ETV Bharat / sports

আন্তর্জাতিক টি-20তে উইকেট শিকারে বুমরার পাশে চহাল - ভারতীয় বোলার

চহালের সঙ্গে এই তালিকায় রয়েছে ভারতীয় পেস বোলার জসপ্রীত বুমরা ৷ চহাল ও বুমরা দু’জনের আন্তর্জাতিক টি-20তে উইকেট সংখ্য়া 59 । তবে, ম্য়াচের হিসেবে অনেকটাই এগিয়ে লেগ স্পিনার ৷ তিনি 44 ম্য়াচ খেলে 59 উইকেট নিলেন ৷ সেখানে বুমরা 50 ম্য়াচ খেলে এই কৃতিত্ব অর্জন করেছেন ৷

chahal-equals-bumrahs-record-for-most-wickets-for-india-in-mens-t20is
আন্তর্জাতিক টি-20তে উইকেট শিকারে ভারতীয় বোলারদের মধ্য়ে যৌথভাবে এক নম্বরে চহাল ও বুমরা
author img

By

Published : Dec 6, 2020, 10:49 PM IST

সিডনি, 6 ডিসেম্বর : আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্য়ে সর্বাধিক উইকেট নেওয়ার তালিকায় যৌথভাবে এক নম্বরে উঠে এলেন যুজবেন্দ্র চহাল ৷ রবিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্য়াচে 51 রান দিয়ে 1 উইকেট নিয়ে ভারতীয় বোলারদের মধ্য়ে যুগ্মভাবে এক নম্বরে উঠে এলেন তিনি ৷

তাঁর সঙ্গে এই তালিকায় রয়েছে ভারতীয় পেস বোলার জসপ্রীত বুমরা ৷ চহাল এবং বুমরা দু’জনের আন্তর্জাতিক টি-20তে উইকেট সংখ্য়া 59 । তবে, ম্য়াচের হিসেবে অনেকটাই এগিয়ে লেগ স্পিনার ৷ তিনি 44 ম্য়াচ খেলে 59 উইকেট নিয়েছেন ৷ সেখানে বুমরা 50 ম্য়াচ খেলে এই কৃতিত্ব অর্জন করেছেন ৷ তবে, ওয়ান’ডে সিরিজ়ে খেললেও, টি-20 সিরিজ়ে বুমরাকে বিশ্রাম দিয়েছে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট ৷ ফলে যুজবেন্দ্র চহালের উইকেট শিকারের তালিকায় এক নম্বরে আসাটা অনেকটাই সহজ হয়ে গিয়েছিল ৷

আরও পড়ুন : কনকাশন চহালের বাজিমাত, দুরন্ত ঘূর্ণিতে নিলেন 3 উইকেট

অন্য়দিকে, চহাল ও বুমরার পরে দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন । তাঁর দখলে 52 উইকেট । ভুবনেশ্বর কুমারের দখলে 41 উইকেট । কুলদ্বীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা 39 উইকেট পেয়েছেন ৷ তবে, আন্তর্জাতিক ক্ষেত্রে এই তালিকায় এখনও অনেকটা পিছনে ভারতীয় বোলিং বিভাগ ৷ এক নম্বর স্থান ধরে রেখেছেন প্রাক্তন শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা ৷ তিনি 84 ম্য়াচে 107 উইকেট নিয়েছেন ৷ তারপরে রয়েছেন পাকিস্তানে প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি 98 উইকেট এবং তিন নম্বরে রয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ৷

আরও পড়ুন : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজ় জয় ভারতের

সিডনি, 6 ডিসেম্বর : আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্য়ে সর্বাধিক উইকেট নেওয়ার তালিকায় যৌথভাবে এক নম্বরে উঠে এলেন যুজবেন্দ্র চহাল ৷ রবিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্য়াচে 51 রান দিয়ে 1 উইকেট নিয়ে ভারতীয় বোলারদের মধ্য়ে যুগ্মভাবে এক নম্বরে উঠে এলেন তিনি ৷

তাঁর সঙ্গে এই তালিকায় রয়েছে ভারতীয় পেস বোলার জসপ্রীত বুমরা ৷ চহাল এবং বুমরা দু’জনের আন্তর্জাতিক টি-20তে উইকেট সংখ্য়া 59 । তবে, ম্য়াচের হিসেবে অনেকটাই এগিয়ে লেগ স্পিনার ৷ তিনি 44 ম্য়াচ খেলে 59 উইকেট নিয়েছেন ৷ সেখানে বুমরা 50 ম্য়াচ খেলে এই কৃতিত্ব অর্জন করেছেন ৷ তবে, ওয়ান’ডে সিরিজ়ে খেললেও, টি-20 সিরিজ়ে বুমরাকে বিশ্রাম দিয়েছে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট ৷ ফলে যুজবেন্দ্র চহালের উইকেট শিকারের তালিকায় এক নম্বরে আসাটা অনেকটাই সহজ হয়ে গিয়েছিল ৷

আরও পড়ুন : কনকাশন চহালের বাজিমাত, দুরন্ত ঘূর্ণিতে নিলেন 3 উইকেট

অন্য়দিকে, চহাল ও বুমরার পরে দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন । তাঁর দখলে 52 উইকেট । ভুবনেশ্বর কুমারের দখলে 41 উইকেট । কুলদ্বীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা 39 উইকেট পেয়েছেন ৷ তবে, আন্তর্জাতিক ক্ষেত্রে এই তালিকায় এখনও অনেকটা পিছনে ভারতীয় বোলিং বিভাগ ৷ এক নম্বর স্থান ধরে রেখেছেন প্রাক্তন শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা ৷ তিনি 84 ম্য়াচে 107 উইকেট নিয়েছেন ৷ তারপরে রয়েছেন পাকিস্তানে প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি 98 উইকেট এবং তিন নম্বরে রয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ৷

আরও পড়ুন : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজ় জয় ভারতের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.