ETV Bharat / sports

WTC Final Live : পঞ্চম দিনের শেষে 2 উইকেট হারিয়ে 32 রানে এগিয়ে ভারত - বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড

মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড
মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড
author img

By

Published : Jun 22, 2021, 2:52 PM IST

Updated : Jun 23, 2021, 2:52 AM IST

00:10 June 23

শেষ পঞ্চম দিনের খেলা ৷ ভারতের স্কোর 2 উইকেট হারিয়ে 64 রান ৷ 32 রানের লিড ৷

23:54 June 22

দ্বিতীয় ইনিংসে ভারতের দ্বিতীয় উইকেটের পতন ৷ টিম সাউদির বলে এলবিডব্লিউ হলেন রোহিত শর্মা (30) ৷

21:59 June 22

  • দ্বিতীয় ইনিংসে ভারতের প্রথম উইকেটের পতন ৷ টিম সাউদির বলে এলবিডব্লিউ হলেন শুভমন গিল (8) ৷

20:52 June 22

  • 249 রানে শেষ হল কিউয়িদের ইনিংস ৷ 32 রানের লিড নিল নিউজ়িল্যান্ড ৷

20:52 June 22

  • অল আউট নিউজ়িল্যান্ড ৷ রবীন্দ্র জাদেজার বলে বোল্ড টিম সাউদি ৷

20:41 June 22

  • নেল ওয়াগনারকে ফেরালেন অশ্বিন ৷ নিউজ়িল্য়ান্ডের ইনিংস শেষ করতে ভারতের দরকার মাত্র একটি উইকেট ৷

20:26 June 22

  • আউট উইলিয়ামসন ৷ ইশান্ত শর্মার বলে বিরাটের হাতে ক্যাচ দিলেন কিউয়ি অধিনায়ক ৷

19:54 June 22

  • রোজ বোলে ফের উইকেট নিলেন শামি ৷ এবার শিকার কাইল জেমিসন ৷

19:23 June 22

  • আউট কলিন ডি গ্রান্ডহোম ৷ মহম্মদ শামির বলে এলবিডব্লিউ হলেন এই কিউয়ি অলরাউন্ডার ৷

18:44 June 22

  • লাঞ্চের বিরতির পর শুরু খেলা ৷ ক্রিজে আছেন কেন উইলিয়ামসন ও কলিন ডি গ্রান্ডহোম

18:28 June 22

  • পঞ্চম দিনের লাঞ্চে নিউজ়িল্যান্ডের স্কোর 5 উইকেটে 135 ৷

18:28 June 22

  • আউট বিজে ওয়াটলিং ৷ শামির বলে ক্লিন বোল্ড হন তিনি ৷

18:26 June 22

  • আউট হেনরি নিকোলস ৷ ইশান্ত শর্মার বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট তহন নিকোলস ৷

17:16 June 22

  • ম্যাচে ফিরছে ভারত ৷ আউট রস টেলর (11) ৷ মহম্মদ শামির বলে শুভমন গিলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন রস টেলর ৷

16:05 June 22

  • সাউদাম্পটনে পরিষ্কার আকাশ ৷ শুরু হল খেলা ৷

15:00 June 22

  • ফের হালকা বৃষ্টি সাউদাম্পটনে, নির্ধারিত সময়ের 30 মিনিট পর শুরু হবে খেলা ৷

14:39 June 22

বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনের পর চতুর্থ দিনের খেলাও বৃষ্টির জন্য ভেস্তে যায় ৷ তবে আজ অর্থাৎ খেলার পঞ্চম দিন আকাশ মেঘমুক্ত ৷ নির্ধারিত সময়েই শুরু হতে পারে খেলা ৷ এখনও পর্যন্ত ভারতের 217 রানের জবাবে নিউজ়িল্যান্ড ব্যাটিং করছে 2 উইকেটে 101 রানে ৷ 

