ETV Bharat / sports

IND vs AUS 4th Test: 'বিরাট' ইনিংসে ভর করে চতুর্থদিন ভারতের নিয়ন্ত্রণে আমেদাবাদ টেস্ট - শুভমন গিল

বিরাট কোহলির 28 তম সেঞ্চুরিতে আমেদাবাদ টেস্টে সুবিধাজনক জায়গায় ভারত (IND vs AUS 4th Test) ৷ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের থেকে আর কিছু রান দূরে রয়েছেন রোহিত শর্মারা ৷

IND vs AUS 4th Test ETV BHARAT
IND vs AUS 4th Test
author img

By

Published : Mar 12, 2023, 2:44 PM IST

আমেদাবাদ, 12 মার্চ: গতকালের দিনটা যদি হয়ে থাকে শুভমন গিলের ৷ তবে রবিবার অর্থাৎ, মোতেরা টেস্টের চতুর্থ দিনটা শুধুমাত্র বিরাট কোহলির ৷ প্রায় সাড়ে তিন বছর পর টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করলেন তিনি ৷ আর জোড়া সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমেদাবাদ টেস্টে সুবিধাজনক জায়গায় ভারত ৷ চতুর্থদিনের শুরুতে রবীন্দ্র জাদেজার (28) উইকেট হারালেও, শ্রীকর ভরত (44)-কে সঙ্গে নিয়ে ভারতের ইনিংস টানলেন বিরাট (Virat Kohli) ৷ ভরতের সঙ্গে পঞ্চম উইকেটে 83 রানের পার্টনারশিপ করেন তিনি ৷ এই মুহূর্তে বিরাট এবং অক্ষর ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন ৷ চা-বিরতিতে ভারত 5 উইকেট হারিয়ে 472 রান করেছে (India vs Australia 4th Test Day 4) ৷

দিনের শুরুতে উইকেটে টিকে থেকে খেলা শুরু করেন বিরাট এবং জাদেজা ৷ দু’জনে মিলে প্রথম একঘণ্টা ক্রিজে কাটিয়ে দেন ৷ কিন্তু, রবীন্দ্র জাদেজা টড মার্ফির বলে ক্যাচ আউট হন ৷ এরপর কেএস ভরতের সঙ্গে বিরাট ইনিংস এগিয়ে নিয়ে যান ৷ এদিন টেস্ট কেরিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি থেকে মাত্র 6 রান দূরে ভরতের ইনিংস থেমে যায় ৷ 88 বলে 2টি চার ও 3টি ছয় মেরে 44 রান করেন তিনি ৷ তবে, অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের 480 রানের জবাব দিচ্ছেন বিরাট ৷

আরও পড়ুন: 1206 দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে 28তম টেস্ট সেঞ্চুরি বিরাটের

অক্ষর প্যাটেল সঙ্গে এদিন মাত্র 71 বলে 50 রানের পার্টনারশিপ করেন বিরাট কোহলি ৷ উল্লেখ্য, আমেদাবাদ টেস্টে প্রথম থেকে ষষ্ঠ, প্রতি উইকেটে কমপক্ষে 50 রানের পার্টনারশিপ গড়েছেন ভারতীয় ব্যাটাররা ৷ যে পার্টনারশিপে শুভমন গিল এবং বিরাট কোহলির ইনিংস রয়েছে ৷ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের থেকে আর সামান্য কিছু রান দূরে রয়েছে ভারত ৷ সেই রান পার করে যত বেশি সম্ভব লিড নেওয়াই বিরাটদের লক্ষ্য ৷ তবে, ভারতের জন্য একটি খারাপ খবর আছে ৷ গতকাল থেকেই পিঠের থেকে ব্যাথা অনুভব করছিলেন শ্রেয়স আইয়ার ৷ তাঁর পিঠের স্ক্যান করানো হয়েছে ৷ তাঁকে নজরদারিতে রেখেছেন টিম ফিজিও ৷ ফলে এখনও পর্যন্ত শ্রেয়স ব্যাট করতে নামেননি ৷ তাঁর স্ক্যান রিপোর্ট কী আসে, তার উপর নির্ভর করছে শ্রেয়সের এই ম্যাচে খেলার বিষয়টি ৷

আমেদাবাদ, 12 মার্চ: গতকালের দিনটা যদি হয়ে থাকে শুভমন গিলের ৷ তবে রবিবার অর্থাৎ, মোতেরা টেস্টের চতুর্থ দিনটা শুধুমাত্র বিরাট কোহলির ৷ প্রায় সাড়ে তিন বছর পর টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করলেন তিনি ৷ আর জোড়া সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমেদাবাদ টেস্টে সুবিধাজনক জায়গায় ভারত ৷ চতুর্থদিনের শুরুতে রবীন্দ্র জাদেজার (28) উইকেট হারালেও, শ্রীকর ভরত (44)-কে সঙ্গে নিয়ে ভারতের ইনিংস টানলেন বিরাট (Virat Kohli) ৷ ভরতের সঙ্গে পঞ্চম উইকেটে 83 রানের পার্টনারশিপ করেন তিনি ৷ এই মুহূর্তে বিরাট এবং অক্ষর ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন ৷ চা-বিরতিতে ভারত 5 উইকেট হারিয়ে 472 রান করেছে (India vs Australia 4th Test Day 4) ৷

দিনের শুরুতে উইকেটে টিকে থেকে খেলা শুরু করেন বিরাট এবং জাদেজা ৷ দু’জনে মিলে প্রথম একঘণ্টা ক্রিজে কাটিয়ে দেন ৷ কিন্তু, রবীন্দ্র জাদেজা টড মার্ফির বলে ক্যাচ আউট হন ৷ এরপর কেএস ভরতের সঙ্গে বিরাট ইনিংস এগিয়ে নিয়ে যান ৷ এদিন টেস্ট কেরিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি থেকে মাত্র 6 রান দূরে ভরতের ইনিংস থেমে যায় ৷ 88 বলে 2টি চার ও 3টি ছয় মেরে 44 রান করেন তিনি ৷ তবে, অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের 480 রানের জবাব দিচ্ছেন বিরাট ৷

আরও পড়ুন: 1206 দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে 28তম টেস্ট সেঞ্চুরি বিরাটের

অক্ষর প্যাটেল সঙ্গে এদিন মাত্র 71 বলে 50 রানের পার্টনারশিপ করেন বিরাট কোহলি ৷ উল্লেখ্য, আমেদাবাদ টেস্টে প্রথম থেকে ষষ্ঠ, প্রতি উইকেটে কমপক্ষে 50 রানের পার্টনারশিপ গড়েছেন ভারতীয় ব্যাটাররা ৷ যে পার্টনারশিপে শুভমন গিল এবং বিরাট কোহলির ইনিংস রয়েছে ৷ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের থেকে আর সামান্য কিছু রান দূরে রয়েছে ভারত ৷ সেই রান পার করে যত বেশি সম্ভব লিড নেওয়াই বিরাটদের লক্ষ্য ৷ তবে, ভারতের জন্য একটি খারাপ খবর আছে ৷ গতকাল থেকেই পিঠের থেকে ব্যাথা অনুভব করছিলেন শ্রেয়স আইয়ার ৷ তাঁর পিঠের স্ক্যান করানো হয়েছে ৷ তাঁকে নজরদারিতে রেখেছেন টিম ফিজিও ৷ ফলে এখনও পর্যন্ত শ্রেয়স ব্যাট করতে নামেননি ৷ তাঁর স্ক্যান রিপোর্ট কী আসে, তার উপর নির্ভর করছে শ্রেয়সের এই ম্যাচে খেলার বিষয়টি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.