নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: নাগপুরে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ও 132 রানে হারিয়েছে ভারত। দিল্লিতে জিততে পারলে 2-0 এগিয়ে যাবেন রোহিত শর্মারা। নাগপুর টেস্টে টসে জেতায় কাজটা শুরুতেই সহজ হয়ে গিয়েছিল। দিল্লিতে সেটা হল না। টসে হেরে বোলিং করছেন রোহিত শর্মারা। আজ 100তম টেস্ট খেলছেন পূজারা ৷ তাই পূজারার টেস্ট স্মরণীয় করে রাখতে জিততে মরিয়া ভারত। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আরও কাছে পৌঁছে যাবেন তাঁরা। ইতিমধ্যেই প্যাভিলিয়নে ফিরেছেন ওয়ার্নার, ল্যাবুশেন, স্মিথ, ট্রেভিস, উসমান খোয়াজা ও ক্যারি (IND vs AUS 2nd Test) ৷ ক্রিজে জমে যাওয়া খোয়াজাকে ফেরালেন জাদেজা। পাশাপাশি ক্যারিকে ফিরিয়ে অজিদের বিরুদ্ধে শততম টেস্ট উইকেটের নজির অশ্বিনের ৷
-
Milestone 🚨 - @imjadeja becomes the fastest Indian and second fastest in world cricket to 250 Test wickets and 2500 Test runs 🫡🫡#INDvAUS pic.twitter.com/FjpuOuFbOK
— BCCI (@BCCI) February 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Milestone 🚨 - @imjadeja becomes the fastest Indian and second fastest in world cricket to 250 Test wickets and 2500 Test runs 🫡🫡#INDvAUS pic.twitter.com/FjpuOuFbOK
— BCCI (@BCCI) February 17, 2023Milestone 🚨 - @imjadeja becomes the fastest Indian and second fastest in world cricket to 250 Test wickets and 2500 Test runs 🫡🫡#INDvAUS pic.twitter.com/FjpuOuFbOK
— BCCI (@BCCI) February 17, 2023
ওপেন করতে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার এবং উসমান খোয়াজা। বল হাতে ওপেন করেছেন মহম্মদ শামি। ওপেনিং জুটিকে ভেঙেছেন এই জোরে বোলারই ৷ 15তম ওভারে বল করতে এসে দ্বিতীয় বলেই আউট করেন ওয়ার্নারকে। 15 রান করে সাজঘরে ফেরেন ওয়ার্নার। 18 রান করে অশ্বিনের বলে আউট হন ল্যাবুশেন। একই ওভারে দ্বিতীয় উইকেট নেন অশ্বিন। ল্যাবুশেনের পর স্মিথ শূন্য রানে সাজঘরে ফেরেন। দুরন্ত শামির বলে ট্রেভিস হেডও ফিরেছেন প্যাভিলিয়নে। 45.5 ওভারে সেই জাদেজার বলে 81 করে রাহুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন খোয়াজা। সেই সঙ্গে 250টি উইকেটের মাইলস্টোন ছুঁলেন জাদেজা। ওপেন করতে নেমে তিনিই দলের হাল ধরেছিলেন ৷ এরপরেই অ্যালেক্স ক্যারিকে ফেরালেন অশ্বিন। ষষ্ঠ উইকেট হারিয়ে চাপে পড়ল অজিরা। 55 ওভার শেষে 6টি উইকেটের বিনিময়ে অস্ট্রেলিয়ার রান 190 ৷
-
Another day at office and another milestone for @ashwinravi99 👏👏
— BCCI (@BCCI) February 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Do you reckon Australia is his favourite opponent?#INDvAUS pic.twitter.com/Oxohqv9HQi
">Another day at office and another milestone for @ashwinravi99 👏👏
— BCCI (@BCCI) February 17, 2023
Do you reckon Australia is his favourite opponent?#INDvAUS pic.twitter.com/Oxohqv9HQiAnother day at office and another milestone for @ashwinravi99 👏👏
— BCCI (@BCCI) February 17, 2023
Do you reckon Australia is his favourite opponent?#INDvAUS pic.twitter.com/Oxohqv9HQi
অন্যদিকে, দিল্লিতে শততম টেস্টে খেলতে চলেছেন চেতেশ্বর পূজারা (Pujara's 100th Test) । যে কারণে তাঁকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। সুনীল গাভাসকার তাঁর হাতে বিশেষ ক্যাপ তুলে দেন। টেস্টেে সেঞ্চুরি ক্লাবে পূজারাকে স্বাগত জানান সানি গাভাসকর। তাঁর পরিবারের সদস্যরা রাজকোট থেকে এসেছেন খেলা দেখতে। সতীর্থকে নিয়ে রোহিত বলেন, "আমরা ওকে নিয়ে উত্তেজিত। ওর পরিবারও এখানে রয়েছে। তাই দ্বিগুণ খুশির কারণ পূজারার কাছে। শততম টেস্ট ম্যাচ খেলা মোটেই সহজ কথা নয়। মাঝের সময়টায় অনেক উপর-নীচের সাক্ষী থাকতে হয়। সবকিছুর সম্মুখীন হয়ে পূজারা শততম টেস্ট খেলতে পারায় আমরা প্রত্যেকে খুশি।" পূজারার শততম টেস্ট স্মরণীয় করে রাখতে জিততে মরিয়া ভারত।
আরও পড়ুন: টিকে থাকতে ছোটখাটো 'অভিযোজন' আবশ্যিক; শততম টেস্টে নামার আগে বললেন পূজারা
ভারতীয় দলে এদিন একটি পরিবর্তন করা হয়েছে। ফিট হয়ে শ্রেয়স আইয়ার দলে ফিরতেই, বাদ পড়েছেন সূর্যকুমার যাদব। নাগপুরে অভিষেক হলেও, সূর্য একেবারেই ছন্দে ছিলেন না। দিল্লিতে ভারতের প্রথম একাদশে রয়েছেন রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, শ্রেয়স আইয়ার, শ্রীকর ভারত (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।অন্যদিকে,অস্ট্রেলিয়ার প্রথম একাদশে রয়েছেন, ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), টড মার্ফি, নাথান লিয়ন, ম্য়াথিউ কুনম্যান।