  • সাউদাম্পটনের আকাশ মেঘমুক্ত ৷ নির্ধারিত সময়েই খেলা শুরু হওয়ার কথা ৷ তবে মাঝেমঝ্যে হালকা বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে ইংল্যান্ডের আবহওয়া আফিস ৷

00:10 June 23

শেষ পঞ্চম দিনের খেলা ৷ ভারতের স্কোর 2 উইকেট হারিয়ে 64 রান ৷ 32 রানের লিড ৷

23:54 June 22

দ্বিতীয় ইনিংসে ভারতের দ্বিতীয় উইকেটের পতন ৷ টিম সাউদির বলে এলবিডব্লিউ হলেন রোহিত শর্মা (30) ৷

21:59 June 22

  • দ্বিতীয় ইনিংসে ভারতের প্রথম উইকেটের পতন ৷ টিম সাউদির বলে এলবিডব্লিউ হলেন শুভমন গিল (8) ৷

20:52 June 22

  • 249 রানে শেষ হল কিউয়িদের ইনিংস ৷ 32 রানের লিড নিল নিউজ়িল্যান্ড ৷

20:52 June 22

  • অল আউট নিউজ়িল্যান্ড ৷ রবীন্দ্র জাদেজার বলে বোল্ড টিম সাউদি ৷

20:41 June 22

  • নেল ওয়াগনারকে ফেরালেন অশ্বিন ৷ নিউজ়িল্য়ান্ডের ইনিংস শেষ করতে ভারতের দরকার মাত্র একটি উইকেট ৷

20:26 June 22

  • আউট উইলিয়ামসন ৷ ইশান্ত শর্মার বলে বিরাটের হাতে ক্যাচ দিলেন কিউয়ি অধিনায়ক ৷

19:54 June 22

  • রোজ বোলে ফের উইকেট নিলেন শামি ৷ এবার শিকার কাইল জেমিসন ৷

19:23 June 22

  • আউট কলিন ডি গ্রান্ডহোম ৷ মহম্মদ শামির বলে এলবিডব্লিউ হলেন এই কিউয়ি অলরাউন্ডার ৷

18:44 June 22

  • লাঞ্চের বিরতির পর শুরু খেলা ৷ ক্রিজে আছেন কেন উইলিয়ামসন ও কলিন ডি গ্রান্ডহোম

18:28 June 22

  • পঞ্চম দিনের লাঞ্চে নিউজ়িল্যান্ডের স্কোর 5 উইকেটে 135 ৷

18:28 June 22

  • আউট বিজে ওয়াটলিং ৷ শামির বলে ক্লিন বোল্ড হন তিনি ৷

18:26 June 22

  • আউট হেনরি নিকোলস ৷ ইশান্ত শর্মার বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট তহন নিকোলস ৷

17:16 June 22

  • ম্যাচে ফিরছে ভারত ৷ আউট রস টেলর (11) ৷ মহম্মদ শামির বলে শুভমন গিলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন রস টেলর ৷

16:05 June 22

  • সাউদাম্পটনে পরিষ্কার আকাশ ৷ শুরু হল খেলা ৷

15:00 June 22

  • ফের হালকা বৃষ্টি সাউদাম্পটনে, নির্ধারিত সময়ের 30 মিনিট পর শুরু হবে খেলা ৷

14:39 June 22

বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনের পর চতুর্থ দিনের খেলাও বৃষ্টির জন্য ভেস্তে যায় ৷ তবে আজ অর্থাৎ খেলার পঞ্চম দিন আকাশ মেঘমুক্ত ৷ নির্ধারিত সময়েই শুরু হতে পারে খেলা ৷ এখনও পর্যন্ত ভারতের 217 রানের জবাবে নিউজ়িল্যান্ড ব্যাটিং করছে 2 উইকেটে 101 রানে ৷ 

  • সাউদাম্পটনের আকাশ মেঘমুক্ত ৷ নির্ধারিত সময়েই খেলা শুরু হওয়ার কথা ৷ তবে মাঝেমঝ্যে হালকা বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে ইংল্যান্ডের আবহওয়া আফিস ৷
Last Updated : Jun 23, 2021, 2:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.