ব্রিসবেন, 19 জানুয়ারি : ভারতীয় দলের ঐতিহাসিক ব্রিসবেন টেস্ট জয়কে কুর্ণিশ জানালেন বোর্ড সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায় এবং প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর ৷ তেন্ডুলকর দলের প্রতিটি খেলোয়াড়দের প্রশংসা করে জানিয়েছেন, দিনের প্রতিটি সেশনে কোনও না কোনও খেলোয়াড় এগিয়ে এসেছেন নিজের দলকে এগিয়ে নিয়ে যেতে ৷
এদিন সচিন তাঁর টুইটে লেখেন, ‘‘প্রতিটি সেশনে আমরা একজন নতুন হিরো আবিষ্কার করলাম ৷ প্রত্য়েকবার যখন আমরা ধাক্কা খেয়েছি, আমরা ঘুরে দাঁড়িয়েছি ৷ আমরা যখনই বাউন্ডারি মেরেছি, সেটা বিশ্বাসের সঙ্গে ৷ তবে, দায়িত্বজ্ঞানহীন শট কেউ খেলেননি ৷ চোট, অনিশ্চিয়তার মধ্য়েও আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছেন সবাই ৷ অন্য়তম সেরা ম্য়াচ জয় ! অভিনন্দন ভারত ৷’’
-
EVERY SESSION WE DISCOVERED A NEW HERO.
— Sachin Tendulkar (@sachin_rt) January 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Every time we got hit, we stayed put & stood taller. We pushed boundaries of belief to play fearless but not careless cricket. Injuries & uncertainties were countered with poise & confidence. One of the greatest series wins!
Congrats India. pic.twitter.com/ZtCChUURLV
">EVERY SESSION WE DISCOVERED A NEW HERO.
— Sachin Tendulkar (@sachin_rt) January 19, 2021
Every time we got hit, we stayed put & stood taller. We pushed boundaries of belief to play fearless but not careless cricket. Injuries & uncertainties were countered with poise & confidence. One of the greatest series wins!
Congrats India. pic.twitter.com/ZtCChUURLVEVERY SESSION WE DISCOVERED A NEW HERO.
— Sachin Tendulkar (@sachin_rt) January 19, 2021
Every time we got hit, we stayed put & stood taller. We pushed boundaries of belief to play fearless but not careless cricket. Injuries & uncertainties were countered with poise & confidence. One of the greatest series wins!
Congrats India. pic.twitter.com/ZtCChUURLV
ভারতীয় দলের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওয়াগ ৷ তিনি টুইটে লেখেন, ‘‘খুশিতে পাগল হয়ে যাচ্ছি ৷ এটা নতুন ভারত ৷ ঘরের ভিতরে ঢুকে মারে ৷ অ্য়াডিলেডে যা হয়েছিল, তারপর এই তরুণ ব্রিগেড আমাদের সারা জীবনের জন্য় আনন্দ প্রদান করল ৷ এটা বিশ্বকাপ জিতেছি, কিন্তু, এই জয়টা একটু বিশেষ ৷ এবং হ্য়াঁ পন্থ এই কারণেই বেশি স্পেশাল ৷’’
-
A few years ago, these two Pant and Sundar were going great guns at the Under 19 world cup.
— Virender Sehwag (@virendersehwag) January 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Who would have thought a few years later, these two on Australian soil will take us on course to one of India's greatest test wins . pic.twitter.com/FEfozghPP6
">A few years ago, these two Pant and Sundar were going great guns at the Under 19 world cup.
— Virender Sehwag (@virendersehwag) January 19, 2021
Who would have thought a few years later, these two on Australian soil will take us on course to one of India's greatest test wins . pic.twitter.com/FEfozghPP6A few years ago, these two Pant and Sundar were going great guns at the Under 19 world cup.
— Virender Sehwag (@virendersehwag) January 19, 2021
Who would have thought a few years later, these two on Australian soil will take us on course to one of India's greatest test wins . pic.twitter.com/FEfozghPP6
কোচ রবি শাস্ত্রীর ভূয়সী প্রশংসা শোনা গেল ভেরি ভেরি স্পেশাল লক্ষ্মণের গলায় ৷ তরুণ এই ব্রিগেডকে নেতৃত্ব দেওয়ার জন্য় যে পরিশ্রম তিনি করেছেন, তার প্রশংসা করেন তিনি ৷ লক্ষ্মণ টুইটে লেখেন, ‘‘ঐতিহাসিক সিরিজ় জয় ভারতের ৷ যখনই প্রয়োজন পড়েছে, তখনই তরুণরা এগিয়ে এসেছেন ৷ যেখানে সবার আগে থাকবেন শুভমান গিল এবং ঋষভ পন্থ ৷ কুর্ণিশ রবি শাস্ত্রী এবং অন্য়ান্য় সাপোর্ট স্টাফকে যাঁরা এই ফলাফল বের করে আনতে অক্লান্ত পরিশ্রম করেছেন ৷’’
-
Historic series win for Team India! Youngsters delivered when it mattered, with Gilll and Pant in the forefront. Hats off to Ravi Shastri and the support staff for their part in this turnaround! So so proud of this bunch, this is one for the ages👏👏👏 #AUSvsIND
— VVS Laxman (@VVSLaxman281) January 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Historic series win for Team India! Youngsters delivered when it mattered, with Gilll and Pant in the forefront. Hats off to Ravi Shastri and the support staff for their part in this turnaround! So so proud of this bunch, this is one for the ages👏👏👏 #AUSvsIND
— VVS Laxman (@VVSLaxman281) January 19, 2021Historic series win for Team India! Youngsters delivered when it mattered, with Gilll and Pant in the forefront. Hats off to Ravi Shastri and the support staff for their part in this turnaround! So so proud of this bunch, this is one for the ages👏👏👏 #AUSvsIND
— VVS Laxman (@VVSLaxman281) January 19, 2021
আরও পড়ুন : ধোনির রেকর্ড ভেঙে ভারতীয় উইকেটরক্ষক হিসেবে টেস্টে দ্রুত হাজার রান ঋষভের
পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং চেতেশ্বর পূজারার গুরু দায়িত্ব পালনের প্রশংসা করেন ৷ একই সঙ্গে তরুণ বোলিং বিভাগের ভূমিকা ভোলা যাবে না বলে জানান তিনি ৷