ETV Bharat / sports

রায়পুরে টস জিতে বল অজিদের, বিদ্যুৎ-বিঘ্নিত ম্যাচেই কি সিরিজ ভারতের ? - ভারত

India Vs Australia 4th T20I Match: লক্ষাধিক টাকা বকেয়া ৷ সেই কারণে বহুদিন আগেই স্টেডিয়ামের বিদ্য়ুৎ সংযোগ ছিন্ন করেছে সংশ্লিষ্ট দফতর ৷ ভারত ও অস্ট্রেলিয়ার চতুর্থ টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে জেনারেটরের ফ্লাডলাইটের আলোয় ৷ বিদ্যুৎ বিঘ্নিত ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক ট্র্যাভিস হেড ।

Etv Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 7:03 PM IST

Updated : Dec 1, 2023, 7:45 PM IST

রায়পুর, 1 ডিসেম্বর: বকেয়া বিদ্যুৎ বিল মেটায়নি রায়পুরের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ৷ তাই সংযোগ কেটে দিয়েছে বিদ্যুৎ বিভাগ ৷ 3 কোটি 16 লাখ টাকার বিদ্যুৎ বিল বাকি আছে বলে জানা গিয়েছে ৷ ফলে রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে শুক্রবার ভারত ও অস্ট্রেলিয়ার চতুর্থ টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে জেনারেটরের ফ্লাডলাইটের আলোয় ৷ বিদ্যুৎ বিঘ্নিত ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক ট্র্যাভিস হেড ।

রায়পুরে 2-1 ব্যবধানে সিরিজে এগিয়ে মাঠে নামছে ভারত । অর্থাৎ এই ম্যাচ জিতলেই সিরিজ জিতে নেমে 'মেন ইন ব্লু' । অজিদের বিরুদ্ধে এদিন দলে ফিরেছেন ভারতের বিশ্বকাপ অভিযানের অন্যতম শ্রেয়স আইয়ার । ফলে সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে বিশ্বকাপের হারের ক্ষতে মলম লাগাতে বদ্ধপরিকর থাকবে লক্ষণের ছেলেরা ।

এদিনের ম্যাচের জন্য অস্থায়ী সংযোগের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হবে ৷ একই মাঠে ফ্লাড লাইটের জন্য জেনারেটরের মাধ্যমে বিদ্য়ুৎ সরবরাহ করা হবে ৷ বিদ্যুৎ বিভাগের রায়পুর গ্রামীণ বিভাগের ইনচার্জ অশোক খান্ডেলওয়াল জানিয়েছেন যে, ম্যাচটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে এবং বিদ্যুৎ সরবরাহের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে ।

ভারতের একাদশ: যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, জিতেশ শর্মা, রিংকু সিং, অক্ষর প্যাটেল, দীপক চাহার, রবি বিষ্ণোই, আভেশ খান, মুকেশ কুমার

অজিদের একাদশ: জশ ফিলিপ, ট্র্যাভিস হেড, বেন ম্যাকডারমট, অ্যারন হার্ডি, টিম ডেভিড, ম্যাথিউ শর্ট, ম্যাথু ওয়েড, বেন দ্বারউইস, ক্রিস গ্রিন, জেসন বেহরেনডর্ফ, তানভির সংঘ

আরও পড়ুন :

1 টেস্টে থাকলেও ম্যান্ডেলার দেশে সাদা বলের সিরিজে নেই রোহিত-বিরাট, ঘোষিত স্কোয়াড

2 'আমাদের দেশ ব্রিলিয়ান্ট', উত্তরকাশীতে 17 দিন ধরে শ্রমিকদের টানেল যুদ্ধের প্রশংসায় সৌরভ

3 ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়েন রোহিত-কোহলি, 'বিরাট' হারের 11 দিন পর প্রকাশ্যে আনলেন অশ্বিন

রায়পুর, 1 ডিসেম্বর: বকেয়া বিদ্যুৎ বিল মেটায়নি রায়পুরের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ৷ তাই সংযোগ কেটে দিয়েছে বিদ্যুৎ বিভাগ ৷ 3 কোটি 16 লাখ টাকার বিদ্যুৎ বিল বাকি আছে বলে জানা গিয়েছে ৷ ফলে রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে শুক্রবার ভারত ও অস্ট্রেলিয়ার চতুর্থ টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে জেনারেটরের ফ্লাডলাইটের আলোয় ৷ বিদ্যুৎ বিঘ্নিত ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক ট্র্যাভিস হেড ।

রায়পুরে 2-1 ব্যবধানে সিরিজে এগিয়ে মাঠে নামছে ভারত । অর্থাৎ এই ম্যাচ জিতলেই সিরিজ জিতে নেমে 'মেন ইন ব্লু' । অজিদের বিরুদ্ধে এদিন দলে ফিরেছেন ভারতের বিশ্বকাপ অভিযানের অন্যতম শ্রেয়স আইয়ার । ফলে সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে বিশ্বকাপের হারের ক্ষতে মলম লাগাতে বদ্ধপরিকর থাকবে লক্ষণের ছেলেরা ।

এদিনের ম্যাচের জন্য অস্থায়ী সংযোগের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হবে ৷ একই মাঠে ফ্লাড লাইটের জন্য জেনারেটরের মাধ্যমে বিদ্য়ুৎ সরবরাহ করা হবে ৷ বিদ্যুৎ বিভাগের রায়পুর গ্রামীণ বিভাগের ইনচার্জ অশোক খান্ডেলওয়াল জানিয়েছেন যে, ম্যাচটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে এবং বিদ্যুৎ সরবরাহের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে ।

ভারতের একাদশ: যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, জিতেশ শর্মা, রিংকু সিং, অক্ষর প্যাটেল, দীপক চাহার, রবি বিষ্ণোই, আভেশ খান, মুকেশ কুমার

অজিদের একাদশ: জশ ফিলিপ, ট্র্যাভিস হেড, বেন ম্যাকডারমট, অ্যারন হার্ডি, টিম ডেভিড, ম্যাথিউ শর্ট, ম্যাথু ওয়েড, বেন দ্বারউইস, ক্রিস গ্রিন, জেসন বেহরেনডর্ফ, তানভির সংঘ

আরও পড়ুন :

1 টেস্টে থাকলেও ম্যান্ডেলার দেশে সাদা বলের সিরিজে নেই রোহিত-বিরাট, ঘোষিত স্কোয়াড

2 'আমাদের দেশ ব্রিলিয়ান্ট', উত্তরকাশীতে 17 দিন ধরে শ্রমিকদের টানেল যুদ্ধের প্রশংসায় সৌরভ

3 ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়েন রোহিত-কোহলি, 'বিরাট' হারের 11 দিন পর প্রকাশ্যে আনলেন অশ্বিন

Last Updated : Dec 1, 2023, 7:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.