ETV Bharat / sports

তিন টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের পক্ষে সওয়াল কপিল দেবের - বিশ্ব চ্যাম্পিয়নশিপ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তিন ম্যাচের হওয়া উচিত বলে মনে করে বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব ৷ এর ফলে সব দলই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ভাল ক্রিকেট উপহার দেবে বলে মনে করেন তিনি ৷

india-vs-new-zealand-wtc-final-three-test-matches-would-have-been-ideal-says-kapil-dev
তিন টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের পক্ষে সওয়াল কপিল দেবের
author img

By

Published : May 27, 2021, 1:51 PM IST

হায়দরাবাদ, 27 মে : একটি মাত্র ম্যাচ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন বাছাই করা ঠিক নয় ৷ এমনটাই মনে করেন 1983’র বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব ৷ একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ তাঁর মতে, কোন দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হবে তা ঠিক করতে তিনটি টেস্ট ম্যাচ খেলা উচিত ৷ এর ফলে ফাইনাল দুই দলের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হবে ৷ যা একটি ম্যাচে কখনই সম্ভব নয় ৷

প্রসঙ্গত, সাউদাম্পটনে আগামী 18 জুলাই থেকে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড দল ৷ ওই সাক্ষাৎকারে কপিল দেব জানিয়েছেন, ‘‘এমন গুরুত্বপূর্ণ টাইটেলের বিজেতা নির্ধরাণের ক্ষেত্রে আমি একটার বেশি ম্যাচ আয়োজনের পক্ষে মত পোষণ করব ৷ অবশ্যই এখনকার দিনে একটি ম্যাচের জন্য প্রস্তুত হওয়া বড় কোনও বিষয় নয় ৷ তবে, সেখানকার আবহাওয়ায় (ইংল্যান্ড) কয়েকটি ম্যাচ খেললে তা সাহায্য করবে ৷ কিন্তু, সেটা কোনও অজুহাত হতে পারে না’’ ৷ তবে, সাধারণের জন্য ভাল ক্রিকেট ম্যাচ আয়োজন এবং টেস্ট ম্যাচকে জনপ্রিয় করতে আইসিসি’র এই উদ্যোগের প্রশংসা করেছেন কপিল দেব ৷

আরও পড়ুন : মহিলা ক্রিকেটারদের বেতন না পাওয়ার রির্পোট অযৌক্তিক,দাবি বিসিসিআইয়ের

তিনি জানিয়েছেন, টেস্ট ম্যাচকে জনপ্রিয় করে তুলতে আইসিসি এমন উদ্যোগ নিয়েছে ৷ এমনকি তিনি এও মনে করেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দর্শকরা ভাল ক্রিকেট উপভোগ করবেন ৷ এর পরেই তিনি যোগ করেন, ‘‘আমি মনে করি তিন-টেস্টের ফাইনাল হলে খুব ভাল হতো’’ ৷

হায়দরাবাদ, 27 মে : একটি মাত্র ম্যাচ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন বাছাই করা ঠিক নয় ৷ এমনটাই মনে করেন 1983’র বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব ৷ একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ তাঁর মতে, কোন দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হবে তা ঠিক করতে তিনটি টেস্ট ম্যাচ খেলা উচিত ৷ এর ফলে ফাইনাল দুই দলের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হবে ৷ যা একটি ম্যাচে কখনই সম্ভব নয় ৷

প্রসঙ্গত, সাউদাম্পটনে আগামী 18 জুলাই থেকে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড দল ৷ ওই সাক্ষাৎকারে কপিল দেব জানিয়েছেন, ‘‘এমন গুরুত্বপূর্ণ টাইটেলের বিজেতা নির্ধরাণের ক্ষেত্রে আমি একটার বেশি ম্যাচ আয়োজনের পক্ষে মত পোষণ করব ৷ অবশ্যই এখনকার দিনে একটি ম্যাচের জন্য প্রস্তুত হওয়া বড় কোনও বিষয় নয় ৷ তবে, সেখানকার আবহাওয়ায় (ইংল্যান্ড) কয়েকটি ম্যাচ খেললে তা সাহায্য করবে ৷ কিন্তু, সেটা কোনও অজুহাত হতে পারে না’’ ৷ তবে, সাধারণের জন্য ভাল ক্রিকেট ম্যাচ আয়োজন এবং টেস্ট ম্যাচকে জনপ্রিয় করতে আইসিসি’র এই উদ্যোগের প্রশংসা করেছেন কপিল দেব ৷

আরও পড়ুন : মহিলা ক্রিকেটারদের বেতন না পাওয়ার রির্পোট অযৌক্তিক,দাবি বিসিসিআইয়ের

তিনি জানিয়েছেন, টেস্ট ম্যাচকে জনপ্রিয় করে তুলতে আইসিসি এমন উদ্যোগ নিয়েছে ৷ এমনকি তিনি এও মনে করেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দর্শকরা ভাল ক্রিকেট উপভোগ করবেন ৷ এর পরেই তিনি যোগ করেন, ‘‘আমি মনে করি তিন-টেস্টের ফাইনাল হলে খুব ভাল হতো’’ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.