গুয়াহাটি, 28 নভেম্বর: রাজার মতো হুংকার রুতুর ৷ প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়াকে হেলায় হারিয়েছে ভারত ৷ মঙ্গবার অসমের বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ৷ তাতে 20 ওভারে তিন উইকেট খুইয়ে অজিদের 223 রানের টার্গেট দেয় টিম মেন ইন ব্লু ৷ তাতে 123 রান একাই করের রুতুরাজ ৷ তাও তিনি অপরাজিত ছিলেন ৷ তিরুঅনন্তপুরমে দ্বিতীয় ম্যাচেও রুতুরাজ গায়কোয়াড় হাফসেঞ্চুরি করেছিলেন ৷ আজও দুরন্ত পারফরম্যান্সে কামাল করলেন রুতুরাজ ৷ জয়ের জন্য অস্ট্রেলিয়াকে তুলতে হবে লক্ষ্য 223 রান ৷
-
Innings Break!
— BCCI (@BCCI) November 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
An unbeaten 123 off 57 deliveries from @Ruutu1331 guides #TeamIndia to a formidable total of 222/3.
Scorecard - https://t.co/IGWiF2zrJ7… #INDvAUS @IDFCFIRSTBank pic.twitter.com/7rBFgifEBk
">Innings Break!
— BCCI (@BCCI) November 28, 2023
An unbeaten 123 off 57 deliveries from @Ruutu1331 guides #TeamIndia to a formidable total of 222/3.
Scorecard - https://t.co/IGWiF2zrJ7… #INDvAUS @IDFCFIRSTBank pic.twitter.com/7rBFgifEBkInnings Break!
— BCCI (@BCCI) November 28, 2023
An unbeaten 123 off 57 deliveries from @Ruutu1331 guides #TeamIndia to a formidable total of 222/3.
Scorecard - https://t.co/IGWiF2zrJ7… #INDvAUS @IDFCFIRSTBank pic.twitter.com/7rBFgifEBk
মঙ্গলবারও পুরো 20 ওভার ব্যাট করেন রুতুরাজ। এদিন 57 বলে 123 রানের ইনিংস খেললেন তিনি। তাঁর ব্যাট থেকে এসছে 13টি চার এবং 7টি ছক্কা। তিনি যেভাবে ব্যাট করলেন তাতে অস্ট্রেলিয়ার বোলারেরা চিন্তায় পড়তে বাধ্য তা বলার অপেক্ষা রাখে না । শুরুতে খুব একটা আক্রমণাত্মক ব্যাটিং করেননি রুতুরাজ। পরে হাত খোলেন তিনি। এনিয় টানা তৃতীয় ম্যাচে 200 প্লাস স্কোর ভারতের। তাও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি ঋতুরাজের। প্রথম ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20'তে সেঞ্চুরির রেকর্ড।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার বোলাররা মঙ্গলবার অতিরিক্ত 23 রান দিয়েছেন। বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে সব থেকে বেশি রান দিয়েছেন অ্যারন হার্ডি ৷ তিনি একটি উইকোেট নিয়েছেন ৷ অন্য দু'টির মধ্যে জেসন বেহরেনডর্ফ ও কেন রিচার্ডসন একটি করে উইকেট নিয়েছেন ৷ বরসাপাড়া স্টেডিয়ামে আজ তৃতীয় ম্যাচ জিতলেই সিরিজ ভারতের। গত দু-ম্যাচেই ব্যাটিং বিভাগ অনবদ্য পারফর্ম করেছে। ঈশান কিষাণ দুই ম্যাচেই হাফসেঞ্চুরি করেছেন। গত ম্যাচে যশস্বী, ঋতুরাজ ও ঈশান-টপ থ্রি ব্যাটারই হাফসেঞ্চুরি করেছেন। আজ রান পাননি ঈশান ৷ টিম ম্যানেজমেন্ট এবং দর্শকদের আকর্ষণ রিঙ্কু সিং। শেষ দিকে অল্প সময়ের জন্য ব্যাটিং পাচ্ছেন। আর তাতেই কামাল করছেন ৷ আজ অবশ্য সে সুয়োগ পাননি তিনি ৷
আরও পড়ুন: