সিডনি, 12 জানুয়ারি : বর্ণবিদ্বেষ বিতর্কে ভারতীয় ক্রিকেট দল ও মহম্মদ সিরাজের পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার৷ তাঁর সাফ কথা, দর্শকদের কাছ থেকে এই ধরনের ব্যবহার একেবারেই গ্রহণযোগ্য নয়৷ এই নিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন ওয়ার্নার৷ সেখানে লিখেছেন, "আমি সিরাজ ও ভারতীয় দলের কাছে বর্ণবিদ্বেষমূলক ঘটনার জন্য ক্ষমা চাইছি৷ এই ধরনের ঘটনা কখনও কোনওভাবেই গ্রহণযোগ্য নয়৷ আমি আমার দেশের দর্শকদের কাছ থেকে আরও ভালো ব্যবহার আশা করছি৷"
সিডনিতে গতকাল, মঙ্গলবার শেষ হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট৷ ওই ম্যাচে পর পর দুদিন বর্ণবিদ্বেষমূলক মন্তব্য শুনতে হয়েছে ভারতীয় দলকে৷ প্রথমদিন যশপ্রীত বুমরা ও দ্বিতীয়দিন মহম্মদ সিরাজ বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের মুখে পড়েন৷ খেলোয়াড়রা মাঠ থেকেই প্রতিবাদ জানান৷ ওই দর্শকদের প্রথমে গ্যালারি থেকে বের করে দেওয়া হয়৷ পরে তাদের গ্রেপ্তার করে সিডনির পুলিশ৷
এই ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে৷ সকলেই এই ঘটনার সমালোচনায় মুখর হয়েছে৷ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক অজিঙ্কে রাহানে এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন৷ তাঁর কথায়, এতে তিনি আঘাত পেয়েছেন৷
আরও পড়ুন : আইসিসি’র ব্য়াটসম্যানদের তালিকায় 2 নম্বরে উঠে এলেন স্মিথ
এদিকে ওয়ার্নার প্রথম দুটি টেস্টে চোটের জন্য খেলতে পারেননি৷ তৃতীয় টেস্টে দলে ফেরেন৷ তাতে তিনি স্বস্তিতে৷ পাশাপাশি তিনি এই টেস্টে ভারতীয় দল ভালো লড়াই করায় তাদের প্রশংসা করেছেন৷