ETV Bharat / sports

IND vs AUS 3rd ODI: হার্দিকে বোলিংয়ে অজিদের বিরুদ্ধে কামব্যাক ভারতের - রোহিত শর্মা

বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ ওয়ান ডে ম্যাচ খেলতে নামলেন রোহিত শর্মারা (IND vs AUS 3rd ODI) ৷ আজকের এই ম্যাচ সিরিজ নির্ধারক ৷ ফলে কোনও দলই বিশেষ কোনও বদল আনেনি প্রথম একাদশে ৷

IND vs AUS ETV BHARAT
IND vs AUS
author img

By

Published : Mar 22, 2023, 1:39 PM IST

Updated : Mar 22, 2023, 3:41 PM IST

চেন্নাই, 22 মার্চ: পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে চিপকে ফিরে এল ভারতীয় দল ৷ বা বলা ভালো ভারতকে ম্যাচে ফেরালেন হার্দিক পান্ডিয়া ৷ দুই ওপেনার ট্রাভিস হেড (33) ও মিচেল মার্শ (47) শুরুটা ভালো করেছিলেন ৷ কিন্তু, হার্দিক পান্ডিয়া এক ওভারের ব্যবধানে ট্রাভিস হেড এবং স্টিভ স্মিথকে (0) ফিরিয়ে দেন ৷ এর কয়েক ওভার পরেই বিপজ্জনক হয়ে ওঠা মিচেল মার্শের উইকেট নেন তিনি (India vs Australia 3rd ODI in Chennai) ৷ উল্লেখ্য, এই ম্যাচে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন ডেভিড ওয়ার্নার ৷ তবে, ওপেনার হিসেবে নন ৷ আজ তাঁকে 4 নম্বরে ব্যাট করতে পাঠায় টিম ম্যানেজমেন্ট ৷

এদিন ভারতীয় পেসারদের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন মিচেল মার্শ এবং ট্রাভিস হেড ৷ চেন্নাই ব্যাটিং উইকেটে রান গতি শুরু থেকে ছয়ের উপরে ছিল ৷ একটা সময় দুই অজি ওপেনারকে আউট করার উপায় খুঁজে পাচ্ছিলেন না তিনি ৷ তবে, হার্দিক পান্ডিয়াকে 11 নম্বর ওভারে আক্রমণে আনতেই উইকেট পায় ভারত ৷ প্রথমে ট্রাভিস হেড এবং পরে স্মিথকে আউট করেন ৷ 15 নম্বর ওভারে অস্ট্রেলিয়ার 3 নম্বর উইকেট তুলে নেন হার্দিক ৷ এই মুহূর্তে চোট সারিয়ে দলে ফেরা ডেভিড ওয়ার্নার এবং মার্নস লাবুশেন ক্রিজে রয়েছেন ৷

ভারতীয় দলে কোনও বদল করা হয়নি এদিন ৷ তবে, অস্ট্রেলিয়ার তাঁদের একাদশে দু’টি বদল করা হয়েছে ৷ গত ম্যাচে খেলা পেসার নাথন এলিসকে বসানো হয়েছে আজকের ম্যাচে ৷ তাঁর জায়গায় অস্ট্রেলিয়ার প্রথম একাদশে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ বাঁ-হাতি অর্থডক্স স্পিনার অ্যাশটন আগার ৷ মূলত, চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটের কারণেই একজন বাড়তি স্পিনার খেলাচ্ছে অজিরা ৷ অন্যদিকে, ডেভিড ওয়ার্নার প্রথম একাদশে ফিরলেও, তাঁকে 4 নম্বরে ব্যাট করানো হয়েছে ৷ অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকের পর এই প্রথম তাঁকে ওপেনিং স্লটে নামানো হয়নি ৷

আরও পড়ুন: বিশ্বকাপের জন্য 17-18 জন ক্রিকেটার তালিকা চূড়ান্ত, জানালেন দ্রাবিড়

গতকাল সাংবাদিক বৈঠকে রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন, ভারতীয় টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপের জন্য 17-18 জন ক্রিকেটারের প্রাথমিক তালিকা তৈরি করে ফেলেছে ৷ সেই তালিকার ক্রিকেটারদেরই এই সিরিজে এবং আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলানো হবে ৷ তবে, এই সিরিজে যুজবেন্দ্র চহালকে এক ম্যাচেও সুযোগ দেয়নি টিম ম্যানেজমেন্ট ৷ তাঁর কোনও চোট আছে কিনা, তাও স্পষ্ট করেনি দল ৷ ফলে তাঁকে নিয়ে ম্যানেজমেন্টের কী ভাবনা ? তাও স্পষ্ট নয় ৷ এই পরিস্থিতিতে ভারতের কাছে আজকের ম্যাচ অনেক বেশি গুরুত্বপূর্ণ অক্টোবর মাসে ঘরের মাঠে বিশ্বকাপের নিরিখে ৷

