ETV Bharat / sports

সম্মান রক্ষার লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাটের সিদ্ধান্ত ভারতের - ভারতের অস্ট্রেলিয়া সফর

ক্যানবেরার মানুকা ওভালে সম্মান রক্ষার লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত ভারত অধিনায়ক বিরাট কোহলির ৷

ind vs aus
ind vs aus
author img

By

Published : Dec 2, 2020, 9:19 AM IST

ক্যানবেরা, 2 ডিসেম্বর : সিরিজ়ের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া । ইতিমধ্যে সিরিজ় ঘরে তুলেছে অজ়িরা ৷ তাই ক্যানবেরার মানুকা ওভালে সম্মান রক্ষার লড়াই বিরাট কোহলি, শিখর ধাওয়ানদের ৷

চলতি সিরিজ়ে প্রথমবার টস জিতলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তিনি ৷ শেষ ম্যাচে ভারতীয় দলে একাধিক পরিবর্তন করা হয়েছে ৷ দলে ফিরেছেন শুভমন গিল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব-রা ৷ অভিষেক হল টি নটরাজনের ৷ বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ শামিকে ৷

একাধিক পরিবর্তন করা হয়েছে অজ়ি দলেও ৷ অভিষেক হল ক্যামরন গ্রিনের ৷ এছাড়া দলে এসেছেন সেন অ্যাবট ও অ্যাস্টন এগারের ৷ চোটের জন্য দলে নেই ডেভিড ওয়ার্নার ৷ পরিবর্তে মার্নাস লাবুশেন অজ়ি ইনিংস ওপেন করতে চলেছেন ৷ বিশ্রাম দেওয়া হয়েছে প্যাট ক্যামিন্স ও মিচেল স্টার্ককে ৷

ক্যানবেরা, 2 ডিসেম্বর : সিরিজ়ের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া । ইতিমধ্যে সিরিজ় ঘরে তুলেছে অজ়িরা ৷ তাই ক্যানবেরার মানুকা ওভালে সম্মান রক্ষার লড়াই বিরাট কোহলি, শিখর ধাওয়ানদের ৷

চলতি সিরিজ়ে প্রথমবার টস জিতলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তিনি ৷ শেষ ম্যাচে ভারতীয় দলে একাধিক পরিবর্তন করা হয়েছে ৷ দলে ফিরেছেন শুভমন গিল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব-রা ৷ অভিষেক হল টি নটরাজনের ৷ বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ শামিকে ৷

একাধিক পরিবর্তন করা হয়েছে অজ়ি দলেও ৷ অভিষেক হল ক্যামরন গ্রিনের ৷ এছাড়া দলে এসেছেন সেন অ্যাবট ও অ্যাস্টন এগারের ৷ চোটের জন্য দলে নেই ডেভিড ওয়ার্নার ৷ পরিবর্তে মার্নাস লাবুশেন অজ়ি ইনিংস ওপেন করতে চলেছেন ৷ বিশ্রাম দেওয়া হয়েছে প্যাট ক্যামিন্স ও মিচেল স্টার্ককে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.