ETV Bharat / sports

Asia Cup 2023: শাকিব-তৌহিদের হাফ-সেঞ্চুরিতে ম্যাচে ফিরল বাংলাদেশ, রোহিতদের টার্গেট 266 রান - Tilak Varma

India Playing with Reserve Bench in Super Four Against Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদের খেলাচ্ছে ভারত ৷ এদিন ভারতের হয়ে ওডিআই ক্রিকেটে অভিষেক করলেন তরুণ বাঁ-হাতি মিডল-অর্ডার ব্যাটার তীলক বর্মা ৷ শুরুতেই কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ ৷ তবে শাকিবে ব্যাটে লড়াইয়ে ফেরার চেষ্টা টাইগারদের ৷

Image Courtesy: BCCI Twitter/X
Image Courtesy: BCCI Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 3:10 PM IST

Updated : Sep 15, 2023, 6:56 PM IST

কলম্বো, 15 সেপ্টেম্বর: প্রাথমিক ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল বাংলাদেশ ৷ অধিনায়ক শাকিব আল হাসান এবং তৌহিদ হৃদয়ের হাফ-সেঞ্চুরিতে ভর করে লড়াইয়ে ফিরল বাংলাদেশ ৷ শার্দূল ঠাকুরের বলে আউট হওয়ার আগে সাকিব 80 রান করেন ৷ তৌহিদ হৃদয় 54 রান করেছেনে ৷ এর পর নাসুম আহমেদ (44) এবং মেহেদি হাসান (29 রানে অপরাজিত) বাংলাদেশকে আড়াইশোর উপরে নিয়ে যান ৷ বাংলাদেশ 50 ওভারে 8 উইকেট হারিয়ে 265 রান করেছে ৷ ভারতের হয়ে শার্দূল 3টি, শামি 2টি এবং অক্ষর, প্রসিদ্ধ এবং জাদেজা একটি করে উইকেট নিয়েছেন ৷

এ দিন বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপ সুপার ফোরের নিয়মরক্ষার ম্যাচে রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা করে নিচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্ট ৷ তাই বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজকে বিশ্রাম দিল ভারত ৷ বদলে সূর্যকুমার যাদব, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলানো হয়েছে ৷ আজ ওয়ান ডে ক্রিকেটে অভিষেক করছেন তীলক বর্মা ৷ অধিনায়ক রোহিত শর্মা তাঁকে ম্যাচ-ক্যাপ পরিয়ে দেন ৷

শ্রীলঙ্কার বিরুদ্ধে আগের ম্যাচে জিতে টেবিল-টপার হিসেবে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছিল ভারত ৷ আগামী রবিবার কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধেই ফাইনাল খেলবেন রোহিতরা ৷ তার আগে আজ বাংলাদেশের বিরুদ্ধে দলের রিজার্ভ বেঞ্চকে যে খেলানো হবে, তা আগেই থেকে আন্দাজ করা গিয়েছিল ৷ সেই মতো এদিন 5টি পরিবর্তন করেছেন কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা ৷ বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ার মতো প্রথম একাদশের অটোমেটিক চয়েস ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে সদ্য কামব্যাক করা জসপ্রীত বুমরাকেও বিশ্রাম দেওয়া হয়েছে ৷

আজ বাংলাদেশের হয়ে ভারতের জার্সিতে অভিষেক করলেন তীলক বর্মা ৷ অধিনায়ক রোহিত নিজে তাঁকে ম্যাচ-ক্যাপ পরিয়ে দেন এ দিন ৷ উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জাতীয় দলের হয়ে টি-20 অভিষেক করেছিলেন ৷ এ বার এশিয়া কাপের মঞ্চে ওয়ান-ডে অভিষেক করলেন মুম্বইয়ের এই ক্রিকেটার ৷ চার নম্বরে তাঁকে খেলানো হয়েছে ৷ অন্যদিকে, সূর্যকুমার যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণা আজ প্রথমবার এই টুর্নামেন্টে খেলতে নামলেন ৷

