ETV Bharat / sports

একই সফরে ক্রিকেটের তিন ফরম্য়াটেই অভিষেক, নজির গড়লেন টি নটরাজন

চোট আঘাতে জর্জরিত ভারতীয় দলের হাল সামলাতে তিন ফরম্য়াটেই ডেবিউ করে ফেললেন তিনি ৷ আর টেস্ট ডেবিউতে কার্যত নজরকাড়া বোলিং করে 2 উইকেট নিজের নামের পাশে লেখালেন নটরাজন ৷

natarajan-becomes-first-indian-to-make-international-debut-in-3-formats-on-same-tour
একই সফরে ক্রিকেটের তিন ফরম্য়াটেই ডেবিউ, নজির গড়লেন টি নটরাজন
author img

By

Published : Jan 15, 2021, 2:48 PM IST

ব্রিসবেন, 15 জানুয়ারি : থাঙ্গারাসু নটরাজন, তামিলনাড়ুর এই তরুণ বাঁ হাতি পেস বোলার অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন নেট বোলার হিসেবে ৷ তবে, নেট বোলারের ভূমিকা পালন করতে গিয়ে, এক সফরেই ক্রিকেটের তিন ফরম্য়াটে ডেবিউ করে ফেললেন নটরাজন ৷ এমনকী প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এক সফরেই তিন ফরম্য়াটে অভিষেক করার রের্কড গড়লেন তিনি ৷

চোট আঘাতে জর্জরিত ভারতীয় দলের হাল সামলাতে তিন ফরম্য়াটেই ডেবিউ করে ফেললেন নটরাজন ৷ আর টেস্ট ডেবিউতে কার্যত নজরকাড়া বোলিং করে 2 উইকেট নিজের নামের পাশে লেখালেন তিনি ৷ যার মধ্য়ে একটি উইকেট সিরিজ়ের সবচেয়ে নিয়মিত রান করে যাওয়া ব্য়াটসম্য়ান মারনস লাবুশেনের ৷ যিনি এদিন এই সিরিজে তাঁর প্রথম সেঞ্চুরি করেন ৷ দ্বিতীয় উইকেট ম্য়াথু ওয়েডের, যিনি লাবুশেনের সঙ্গে পার্টনারশিপ করে অস্ট্রেলিয়াকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ৷

আরও পড়ুন : আবারও চোট ভারতীয় শিবিরে, ওভারের মাঝেই মাঠ ছাড়লেন নবদীপ

টি নটরাজন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ডেবিউ করেন গত বছর 2 ডিসেম্বর ক্য়ানবেরায় তৃতীয় ওয়ানডে-তে ৷ সেখানে তাঁর আগুনে ইয়র্কার মনে ধরে ক্রিকেট সমালোচক থেকে টিম ম্য়ানেজ়মেন্ট সকলের ৷ এরপর টি-20 সিরিজ়ে সরাসরি প্রথম একাদশে নিজের জায়গা করে নিয়েছিলেন তিনি ৷ এবার টেস্ট সিরিজ়েও চোট আঘাতে জর্জরিত ভারতকে পাড়ে নিয়ে যেতে হাল ধরলেন তামিলনাড়ুর বাঁ হাতি পেসার ৷

ব্রিসবেন, 15 জানুয়ারি : থাঙ্গারাসু নটরাজন, তামিলনাড়ুর এই তরুণ বাঁ হাতি পেস বোলার অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন নেট বোলার হিসেবে ৷ তবে, নেট বোলারের ভূমিকা পালন করতে গিয়ে, এক সফরেই ক্রিকেটের তিন ফরম্য়াটে ডেবিউ করে ফেললেন নটরাজন ৷ এমনকী প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এক সফরেই তিন ফরম্য়াটে অভিষেক করার রের্কড গড়লেন তিনি ৷

চোট আঘাতে জর্জরিত ভারতীয় দলের হাল সামলাতে তিন ফরম্য়াটেই ডেবিউ করে ফেললেন নটরাজন ৷ আর টেস্ট ডেবিউতে কার্যত নজরকাড়া বোলিং করে 2 উইকেট নিজের নামের পাশে লেখালেন তিনি ৷ যার মধ্য়ে একটি উইকেট সিরিজ়ের সবচেয়ে নিয়মিত রান করে যাওয়া ব্য়াটসম্য়ান মারনস লাবুশেনের ৷ যিনি এদিন এই সিরিজে তাঁর প্রথম সেঞ্চুরি করেন ৷ দ্বিতীয় উইকেট ম্য়াথু ওয়েডের, যিনি লাবুশেনের সঙ্গে পার্টনারশিপ করে অস্ট্রেলিয়াকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ৷

আরও পড়ুন : আবারও চোট ভারতীয় শিবিরে, ওভারের মাঝেই মাঠ ছাড়লেন নবদীপ

টি নটরাজন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ডেবিউ করেন গত বছর 2 ডিসেম্বর ক্য়ানবেরায় তৃতীয় ওয়ানডে-তে ৷ সেখানে তাঁর আগুনে ইয়র্কার মনে ধরে ক্রিকেট সমালোচক থেকে টিম ম্য়ানেজ়মেন্ট সকলের ৷ এরপর টি-20 সিরিজ়ে সরাসরি প্রথম একাদশে নিজের জায়গা করে নিয়েছিলেন তিনি ৷ এবার টেস্ট সিরিজ়েও চোট আঘাতে জর্জরিত ভারতকে পাড়ে নিয়ে যেতে হাল ধরলেন তামিলনাড়ুর বাঁ হাতি পেসার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.