চেন্নাই, 22 মার্চ: পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে চিপকে ফিরে এল ভারতীয় দল ৷ বা বলা ভালো ভারতকে ম্যাচে ফেরালেন হার্দিক পান্ডিয়া ৷ দুই ওপেনার ট্রাভিস হেড (33) ও মিচেল মার্শ (47) শুরুটা ভালো করেছিলেন ৷ কিন্তু, হার্দিক পান্ডিয়া এক ওভারের ব্যবধানে ট্রাভিস হেড এবং স্টিভ স্মিথকে (0) ফিরিয়ে দেন ৷ এর কয়েক ওভার পরেই বিপজ্জনক হয়ে ওঠা মিচেল মার্শের উইকেট নেন তিনি (India vs Australia 3rd ODI in Chennai) ৷ উল্লেখ্য, এই ম্যাচে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন ডেভিড ওয়ার্নার ৷ তবে, ওপেনার হিসেবে নন ৷ আজ তাঁকে 4 নম্বরে ব্যাট করতে পাঠায় টিম ম্যানেজমেন্ট ৷

এদিন ভারতীয় পেসারদের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন মিচেল মার্শ এবং ট্রাভিস হেড ৷ চেন্নাই ব্যাটিং উইকেটে রান গতি শুরু থেকে ছয়ের উপরে ছিল ৷ একটা সময় দুই অজি ওপেনারকে আউট করার উপায় খুঁজে পাচ্ছিলেন না তিনি ৷ তবে, হার্দিক পান্ডিয়াকে 11 নম্বর ওভারে আক্রমণে আনতেই উইকেট পায় ভারত ৷ প্রথমে ট্রাভিস হেড এবং পরে স্মিথকে আউট করেন ৷ 15 নম্বর ওভারে অস্ট্রেলিয়ার 3 নম্বর উইকেট তুলে নেন হার্দিক ৷ এই মুহূর্তে চোট সারিয়ে দলে ফেরা ডেভিড ওয়ার্নার এবং মার্নস লাবুশেন ক্রিজে রয়েছেন ৷

ভারতীয় দলে কোনও বদল করা হয়নি এদিন ৷ তবে, অস্ট্রেলিয়ার তাঁদের একাদশে দু’টি বদল করা হয়েছে ৷ গত ম্যাচে খেলা পেসার নাথন এলিসকে বসানো হয়েছে আজকের ম্যাচে ৷ তাঁর জায়গায় অস্ট্রেলিয়ার প্রথম একাদশে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ বাঁ-হাতি অর্থডক্স স্পিনার অ্যাশটন আগার ৷ মূলত, চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটের কারণেই একজন বাড়তি স্পিনার খেলাচ্ছে অজিরা ৷ অন্যদিকে, ডেভিড ওয়ার্নার প্রথম একাদশে ফিরলেও, তাঁকে 4 নম্বরে ব্যাট করানো হয়েছে ৷ অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকের পর এই প্রথম তাঁকে ওপেনিং স্লটে নামানো হয়নি ৷

আরও পড়ুন: বিশ্বকাপের জন্য 17-18 জন ক্রিকেটার তালিকা চূড়ান্ত, জানালেন দ্রাবিড়

গতকাল সাংবাদিক বৈঠকে রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন, ভারতীয় টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপের জন্য 17-18 জন ক্রিকেটারের প্রাথমিক তালিকা তৈরি করে ফেলেছে ৷ সেই তালিকার ক্রিকেটারদেরই এই সিরিজে এবং আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলানো হবে ৷ তবে, এই সিরিজে যুজবেন্দ্র চহালকে এক ম্যাচেও সুযোগ দেয়নি টিম ম্যানেজমেন্ট ৷ তাঁর কোনও চোট আছে কিনা, তাও স্পষ্ট করেনি দল ৷ ফলে তাঁকে নিয়ে ম্যানেজমেন্টের কী ভাবনা ? তাও স্পষ্ট নয় ৷ এই পরিস্থিতিতে ভারতের কাছে আজকের ম্যাচ অনেক বেশি গুরুত্বপূর্ণ অক্টোবর মাসে ঘরের মাঠে বিশ্বকাপের নিরিখে ৷

Last Updated : Mar 22, 2023, 3:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.