ETV Bharat / sports

লকডাউনে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের আয়োজনে সুবিধা হবে, আশা জনস্বাস্থ্য আধিকারিকের - দক্ষিণ অস্ট্রেলিয়া

তবে, ম্য়াচ আয়োজন নিয়ে কোনও রকম নিশ্চয়তা দেননি দক্ষিণ অস্ট্রেলিয়ার মুখ্য় জনস্বাস্থ্য় আধিকারিক ৷ তিনি সাংবাদিক বৈঠকে জানান, নিশ্চিতভাবে তিনি কিছু বলতে পারবেন না ৷ কারণ তিনি ভবিষ্য়ৎবাণী করতে জানেন না ৷ তবে, তাঁরা ক্রিকেট ম্য়াচ আয়োজনের মত পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন বলে জানান মুখ্য় জনস্বাস্থ্য় আধিকারিক ৷

lockdown-in-south-australia-provides-best-chance-for-ca-to-host-1st-test-public-health-officer
ভারত সফরের আগে দক্ষিণ অস্ট্রেলিয়ার লকডাউন, অ্য়াডিলেড টেস্ট নিয়ে আশঙ্কা
author img

By

Published : Nov 20, 2020, 6:31 PM IST

অ্য়াডিলেড (অস্ট্রেলিয়া), 20 নভেম্বর : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই দক্ষিণ অস্ট্রেলিয়ায় 6 দিনের লকডাউন ঘোষণা করল সে দেশের সরকার ৷ এতে অ্য়াডিলেডে দিন রাতের টেস্ট ম্য়াচের আয়োজনে ক্রিকেট অস্ট্রেলিয়ার অনেকটা সুবিধা হবে বলে মনে করছেন সেখানকার মুখ্য় জনস্বাস্থ্য় আধিকারিক ৷

গত কয়েকদিনে আবারও দক্ষিণ অস্ট্রেলিয়ায় কোরোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে ৷ যার জেরে সেখানে লকডাউন ঘোষণা করা হয়েছে ৷ বর্তমানে 551 জন সেখানে কোরোনা আক্রান্ত রয়েছেন ৷ সেই কারণেই অজ়ি অধিনায়ক টিম পেইন সহ অন্য়ান্য় ক্রিকেটারদের নিউ সাউথ ওয়েলসে এয়ারলিফট করে নিয়ে আসা হয়েছে ৷

তবে, ম্য়াচ আয়োজন নিয়ে কোনও রকম নিশ্চয়তা দেননি দক্ষিণ অস্ট্রেলিয়ার মুখ্য় জনস্বাস্থ্য় আধিকারিক ৷ তিনি সাংবাদিক বৈঠকে জানান, নিশ্চিতভাবে তিনি কিছু বলতে পারবেন না ৷ কারণ তিনি ভবিষ্য়ৎবাণী করতে জানেন না ৷ তবে, তাঁরা ক্রিকেট ম্য়াচ আয়োজনের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন বলে জানান মুখ্য় জনস্বাস্থ্য় আধিকারিক ৷ এরপরেই তিনি বলেন, লকডাউন করলে হয়ত আবারও স্বাভাবিক জীবনযাপন ফিরিয়ে আনা সম্ভব হবে ৷ এমনকী ম্য়াচ আয়োজনের মতো পরিবেশও তৈরি হতে পারে ৷ পরিস্থিতি স্বাভাবিক হলে বেশ কিছু বিধি নিষেধ জারি করে ক্রিকেট ম্য়াচ আয়োজন করা সম্ভব হবে ৷

তবে, 17 ডিসেম্বর অ্য়াডিলেডে প্রথম টেস্টের আগে সীমিত ওভারের ম্য়াচ খেলবে ভারতীয় দল ৷ 27 নভেম্বর থেকে ওয়ান’ডে সিরিজ় দিয়ে ভারতীয় দলের সফর শুরু হবে ৷ যেখানে 3 টি ওয়ান’ডে ম্য়াচ খেলবে বিরাট কোহলির দল ৷ এরপরেই 3টি টি-20 ম্য়াচের সিরিজ় খেলবে ভারত ৷

অ্য়াডিলেড (অস্ট্রেলিয়া), 20 নভেম্বর : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই দক্ষিণ অস্ট্রেলিয়ায় 6 দিনের লকডাউন ঘোষণা করল সে দেশের সরকার ৷ এতে অ্য়াডিলেডে দিন রাতের টেস্ট ম্য়াচের আয়োজনে ক্রিকেট অস্ট্রেলিয়ার অনেকটা সুবিধা হবে বলে মনে করছেন সেখানকার মুখ্য় জনস্বাস্থ্য় আধিকারিক ৷

গত কয়েকদিনে আবারও দক্ষিণ অস্ট্রেলিয়ায় কোরোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে ৷ যার জেরে সেখানে লকডাউন ঘোষণা করা হয়েছে ৷ বর্তমানে 551 জন সেখানে কোরোনা আক্রান্ত রয়েছেন ৷ সেই কারণেই অজ়ি অধিনায়ক টিম পেইন সহ অন্য়ান্য় ক্রিকেটারদের নিউ সাউথ ওয়েলসে এয়ারলিফট করে নিয়ে আসা হয়েছে ৷

তবে, ম্য়াচ আয়োজন নিয়ে কোনও রকম নিশ্চয়তা দেননি দক্ষিণ অস্ট্রেলিয়ার মুখ্য় জনস্বাস্থ্য় আধিকারিক ৷ তিনি সাংবাদিক বৈঠকে জানান, নিশ্চিতভাবে তিনি কিছু বলতে পারবেন না ৷ কারণ তিনি ভবিষ্য়ৎবাণী করতে জানেন না ৷ তবে, তাঁরা ক্রিকেট ম্য়াচ আয়োজনের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন বলে জানান মুখ্য় জনস্বাস্থ্য় আধিকারিক ৷ এরপরেই তিনি বলেন, লকডাউন করলে হয়ত আবারও স্বাভাবিক জীবনযাপন ফিরিয়ে আনা সম্ভব হবে ৷ এমনকী ম্য়াচ আয়োজনের মতো পরিবেশও তৈরি হতে পারে ৷ পরিস্থিতি স্বাভাবিক হলে বেশ কিছু বিধি নিষেধ জারি করে ক্রিকেট ম্য়াচ আয়োজন করা সম্ভব হবে ৷

তবে, 17 ডিসেম্বর অ্য়াডিলেডে প্রথম টেস্টের আগে সীমিত ওভারের ম্য়াচ খেলবে ভারতীয় দল ৷ 27 নভেম্বর থেকে ওয়ান’ডে সিরিজ় দিয়ে ভারতীয় দলের সফর শুরু হবে ৷ যেখানে 3 টি ওয়ান’ডে ম্য়াচ খেলবে বিরাট কোহলির দল ৷ এরপরেই 3টি টি-20 ম্য়াচের সিরিজ় খেলবে ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.