কলকাতা, 22 জানুয়ারি : অস্ট্রেলিয়া সফর শেষ করে ঘরে ফিরলেন ঋদ্ধিমান সাহা ৷ আজ দুবাই থেকে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি ৷ সেখানে তাঁকে দেওয়া হয় সংবর্ধনা ৷
তবে ভারতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান একা ছিলেন না ৷ তাঁর সঙ্গেই কলকাতা ফেরেন থ্রোডাউন এক্সপার্ট দয়ানন্দ গরানি ৷ বিমনবন্দরেই সাংবাদিকদের মুখোমুখি হন ঋদ্ধিমান ৷ বলেন, অস্ট্রেলিয়াকে তাঁদের দেশে হারানো বেশ কঠিন ছিল ৷ ব্রিসবেনের রেকর্ড ভাঙা ঐতিহাসিক মুহূর্ত ৷ চোট আঘাতের মধ্য দিয়ে দলকে যেতে হয়ছে ৷ তার মধ্যেও এই জয়কে ঐতিহাসিক বলছেন ঋদ্ধিমান ৷
মাঝে চার দিনের বিশ্রাম ৷ তারপরেই 26 জানুয়ারি ভারতীয় দলে যোগ দিতে চেন্নাই যাবেন পাপালি ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় খেলতে ফের ঢুকে পড়বেন বায়ো বাবলে ৷
প্রসঙ্গত গতকাল সকালে অধিনায়ক রাহানে, কোচ শাস্ত্রী, ওপেনার রোহিত শর্মা, পৃথ্বী শ ও পেসার শার্দূল ঠাকুর মুম্বই বিমানবন্দরে অবতরণ করেন ৷ অন্যদিকে ব্রিসবেন টেস্টের নায়ক ঋষভ পন্থ নামেন দিল্লি বিমানবন্দরে ৷
আরও পড়ুন :- দেশে ফিরলেন নায়করা
নেট বোলার হিসেবে অস্ট্রেলিয়া গিয়েছিলেন টি নটরাজন ৷ কিন্তু প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে একই সফরে ক্রিকেটের তিন ফর্ম্যাটে অভিষেক করেন ৷ গতকালই বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করে তিনি তামিলনাড়ুর নিজের গ্রাম সালেমে যান তিনি ৷