আরও পড়ুন: মাদ্রিদেও দাদাগিরি! বাংলা-লা লিগা মউ স্বাক্ষরের মঞ্চে মধ্যমণি মহারাজ

তবে, শ্রেয়স আইয়ারকে আজও খেলায়নি টিম ম্যানেজমেন্ট ৷ প্রায় তিনদিন বিশ্রামে থাকার পর, গতকাল টিমের সঙ্গে নেট সেশন করেন তিনি ৷ পিঠের ড্রিল ও ফিল্ডিংও করতে দেখা যায় তাঁকে ৷ ফলে মনে করা হচ্ছিল আজ তাঁকে খেলানো হতে পারে ৷ তবে, বিশ্বকাপের আগে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ ম্যানেজমেন্ট ৷

কলম্বো, 15 সেপ্টেম্বর: প্রাথমিক ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল বাংলাদেশ ৷ অধিনায়ক শাকিব আল হাসান এবং তৌহিদ হৃদয়ের হাফ-সেঞ্চুরিতে ভর করে লড়াইয়ে ফিরল বাংলাদেশ ৷ শার্দূল ঠাকুরের বলে আউট হওয়ার আগে সাকিব 80 রান করেন ৷ তৌহিদ হৃদয় 54 রান করেছেনে ৷ এর পর নাসুম আহমেদ (44) এবং মেহেদি হাসান (29 রানে অপরাজিত) বাংলাদেশকে আড়াইশোর উপরে নিয়ে যান ৷ বাংলাদেশ 50 ওভারে 8 উইকেট হারিয়ে 265 রান করেছে ৷ ভারতের হয়ে শার্দূল 3টি, শামি 2টি এবং অক্ষর, প্রসিদ্ধ এবং জাদেজা একটি করে উইকেট নিয়েছেন ৷

এ দিন বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপ সুপার ফোরের নিয়মরক্ষার ম্যাচে রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা করে নিচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্ট ৷ তাই বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজকে বিশ্রাম দিল ভারত ৷ বদলে সূর্যকুমার যাদব, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলানো হয়েছে ৷ আজ ওয়ান ডে ক্রিকেটে অভিষেক করছেন তীলক বর্মা ৷ অধিনায়ক রোহিত শর্মা তাঁকে ম্যাচ-ক্যাপ পরিয়ে দেন ৷

শ্রীলঙ্কার বিরুদ্ধে আগের ম্যাচে জিতে টেবিল-টপার হিসেবে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছিল ভারত ৷ আগামী রবিবার কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধেই ফাইনাল খেলবেন রোহিতরা ৷ তার আগে আজ বাংলাদেশের বিরুদ্ধে দলের রিজার্ভ বেঞ্চকে যে খেলানো হবে, তা আগেই থেকে আন্দাজ করা গিয়েছিল ৷ সেই মতো এদিন 5টি পরিবর্তন করেছেন কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা ৷ বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ার মতো প্রথম একাদশের অটোমেটিক চয়েস ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে সদ্য কামব্যাক করা জসপ্রীত বুমরাকেও বিশ্রাম দেওয়া হয়েছে ৷

আজ বাংলাদেশের হয়ে ভারতের জার্সিতে অভিষেক করলেন তীলক বর্মা ৷ অধিনায়ক রোহিত নিজে তাঁকে ম্যাচ-ক্যাপ পরিয়ে দেন এ দিন ৷ উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জাতীয় দলের হয়ে টি-20 অভিষেক করেছিলেন ৷ এ বার এশিয়া কাপের মঞ্চে ওয়ান-ডে অভিষেক করলেন মুম্বইয়ের এই ক্রিকেটার ৷ চার নম্বরে তাঁকে খেলানো হয়েছে ৷ অন্যদিকে, সূর্যকুমার যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণা আজ প্রথমবার এই টুর্নামেন্টে খেলতে নামলেন ৷

আরও পড়ুন: মাদ্রিদেও দাদাগিরি! বাংলা-লা লিগা মউ স্বাক্ষরের মঞ্চে মধ্যমণি মহারাজ

তবে, শ্রেয়স আইয়ারকে আজও খেলায়নি টিম ম্যানেজমেন্ট ৷ প্রায় তিনদিন বিশ্রামে থাকার পর, গতকাল টিমের সঙ্গে নেট সেশন করেন তিনি ৷ পিঠের ড্রিল ও ফিল্ডিংও করতে দেখা যায় তাঁকে ৷ ফলে মনে করা হচ্ছিল আজ তাঁকে খেলানো হতে পারে ৷ তবে, বিশ্বকাপের আগে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ ম্যানেজমেন্ট ৷

Last Updated : Sep 15, 2023, 6:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.