মুম্বই, 27 জুন : নয়া ক্যাপ্টেন ৷ নতুন কোচ ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে নতুন আঙ্গিকে নামছে ভারতীয় ক্রিকেট টিম ৷ দলকে নেতৃত্ব দেবেন ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান ৷ গব্বরদের হেডস্যারের ভূমিকায় থাকছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ট্রফি ঘরে তুলতে পারেনি বিরাট কোহলিরা ৷ এবার ক্রিকেটপ্রেমীদের ফোকাস ইংল্যান্ড থেকে সরে শ্রীলঙ্কার দিকে ৷ আগামী 13 জুলাই থেকে দ্বীপরাষ্ট্রের দলটির বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ শুরু করবে ভারত ৷
তার আগে রবিবার সাংবাদিক বৈঠক করেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan) ও রাহুল দ্রাবিড় ৷ বৈঠক শেষে হাসিমুখে দ্রাবিড়-ধাওয়ানের ছবি পোস্ট করেছে বিসিসিআই (BCCI) ৷ সঙ্গে ক্যাপশন, "শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দলের অধিনায়ক ও কোচকে হ্যালো বলুন ৷ আমরা এই সফর নিয়ে ভীষণ উত্তেজিত ৷ আর আপনারা ?" ভারতের সিনিয়র দলের কোচ হিসেবে দ্রাবিড়কে দেখে আপ্লুত নেটিজেনরা ৷ দ্রাবিড় অনুরাগীরা বলছেন, তাঁরা বহুদিন ধরে এই দিনটার অপেক্ষা করেছিলেন ৷
ধাওয়ান ও দ্রাবিড়কে তাঁদের নতুন ভূমিকার জন্য প্রাণভরে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা ৷ টুইটারে একজন লিখেছেন, "রাহুল দ্রাবিড় হলেন ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে কাঙ্খিত কোচ ৷" একজন লেখেন, "ক্যাপ্টেন এবং কোচ দু‘জনকেই অনেক শুভেচ্ছা ৷ শ্রীলঙ্কায় এই নতুন কম্বো-র সাফল্য দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছি ৷" অন্য একজনের কথায়, ‘‘ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সেরা দিন ৷ আশা করছি ভারতীয় ক্রিকেটের দ্যা ওয়াল একদিন হেডকোচের ভূমিকা পালন করবেন ৷"
-
Say hello to #TeamIndia's captain & coach for the Sri Lanka tour 👋🤜🤛
— BCCI (@BCCI) June 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
We are excited. Are you? 😃#SLvIND pic.twitter.com/OnNMzRX4ZB
">Say hello to #TeamIndia's captain & coach for the Sri Lanka tour 👋🤜🤛
— BCCI (@BCCI) June 27, 2021
We are excited. Are you? 😃#SLvIND pic.twitter.com/OnNMzRX4ZBSay hello to #TeamIndia's captain & coach for the Sri Lanka tour 👋🤜🤛
— BCCI (@BCCI) June 27, 2021
We are excited. Are you? 😃#SLvIND pic.twitter.com/OnNMzRX4ZB
অতীতে অনূর্ধ্ব 19 এবং ভারতীয় 'এ' দলের প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন রাহুল দ্রাবিড় ৷ তাঁর তত্ত্বাবধানে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল ৷ ওই টিম থেকে অনেকেই সিনিয়র দলে খেলছেন ৷ বলতে গেলে দেশের প্রতিভাবান ক্রিকেটারদের ঘষেমেজে গড়ে তোলার কাজ করে গিয়েছে তিনি ৷ বর্তমানে দ্রাবিড় বেঙ্গালুরু জাতীয় অ্যাকাডেমির প্রধান ৷ এদিকে বিরাট কোহলি, রবি শাস্ত্রীরা যখন ইংল্যান্ডের রয়েছেন তখন শ্রীলঙ্কা সফরের জন্য সীমিত ওভারের সিরিজে ভারতীয় দলকে নির্দ্বিধায় দ্যা ওয়ালের হাতে তুলে দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড ৷ একইভাবে কোহলি, রোহিতদের অনুপস্থিতিতে দলের সিনিয়র শিখর ধাওয়ানের হাতে নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : Archery World Cup : দলগত ইভেন্টে জোড়া সোনা দীপিকাদের
যুব দলের কোচিংয়ের অভিজ্ঞতা এই সিরিজে কাজে লাগাতে চান দ্রাবিড় ৷ তিনি বলছেন, "দলে এমন অনেকেই রয়েছেন যাদের আসন্ন টি-20 বিশ্বকাপে জায়গা করে নিতে হলে এই সিরিজে ভালো পারফর্ম করতে হবে ৷ কিন্তু একটা বিষয় আমরা আগেই আলোচনা করে নিয়েছি ৷ সেটা হল সিরিজ জেতাটাই আমাদের প্রাধান্য হবে ৷ জেতার লক্ষ্যে নেমে যাঁরা ভাল পারফরম্যান্স করতে পারবেন তাঁদের কাছে বিশ্বকাপের দরজা নিজের থেকেই খুলে যাবে ৷"
প্রথমবার ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ধাওয়ান ৷ নতুন দায়িত্ব পেয়ে বলছেন, "নতুন একটা চ্যালেঞ্জ ৷ এরই সঙ্গে নিজেদের প্রমাণ করার একটা বড় সুযোগ ৷ দলের প্রতিটি সদস্য মাঠে নামার জন্য উদগ্রীব হয়ে রয়েছে ৷ কোয়ারান্টিনের 13-14 দিন কাটিয়ে ফেলেছি ৷ প্রস্তুতির জন্য আর 10 থেকে 12টা দিন রয়েছে ৷ টিমের সকলেই ইতিবাচক, আত্মবিশ্বাসী এবং কিছু করে দেখানোর ইচ্ছে রয়েছে ৷" 13 জুলাই থেকে শুরু হতে চলা শ্রীলঙ্কা সফরে তিনটি ওডিআই (ODI) এবং তিনটি টি-20 (T20I) সিরিজ খেলবে ভারত ৷