ETV Bharat / sports

ব্যাটিং নিয়ে পরামর্শের জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো দরকার দ্রাবিড়কে , বললেন বেঙ্গসরকার - dilip vengsarkar wants rahul dravid to join indian team

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে এই ব্যাটিং বিপর্যের পর প্রাক্তন মুখ্য নির্বাচক দিলীপ বেঙ্গসরকার একটি সাক্ষাৎকারে রাহুল দ্রাবিড়কে অস্ট্রেলিয়া যাওয়ার পক্ষে কথা বলেন । বেঙ্গসরকারের মতে বিসিসিআই-এর উচিত ভারতের প্রাক্তন ব্য়াটিং স্তম্ভ রাহুল দ্রাবিড়কে অস্ট্রেলিয়া পাঠিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের এই ভরাডুবির মধ্যে থেকে তুলে আনা ।

Rahul dravid
Rahul dravid
author img

By

Published : Dec 21, 2020, 12:57 PM IST

মুম্বই, 21 ডিসেম্বর : শনিবার ভারতের লজ্জাজনক হার এখন বহুচর্চিত বিষয়। বর্ডার গাভাসকর ট্রফির প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র 36 রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস । এটি টেস্ট ক্রিকেট ইতিহাসে ভারতের সর্বনিম্ন স্কোর । আট উইকেটে প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যেই 1-0 ব্যবধানে এগিয়ে অজ়ি বাহিনী ।

এই ব্যাটিং বিপর্যের পর প্রাক্তন মুখ্য নির্বাচক দিলীপ বেঙ্গসরকার একটি সাক্ষাৎকারে রাহুল দ্রাবিড়কে অস্ট্রেলিয়া যাওয়ার পক্ষে কথা বলেন । বেঙ্গসরকারের মতে বিসিসিআই-এর উচিত ভারতের প্রাক্তন ব্য়াটিং স্তম্ভ রাহুল দ্রাবিড়কে অস্ট্রেলিয়া পাঠিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের এই ভরাডুবির মধ্যে থেকে তুলে আনা ।

বেঙ্গসরকার বলেন, কোরোনা আবহে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি বন্ধ । এই পরিস্থিতিতে দ্রাবিড়ের পরামর্শ কাজে দেবে খেলোয়াড়দের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে । তিনি বলেন, "অস্ট্রেলিয়ার সুইং পরিস্থিতিতে কীভাবে খেলা উচিত তাঁর থেকে ভালো কেউ বোঝাতে পারবে না। দলের স্বার্থে তাঁর যাওয়া উচিত। নেটে তাঁর উপস্থিতি ও পরামর্শ দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।"

আরও পড়ুন :লড়াইয়ে ফিরবেই টিম ইন্ডিয়া, আশাবাদী দীপ-শিবশংকররা

দলের অধিনায়ক থাকছেন না প্রথম টেস্টের পর । তিনি দেশে ফিরে আসছেন । অধিনায়কের অনুপস্থিতিতে দ্রাবিড়ের অভিজ্ঞতা এবং পরামর্শ দলের সাফল্যের চাবিকাঠি হতে পারে বলে মত প্রাক্তন মুখ্য নির্বাচকের।

দ্রাবিড় অস্ট্রেলিয়া গেলেও তাঁকে নির্ধারিত কোয়ারানটাইনে থাকতে হবে। কিন্তু সেক্ষেত্রে তিনি রোহিত শর্মার মতোই তৃতীয় টেস্ট থেকে দলের সঙ্গে যোগ দিতে পারবেন ।

মুম্বই, 21 ডিসেম্বর : শনিবার ভারতের লজ্জাজনক হার এখন বহুচর্চিত বিষয়। বর্ডার গাভাসকর ট্রফির প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র 36 রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস । এটি টেস্ট ক্রিকেট ইতিহাসে ভারতের সর্বনিম্ন স্কোর । আট উইকেটে প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যেই 1-0 ব্যবধানে এগিয়ে অজ়ি বাহিনী ।

এই ব্যাটিং বিপর্যের পর প্রাক্তন মুখ্য নির্বাচক দিলীপ বেঙ্গসরকার একটি সাক্ষাৎকারে রাহুল দ্রাবিড়কে অস্ট্রেলিয়া যাওয়ার পক্ষে কথা বলেন । বেঙ্গসরকারের মতে বিসিসিআই-এর উচিত ভারতের প্রাক্তন ব্য়াটিং স্তম্ভ রাহুল দ্রাবিড়কে অস্ট্রেলিয়া পাঠিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের এই ভরাডুবির মধ্যে থেকে তুলে আনা ।

বেঙ্গসরকার বলেন, কোরোনা আবহে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি বন্ধ । এই পরিস্থিতিতে দ্রাবিড়ের পরামর্শ কাজে দেবে খেলোয়াড়দের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে । তিনি বলেন, "অস্ট্রেলিয়ার সুইং পরিস্থিতিতে কীভাবে খেলা উচিত তাঁর থেকে ভালো কেউ বোঝাতে পারবে না। দলের স্বার্থে তাঁর যাওয়া উচিত। নেটে তাঁর উপস্থিতি ও পরামর্শ দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।"

আরও পড়ুন :লড়াইয়ে ফিরবেই টিম ইন্ডিয়া, আশাবাদী দীপ-শিবশংকররা

দলের অধিনায়ক থাকছেন না প্রথম টেস্টের পর । তিনি দেশে ফিরে আসছেন । অধিনায়কের অনুপস্থিতিতে দ্রাবিড়ের অভিজ্ঞতা এবং পরামর্শ দলের সাফল্যের চাবিকাঠি হতে পারে বলে মত প্রাক্তন মুখ্য নির্বাচকের।

দ্রাবিড় অস্ট্রেলিয়া গেলেও তাঁকে নির্ধারিত কোয়ারানটাইনে থাকতে হবে। কিন্তু সেক্ষেত্রে তিনি রোহিত শর্মার মতোই তৃতীয় টেস্ট থেকে দলের সঙ্গে যোগ দিতে পারবেন ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.