মেলবোর্ন, 30 ডিসেম্বর : সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন ৷ খেলেছেন দুরন্ত ইনিংস ৷ তাই অজিঙ্কা রাহানের দুরন্ত ইনিংসকে কুর্ণিশ জানাল মেলবোর্ন ক্রিকেট বোর্ড ৷ এমসিজির বোর্ডে খোদাই করা হল তাঁর নাম ৷
বৃহস্পতিবার শেষ হওয়া বক্সিং ডে টেস্টে প্রথম ইনিংসে শতরান করেন রাহানে ৷ দলকে গুরুত্বপূর্ণ লিড এনে দেন ৷ এছাড়া অ্যাডিলেডের লজ্জার হার ভুলে মেলবোর্নে ভারতীয় দল জয় পায় তাঁর নেতৃত্বেই ৷
-
After leading from the front with a fantastic ton in the Boxing Day Test against Australia, @ajinkyarahane88 has his name engraved on the MCG Honours Board for the second time. 👏👏#TeamIndia #AUSvIND pic.twitter.com/z7vDe5dG4U
— BCCI (@BCCI) December 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">After leading from the front with a fantastic ton in the Boxing Day Test against Australia, @ajinkyarahane88 has his name engraved on the MCG Honours Board for the second time. 👏👏#TeamIndia #AUSvIND pic.twitter.com/z7vDe5dG4U
— BCCI (@BCCI) December 30, 2020After leading from the front with a fantastic ton in the Boxing Day Test against Australia, @ajinkyarahane88 has his name engraved on the MCG Honours Board for the second time. 👏👏#TeamIndia #AUSvIND pic.twitter.com/z7vDe5dG4U
— BCCI (@BCCI) December 30, 2020
টুইটারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আজ একটি ভিডিয়ো শেয়ার করে ৷ সেখানে দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়ার গ্রাউন্ড স্টাফ ঐতিহ্যবাহী এমসিজির সম্মান বোর্ডে রাহানের নাম খোদাই করছেন ৷ যদিও এর আগেও রাহানের নাম এই গ্রাউন্ডের সম্মান বোর্ডে খোদাই করা আছে ৷ 2014 সালে এই গ্রাউন্ডে 147 রান করেছিলেন তিনি ৷
আরও পড়ুন :- তৃতীয় টেস্টে ফিরছেন রোহিত, ব্যাটিং অর্ডার নিয়ে জল্পনা
অ্যাডিলেডে প্রথম ইনিংসে লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে মাত্র 36 রানেই অলআউট হয়ে যায় ভারত ৷ সেই ম্যাচ 8 উইকেটে হারে ভারত ৷ তবে দ্বিতীয় ম্যাচেই বাউন্স ব্যাক করে মেন ইন ব্লুরা ৷ মাত্র 4 দিনেই ম্যাচ জেতে ভারত ৷ সামনে থেকে নেতৃত্ব দেন অজিঙ্কা ৷ চার ম্যাচের সিরিজ়ে সমতায় ফেরে ভারত ৷