ETV Bharat / sports

17 বছর আগের মোলবোর্ন, সেহওয়াগের সেই 195 তেই আজ স্মিথরা

10 বল খেলে শূন্য রানে ফেরেন ওপেনার জো বার্নস ৷ প্রথমই অজ়ি ব্যাটিংয়ে ধাক্কা দেন জসপ্রীত বুমরা ৷ তারপরই স্ট্যান্ড বাই অধিনায়ক অজিঙ্কা রাহানের দুরন্ত বোলিং চেঞ্জ ৷ কম সময়ের ব্যবধানে, ম্যাথু ওয়েড ও স্টিভ স্মিথকে ফেরান রবিচন্দ্রন অশ্বিন ৷

এমসিজিতে সেহওয়াগের 195 রান
এমসিজিতে সেহওয়াগের 195 রান
author img

By

Published : Dec 26, 2020, 4:21 PM IST

মেলবোর্ন, 26 ডিসেম্বর : শেষ ম্যাচের দ্বিতীয় ইনিংসে 36 রানে থেমে গিয়েছিল ভারতীয় দল ৷ তবে বক্সিং ডে টেস্টের প্রথম দিনই বাউন্স ব্যাক ভারতীয়দের ৷ টস জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া ৷ ভারতীয় বোলারদের দুরন্ত পারফরমেন্সে মাত্র 195 রানেই আটকে যায় অজ়িরা ৷

তবে আকর্ষণীয়ভাবে, ঠিক 17 বছর আগে আজকের দিনই ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ এই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একাই করেছিলেন 195 রান ৷ এমনকি সেহওয়াগের বাউন্ডারি, স্ট্রাইক রেট আজকের গোটা অজ়ি দলের থেকে ভালো ছিল ৷

17 বছর আগে সেই ম্যাচে সেহওয়াগ 25টি চার ও 5টি বিশাল ছক্কা হাঁকিয়েছিলেন ৷ যেখানে টিম পেইনের দল, দলগতভাবে মাত্র 18টি চার মেরেছেন ৷ সেহওয়াগ 195 রান করেছিলেন 233 বলে ৷ অজ়িরা খেললেন 435 বল ৷

  • Start of the #BoxingDayTest at MCG in 6 hours from now. Have great memories of my first visit to Australia.
    Missed the 6 by 5 yards , but most importantly wish we had won this.
    Best wishes to Team India. pic.twitter.com/acnaIzIXin

    — Virender Sehwag (@virendersehwag) December 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

10 বল খেলে শূন্য রানে ফেরেন ওপেনার জো বার্নস ৷ প্রথমই অজ়ি ব্যাটিংয়ে ধাক্কা দেন জসপ্রীত বুমরা ৷ তারপরই স্ট্যান্ড বাই অধিনায়ক অজিঙ্কা রাহানের দুরন্ত বোলিং চেঞ্জ ৷ কম সময়ের ব্যবধানে, ম্যাথু ওয়েড ও স্টিভ স্মিথকে ফেরান রবিচন্দ্রন অশ্বিন ৷

আরও পড়ুন :- 195 রানে শেষ অস্ট্রেলিয়া, দিনের শেষে 1 উইকেটে 36 ভারত

বুমরার দ্বিতীয় উইকেট ট্রাইভস হেড ৷ মার্নাস লাবুশেনের সঙ্গে হেডের 86 রানের পার্টনারশিপ ভাঙেন তিনি ৷ এরপর অজ়ি অধিনায়ক টিম পেইনকে ফেরান অশ্বিন ৷ দিনের শেষে ময়ঙ্ক আগরওয়ালের উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ 36 রান ৷

মেলবোর্ন, 26 ডিসেম্বর : শেষ ম্যাচের দ্বিতীয় ইনিংসে 36 রানে থেমে গিয়েছিল ভারতীয় দল ৷ তবে বক্সিং ডে টেস্টের প্রথম দিনই বাউন্স ব্যাক ভারতীয়দের ৷ টস জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া ৷ ভারতীয় বোলারদের দুরন্ত পারফরমেন্সে মাত্র 195 রানেই আটকে যায় অজ়িরা ৷

তবে আকর্ষণীয়ভাবে, ঠিক 17 বছর আগে আজকের দিনই ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ এই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একাই করেছিলেন 195 রান ৷ এমনকি সেহওয়াগের বাউন্ডারি, স্ট্রাইক রেট আজকের গোটা অজ়ি দলের থেকে ভালো ছিল ৷

17 বছর আগে সেই ম্যাচে সেহওয়াগ 25টি চার ও 5টি বিশাল ছক্কা হাঁকিয়েছিলেন ৷ যেখানে টিম পেইনের দল, দলগতভাবে মাত্র 18টি চার মেরেছেন ৷ সেহওয়াগ 195 রান করেছিলেন 233 বলে ৷ অজ়িরা খেললেন 435 বল ৷

  • Start of the #BoxingDayTest at MCG in 6 hours from now. Have great memories of my first visit to Australia.
    Missed the 6 by 5 yards , but most importantly wish we had won this.
    Best wishes to Team India. pic.twitter.com/acnaIzIXin

    — Virender Sehwag (@virendersehwag) December 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

10 বল খেলে শূন্য রানে ফেরেন ওপেনার জো বার্নস ৷ প্রথমই অজ়ি ব্যাটিংয়ে ধাক্কা দেন জসপ্রীত বুমরা ৷ তারপরই স্ট্যান্ড বাই অধিনায়ক অজিঙ্কা রাহানের দুরন্ত বোলিং চেঞ্জ ৷ কম সময়ের ব্যবধানে, ম্যাথু ওয়েড ও স্টিভ স্মিথকে ফেরান রবিচন্দ্রন অশ্বিন ৷

আরও পড়ুন :- 195 রানে শেষ অস্ট্রেলিয়া, দিনের শেষে 1 উইকেটে 36 ভারত

বুমরার দ্বিতীয় উইকেট ট্রাইভস হেড ৷ মার্নাস লাবুশেনের সঙ্গে হেডের 86 রানের পার্টনারশিপ ভাঙেন তিনি ৷ এরপর অজ়ি অধিনায়ক টিম পেইনকে ফেরান অশ্বিন ৷ দিনের শেষে ময়ঙ্ক আগরওয়ালের উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ 36 রান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.