলার হিসেবে জায়গা করে নিলেন আজাজ ৷

মুম্বই, 4 ডিসেম্বর : মুম্বইতে জন্ম ৷ তার পর বাবা-মায়ের হাত ধরে নিউজল্যান্ডে পাড়ি ৷ পরবর্তী সময়ে সেখানকার নাগরিকত্ব লাভ ৷ বর্তমানে নিউজিল্যান্ড ক্রিকেট দলের বাঁ হাতি অর্থডক্স স্পিনার আজাজ প্যাটেল (Ajaz Patel) ৷ সেই আজাজ প্যাটেল এই মুহূর্তে শিরোনামে ৷ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক বিশ্ব রেকর্ড ছুঁলেন ভারতীয় এই বংশোদ্ভূত ৷ মুম্বই টেস্টের (india vs nz mumbai test) প্রথম ইনিংসে 10 উইকেট নিলেন আজাজ ৷ সেই সঙ্গে, জিম লেকার এবং অনিল কুম্বলের সঙ্গে একসারিতে চলে এলেন তিনি (Ajaz Patel takes 10 wicket) ৷

1956 সালে ম্যানচেস্টারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্য়াসেজে প্রথম ইনিংসে 10 উইকেট নেন জিম লেকার ৷ অজিদের মাত্র 84 রানে অল আউট করে দিয়েছিলেন এই ইংলিশম্যান ৷ তাঁর বোলিং পরিসংখ্যান ছিল 51.2 বলে 23টি মেডেনে 53 রানে 10 উইকেট ৷

আরও পড়ুন : IND vs NZ Mumbai Test : এক ইনিংসে 10 উইকেট আজাজের, প্রথম ইনিংসে 325 রান ভারতের

43 বছর পর 1999 সালে অনিল কুম্বলে দিল্লির ফিরোজ শা কোটলায় পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে এই অনন্য কীর্তি অর্জন করেন ৷ দ্বিতীয় ইনিংসে 420 রান তাড়া করতে নেমে অনিল কুম্বলের ঘূর্ণির সামনে ধরাশায়ী হয়ে যায় পাকিস্তান ব্যাটিং লাইনআপ ৷ 74 রান দিয়ে 10 উইকেট নেন ভারতীয় লেগি ৷ এ বার সেই তালিকায় নিজের নাম লেখালেন ভারতীয় বংশোদ্ভূত আজাজ প্যাটেল ৷ তাঁর বোলিং পরিসংখ্যান 47.5 ওভার 12টি মেডেন সহ 119 রানে 10 উইকেট ৷

আরও পড়ুন : India tour of South Africa : নির্ধারিত সূচি মেনেই টেস্ট, ওয়ান ডে সিরিজ় ; দক্ষিণ আফ্রিকায় টি-20 পরে খেলবেন বিরাটরা

কানপুর টেস্টের লো বাউন্স এবং টার্নিং উইকেটে সেভাবে প্রভাব ফেলতে পারেননি আজাজ ৷ কিন্তু, মুম্বইয়ের বাউন্সি উইকেটে, যেখানে পিচ থেকেও সাহায্য পাচ্ছিলেন কিউই স্পিনার ৷ সেখানে নিজের বাঁ হাতি অর্থডক্স স্পিনারের স্পিনের ভেলকি দেখা গেল ৷ প্রথমদিনে শুভমান, পূজারা, কোহলি এবং শ্রেয়সের উইকেট নেন তিনি ৷ যদিও বিরাট কোহলির আউট নিয়ে বিতর্ক রয়েছে ৷ তবে, গোটা দিনে বল হাতে প্রভাব দেখানো একমাত্র বোলার ছিলেন তিনি ৷

আরও পড়ুন : IND vs NZ Test : ওয়াংখেড়েতে ময়াঙ্কের সেঞ্চুরি ঢাকল ‘বিরাট’ ব্যর্থতা

আজ দ্বিতীয় দিনের শুরুতেও চেনা ছন্দে দেখা যায় আজাজকে ৷ দ্বিতীয় দিনের প্রথম স্পেলের প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেন তিনি ৷ প্রথমে ঋদ্ধিমান সাহাকে ব্যাকফুটে ঠেলে লেগ বিফোর করেন ৷ তার পরের বলেই অশ্বিনকে ফ্রন্ট ফুটে এনে বল টার্ন করিয়ে অফ স্টাম্প উড়িয়ে দেন আজাজ ৷ এর পর ভারতীয় ব্যাটাররা প্রতিরোধ গড়লেও, তা দীর্ঘস্থায়ী হয়নি ৷ ময়ঙ্ক আগরওয়াল ফিরতেই ভারতের ইনিংস ধসে পড়ে ৷ একে একে ভারতের সবক’টি উইকেট নিজের নামে করেন ৷ সেই সঙ্গে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে 10 উইকেট নেওয়া তিন নম্বর বোলার হিসেবে জায়গা করে নিলেন আজাজ ৷

Last Updated : Dec 4, 2021, 3:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.