অ্যাডিলেড, 17 ডিসেম্বর : অ্যাডিলেড ওভাল ৷ ভারত অধিনায়ক বিরাট কোহলির পছন্দের গ্রাউন্ড ৷ এই স্টেডিয়ামেই কিং কোহলির টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান করেছেন ৷ অ্যাডিলেড ওভালে আজ 74 রানের ইনিংস খেলেন বিরাট ৷ সেই সঙ্গে এই গ্রাউন্ডে মোট 505 রান করলেন ৷
এই ম্যাচে নামার আগে এই গ্রাউন্ডে 3টি ম্যাচে 3টি শতরান ছিল বিরাটের ৷ যতবার এই স্টেডিয়ামে অর্ধশতরান করেছেন, তিনি তা শতরানে পরিণত করেছেন ৷ বৃহস্পতিবারও সেই দিকেই এগোচ্ছিলেন বিরাট কোহলি ৷ তবে 74 রানে করে রান আউট হয়ে ফিরতে হয় তাঁকে ৷
রাহানের সঙ্গে 88 রানের পার্টনারশিপ গড়েন বিরাট ৷ যদিও তাঁর আগে পূজারার সঙ্গেও পার্টনারশিপ গড়েন তিনি ৷ এবং শুরুর ধাক্কা সামলে দলকে স্থিরতা দেন কোহলি ৷
-
Kohli has more Test runs at the Adelaide Oval than any other ground.
— cricket.com.au (@cricketcomau) December 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
482* - Adelaide Oval (AUS)
467 - Arun Jaitley Stadium (IND)
433 - Wankhede Stadium (IND)
379 - Rajiv Gandhi Int. Stadium (IND)
354 - Vidarbha Cricket Ass. Stadium (IND)#AUSvIND
">Kohli has more Test runs at the Adelaide Oval than any other ground.
— cricket.com.au (@cricketcomau) December 17, 2020
482* - Adelaide Oval (AUS)
467 - Arun Jaitley Stadium (IND)
433 - Wankhede Stadium (IND)
379 - Rajiv Gandhi Int. Stadium (IND)
354 - Vidarbha Cricket Ass. Stadium (IND)#AUSvINDKohli has more Test runs at the Adelaide Oval than any other ground.
— cricket.com.au (@cricketcomau) December 17, 2020
482* - Adelaide Oval (AUS)
467 - Arun Jaitley Stadium (IND)
433 - Wankhede Stadium (IND)
379 - Rajiv Gandhi Int. Stadium (IND)
354 - Vidarbha Cricket Ass. Stadium (IND)#AUSvIND
আরও একটি রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক ৷ অ্যাডিলেড ওভালে সর্বোচ্চ রান করার দিকে তিনি আছেন চার নম্বরে ৷ সবার উপরে আছেন ওয়েস্ট ইন্ডিজ়ের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা ৷ অ্যাডিলেড ওভালে তাঁর রান 610 ৷ তাঁর পরেই আছেন জ্যাক হবস, তিনি করেছেন 601 রান ৷ কোহলির ঠিক আগেই আছেন কিংবদন্তি স্য়ার ভিভিয়ান রিচার্ডস ৷
আরও পড়ুন :- সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট দিয়ে ফিরছে ঘরোয়া ক্রিকেট
অ্যাডিলেডের পর দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় সর্বোচ্চ রান (467) আছে বিরাটের ৷ তৃতীয় স্থানে আছে হায়দরাবাদ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম (379 রান ) ।